ETV Bharat / entertainment

ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুললেও সিদ্ধান্তে অনড় ফেডারেশন, পরিচালকের আসন পেলেন না রাহুল - Rahool Mukherjee - RAHOOL MUKHERJEE

FCTWEI Suspends Rahool Mukherjee: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে ফেডারেশন ও গিল্ডের দ্বন্দ্ব থামছে না ৷ ফেডারেশন থেকে শনিবার বৈঠক শেষেও ছাড় পেলেন না পরিচালক রাহুল ৷ বহাল থাকল তিনমাসের শুটিং বন্ধের নির্দেশ ৷ অনিশ্চিয়তার দোলাচলেই থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-অনির্বাণ ভট্টাচার্যের নতুন ছবি?

FCTWEI Suspends Rahool Mukherjee
রাহুল মুখোপাধ্যায়কে সিদ্ধান্তে অনড় ফেডারেশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 27, 2024, 11:27 AM IST

Updated : Jul 27, 2024, 2:30 PM IST

কলকাতা, 27 জুলাই: মিটল না সমস্যা। ফেডারেশনের থেকে ছাড়পত্র পেলেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায়। শনিবার সকলকে নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বৈঠকে বসেন ৷ রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন-সহ আরও অনেকে ৷ ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তিনমাসের কর্মবিরতির যে সিদ্ধান্ত ফেডারেশনের তরফে নেওয়া হয়েছে তার অনড় হবে না ৷ এই ঘটনায় "আমরা সকলে অপমানিত" বলে জানানো হয়েছে ডিরেক্টরস গিল্ডের তরফে ৷ পাশাপাশি এদিন শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আসেননি কোনও টেকনিশিয়ান।

ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ পরিচালক-অভিনেতারা (ইটিভি ভারত)

রাজ চক্রবর্তী বলেন, "এটা খুবই অপমানজনক বিষয় ৷ আজকে টেকনিশিয়ানের কেউ এলেন না ৷ শুটিং বন্ধ থাকল ৷ এরপর যদি পরিচালক না আসেন, তাহলে শুটিং হবে তো? এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না ৷" দীর্ঘ বিতর্কের পর এদিন মুখ খোলেন পরিচালক রাহুলও ৷ তিনি বলেন, "আমি একটা শান্ত-সুষ্ঠ পরিবেশে শুটিং করতে চাই৷ আমার সিনিয়ররা রয়েছেন ৷ তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে চলা হবে ৷"

এদিন, 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া-র পক্ষ থেকে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরল না 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া' ৷ শুক্রবার দুপুরেই ডিরেক্টর্স গিল্ডের তরফে আসা একটি বিবৃতিতে জানানো হয়েছিল, পরিচালক রাহুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের কর্মবিরতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ক্রিয়েটিভ প্রোডিউসারের জায়গায় তাঁর আসল আসন অর্থাৎ পরিচালকের জায়গাতেই বসবেন তিনি। তবে রাত বারতেই ফের পালটে গেল ছবিটা। 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র (FCTWEI) তরফে জানিয়ে দেওয়া হল ডিরেক্টর্স গিল্ডের সিদ্ধান্ত মানা হচ্ছে না ৷ ফলে ফেডারেশনের তরফে তিন মাসের কর্মবিরতির শাস্তি বহাল থাকল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপরে ৷

এদিকে, শুক্রবার একটি বৈঠক ডাকেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, পরিচালক হিসাবে নয় বরং ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেই এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবির সঙ্গে যুক্ত থাকবেন রাহুল। সুতরাং পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন সৌমিক হালদার। অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। এ ছাড়াও থাকছেন, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।

এই ব্যাপারে রাহুল প্রথম থেকে এখনও নীরব। 27 জুলাই থেকে শুটিং শুরু হওয়ার কথা। শুটিং হবে টেকনিশিয়ান্স স্টুডিয়ো-সহ কলকাতার আরও কয়েকটি জায়গায়। কিন্তু এদিন টেকনিশিয়ান্স স্টুডিয়োতে শুটিং শুরুর কোনও তোরজোড়ই নজরে এল না ৷

কলকাতা, 27 জুলাই: মিটল না সমস্যা। ফেডারেশনের থেকে ছাড়পত্র পেলেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায়। শনিবার সকলকে নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বৈঠকে বসেন ৷ রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, অভিজিৎ সেন, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, সুব্রত সেন-সহ আরও অনেকে ৷ ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তিনমাসের কর্মবিরতির যে সিদ্ধান্ত ফেডারেশনের তরফে নেওয়া হয়েছে তার অনড় হবে না ৷ এই ঘটনায় "আমরা সকলে অপমানিত" বলে জানানো হয়েছে ডিরেক্টরস গিল্ডের তরফে ৷ পাশাপাশি এদিন শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আসেননি কোনও টেকনিশিয়ান।

ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ পরিচালক-অভিনেতারা (ইটিভি ভারত)

রাজ চক্রবর্তী বলেন, "এটা খুবই অপমানজনক বিষয় ৷ আজকে টেকনিশিয়ানের কেউ এলেন না ৷ শুটিং বন্ধ থাকল ৷ এরপর যদি পরিচালক না আসেন, তাহলে শুটিং হবে তো? এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না ৷" দীর্ঘ বিতর্কের পর এদিন মুখ খোলেন পরিচালক রাহুলও ৷ তিনি বলেন, "আমি একটা শান্ত-সুষ্ঠ পরিবেশে শুটিং করতে চাই৷ আমার সিনিয়ররা রয়েছেন ৷ তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে চলা হবে ৷"

এদিন, 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া-র পক্ষ থেকে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরল না 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া' ৷ শুক্রবার দুপুরেই ডিরেক্টর্স গিল্ডের তরফে আসা একটি বিবৃতিতে জানানো হয়েছিল, পরিচালক রাহুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের কর্মবিরতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ক্রিয়েটিভ প্রোডিউসারের জায়গায় তাঁর আসল আসন অর্থাৎ পরিচালকের জায়গাতেই বসবেন তিনি। তবে রাত বারতেই ফের পালটে গেল ছবিটা। 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র (FCTWEI) তরফে জানিয়ে দেওয়া হল ডিরেক্টর্স গিল্ডের সিদ্ধান্ত মানা হচ্ছে না ৷ ফলে ফেডারেশনের তরফে তিন মাসের কর্মবিরতির শাস্তি বহাল থাকল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপরে ৷

এদিকে, শুক্রবার একটি বৈঠক ডাকেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, পরিচালক হিসাবে নয় বরং ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবেই এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবির সঙ্গে যুক্ত থাকবেন রাহুল। সুতরাং পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন সৌমিক হালদার। অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। এ ছাড়াও থাকছেন, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।

এই ব্যাপারে রাহুল প্রথম থেকে এখনও নীরব। 27 জুলাই থেকে শুটিং শুরু হওয়ার কথা। শুটিং হবে টেকনিশিয়ান্স স্টুডিয়ো-সহ কলকাতার আরও কয়েকটি জায়গায়। কিন্তু এদিন টেকনিশিয়ান্স স্টুডিয়োতে শুটিং শুরুর কোনও তোরজোড়ই নজরে এল না ৷

Last Updated : Jul 27, 2024, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.