ETV Bharat / entertainment

বক্স অফিসে ধস সামলে যুদ্ধ জারি ফাইটারের, ষষ্ঠ দিনে আয় কত ?

Fighter Box Office Day 6: ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ফিল্ম ফাইটার মঙ্গলবার একক অঙ্কে উপার্জন করেছে ৷ তবে সোমবার ব্যাপক পতন দেখা গিয়েছে ৷ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালোই আয় করছিল হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ছবিটি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 3:00 PM IST

হায়দরাবাদ, 31 জানুয়ারি: উইকেন্ডে বক্স অফিসে দুরন্ত পারফরম্যান্সের পর সপ্তাহের প্রথম দিন আয়ের গ্রাফটা অনেকটাই নিম্নমুখী ছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফিল্ম ফাইটারের ৷ তবে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত এই এরিয়াল অ্যাকশন মুভির প্রথম মঙ্গলবারের সংগ্রহ আগের দিনের তুলনায় অনেকটাই বেশি ৷ ফলে গ্রাফের নিম্নগামিতার ধাক্কা কাটিয়ে এই ছবি বক্স অফিসে এখনও চালিয়ে ব্যাট করবে, এই আশাই করছেন নির্মাতারা ৷

হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি প্রথম সোমবারে যা পারফর্ম করেছে, তা একেবারেই অপ্রত্যাশিত ছিল ৷ ফলে এই নিয়ে তোলপাড় পড়ে যায় চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরীণ এবং বাণিজ্য বিশেষজ্ঞদের মধ্যে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ছবিটি মঙ্গলবার ভারতে প্রায় 7.75 কোটি টাকা আয় করেছে । এই পরিসংখ্যান আগের দিনের নিরিখে কিছুটা হলেও মুখরক্ষা করেছে ৷

পোর্টালের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ফাইটারের মোট ব্যবসা হয়েছে 134.25 কোটি টাকা ৷ ষষ্ঠ দিনে ফিল্মটির দখলের হার ছিল প্রায় 12.77 শতাংশ । আগামী সপ্তাহান্তে এই হার আরও উপরের দিকে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে । সোমবারের খারাপ পারফরম্যান্সের পর 200 কোটির ক্লাবে ঢুকে পড়ার আশা আপাতত ছাড়তে হয়েছে ৷ তবে এই মুহূর্তে অন্য কোনও প্রতিযোগিতা না থাকায় পরিসংখ্যানটা 200 কোটি টাকার কাছাকাছি নিয়ে যাওয়াই লক্ষ্য নির্মাতাদের ৷

ফাইটার দেশের দর্শকদের প্রত্যাশা পূরণে কিছুক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে বিশ্বব্যাপী এই ছবি 225 কোটি টাকা আয় করেছে, যার ফলে বোঝা যায় বিদেশি বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে এই ছবি ৷ 2024 সালের জানুয়ারিতে মেগা রিলিজের জন্য বিশ্বব্যাপী 300 কোটি টাকার আয় শেষ উল্লেখযোগ্য মাইলফলক । তবে ফাইটার এখনও পর্যন্ত চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দের আগের ছবি পাঠান ও ওয়ারের থেকে পিছিয়ে রয়েছে ৷

প্রধান চরিত্রে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ছাড়াও ফাইটারে করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয় মুখ্য ভূমিকায় রয়েছেন । পাঠান 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঠিক এক বছর পর ফাইটার মুক্তি পেয়েছে সপ্তাহান্তে, সাধারণতন্ত্র দিবসে । পাঠানের মতো, ফাইটারও দর্শকদের কাছ থেকে দুর্দান্ত পর্যালোচনা এবং প্রশংসা কুড়িয়েছে ৷ ভায়াকম 18 স্টুডিয়োর মারফ্লিক্স পিকচার্স তৈরি করেছে ফাইটার ৷

আরও পড়ুন:

  1. চতুর্থ দিনেই 100 কোটির ক্লাবে হৃত্বিক-দীপিকার ফাইটার
  2. দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার
  3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

হায়দরাবাদ, 31 জানুয়ারি: উইকেন্ডে বক্স অফিসে দুরন্ত পারফরম্যান্সের পর সপ্তাহের প্রথম দিন আয়ের গ্রাফটা অনেকটাই নিম্নমুখী ছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফিল্ম ফাইটারের ৷ তবে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত এই এরিয়াল অ্যাকশন মুভির প্রথম মঙ্গলবারের সংগ্রহ আগের দিনের তুলনায় অনেকটাই বেশি ৷ ফলে গ্রাফের নিম্নগামিতার ধাক্কা কাটিয়ে এই ছবি বক্স অফিসে এখনও চালিয়ে ব্যাট করবে, এই আশাই করছেন নির্মাতারা ৷

হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি প্রথম সোমবারে যা পারফর্ম করেছে, তা একেবারেই অপ্রত্যাশিত ছিল ৷ ফলে এই নিয়ে তোলপাড় পড়ে যায় চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরীণ এবং বাণিজ্য বিশেষজ্ঞদের মধ্যে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ছবিটি মঙ্গলবার ভারতে প্রায় 7.75 কোটি টাকা আয় করেছে । এই পরিসংখ্যান আগের দিনের নিরিখে কিছুটা হলেও মুখরক্ষা করেছে ৷

পোর্টালের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ফাইটারের মোট ব্যবসা হয়েছে 134.25 কোটি টাকা ৷ ষষ্ঠ দিনে ফিল্মটির দখলের হার ছিল প্রায় 12.77 শতাংশ । আগামী সপ্তাহান্তে এই হার আরও উপরের দিকে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে । সোমবারের খারাপ পারফরম্যান্সের পর 200 কোটির ক্লাবে ঢুকে পড়ার আশা আপাতত ছাড়তে হয়েছে ৷ তবে এই মুহূর্তে অন্য কোনও প্রতিযোগিতা না থাকায় পরিসংখ্যানটা 200 কোটি টাকার কাছাকাছি নিয়ে যাওয়াই লক্ষ্য নির্মাতাদের ৷

ফাইটার দেশের দর্শকদের প্রত্যাশা পূরণে কিছুক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে । তবে বিশ্বব্যাপী এই ছবি 225 কোটি টাকা আয় করেছে, যার ফলে বোঝা যায় বিদেশি বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে এই ছবি ৷ 2024 সালের জানুয়ারিতে মেগা রিলিজের জন্য বিশ্বব্যাপী 300 কোটি টাকার আয় শেষ উল্লেখযোগ্য মাইলফলক । তবে ফাইটার এখনও পর্যন্ত চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দের আগের ছবি পাঠান ও ওয়ারের থেকে পিছিয়ে রয়েছে ৷

প্রধান চরিত্রে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ছাড়াও ফাইটারে করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয় মুখ্য ভূমিকায় রয়েছেন । পাঠান 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঠিক এক বছর পর ফাইটার মুক্তি পেয়েছে সপ্তাহান্তে, সাধারণতন্ত্র দিবসে । পাঠানের মতো, ফাইটারও দর্শকদের কাছ থেকে দুর্দান্ত পর্যালোচনা এবং প্রশংসা কুড়িয়েছে ৷ ভায়াকম 18 স্টুডিয়োর মারফ্লিক্স পিকচার্স তৈরি করেছে ফাইটার ৷

আরও পড়ুন:

  1. চতুর্থ দিনেই 100 কোটির ক্লাবে হৃত্বিক-দীপিকার ফাইটার
  2. দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার
  3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.