ETV Bharat / entertainment

চতুর্থ দিনেই 100 কোটির ক্লাবে হৃত্বিক-দীপিকার ফাইটার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 5:43 PM IST

Fighter Box Office Collection Day 4: হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ফিল্ম ফাইটার মুক্তির চতুর্থ দিনেই দেশের বাজারে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 29 জানুয়ারি: বক্স অফিসে চালিয়ে খেলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফিল্ম ফাইটার । ভারতীয় বিমান বাহিনীর অফিসার হিসেবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের এয়ারিয়াল অ্যাকশন 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে ৷ মুক্তির মাত্র চতুর্থ দিনেই এই ছবি দেশের বাজারে 100 কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত তাদের আয় হয়েছে আনুমানিক 118 কোটি টাকা ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের রিপোর্ট বলছে, শুধুমাত্র রবিবারই ফাইটার প্রায় 28.5 কোটি টাকা আয় করেছে ৷ শনিবারের পরিসংখ্যানও নেহাত কম ছিল না ৷ সে দিন দেশের বাজারে টিম ফাইটারের ঘরে ঢোকে 27.5 কোটি টাকা ৷ অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়ও রয়েছে এই ফিল্মে ৷ রবিবারের আয়ে হিন্দি বলয়ের সংস্করণের সংগ্রহ 31.56 শতাংশ ৷ সন্ধের শোয়ের আয় 43.38 শতাংশে পৌঁছেছে । চেন্নাইয়ে সর্বোচ্চ 63.75 শতাংশ এবং জয়পুরে 39 শতাংশ আয় হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিদ্ধার্থ আনন্দের ফাইটারে বলা হয়েছে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া (হৃতিক রোশন), স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর (দীপিকা পাড়ুকোন) এবং গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (অনিল কাপুর) এবং অভিজাত ভারতীয় বিমান বাহিনীর ইউনিট এয়ার ড্রাগনদের গল্প ৷ শ্রীনগর উপত্যকায় প্রতিকূল পরিবেশের পরিস্থিতিকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভারতীয় বায়ুসেনার সেরা যুদ্ধবিমানচালকদের সমন্বয়ে গঠিত ইউনিট এয়ার ড্রাগনরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার রূপরেখা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে ৷ যোদ্ধাদের জাতির প্রতি অঙ্গীকারের পাশাপাশি তাঁদের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংগ্রামেরও গল্প শুনিয়েছে ফাইটার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

25 জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ আর তারপর থেকেই নানা মহলে বেশ প্রশংসিত হয়েছে এই ছবি ৷ এই ফিল্মে প্রথম অন-স্ক্রিনে জুটি বেঁধেছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন ৷ যা নিঃসন্দেহে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে ৷ আগামী দিনে বোঝা যাবে যে, এই ছবি বক্স অফিসে আর কী কী ভেলকি দেখায় ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার
  2. সাধারণতন্ত্র দিবসে দেশপ্রেম জাগাল হৃতিক-দীপিকার 'ফাইটার', প্রভাব পড়ল বক্সঅফিসে
  3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

হায়দরাবাদ, 29 জানুয়ারি: বক্স অফিসে চালিয়ে খেলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফিল্ম ফাইটার । ভারতীয় বিমান বাহিনীর অফিসার হিসেবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের এয়ারিয়াল অ্যাকশন 100 কোটির ক্লাবে ঢুকে পড়েছে ৷ মুক্তির মাত্র চতুর্থ দিনেই এই ছবি দেশের বাজারে 100 কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত তাদের আয় হয়েছে আনুমানিক 118 কোটি টাকা ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের রিপোর্ট বলছে, শুধুমাত্র রবিবারই ফাইটার প্রায় 28.5 কোটি টাকা আয় করেছে ৷ শনিবারের পরিসংখ্যানও নেহাত কম ছিল না ৷ সে দিন দেশের বাজারে টিম ফাইটারের ঘরে ঢোকে 27.5 কোটি টাকা ৷ অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়ও রয়েছে এই ফিল্মে ৷ রবিবারের আয়ে হিন্দি বলয়ের সংস্করণের সংগ্রহ 31.56 শতাংশ ৷ সন্ধের শোয়ের আয় 43.38 শতাংশে পৌঁছেছে । চেন্নাইয়ে সর্বোচ্চ 63.75 শতাংশ এবং জয়পুরে 39 শতাংশ আয় হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সিদ্ধার্থ আনন্দের ফাইটারে বলা হয়েছে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া (হৃতিক রোশন), স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর (দীপিকা পাড়ুকোন) এবং গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (অনিল কাপুর) এবং অভিজাত ভারতীয় বিমান বাহিনীর ইউনিট এয়ার ড্রাগনদের গল্প ৷ শ্রীনগর উপত্যকায় প্রতিকূল পরিবেশের পরিস্থিতিকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভারতীয় বায়ুসেনার সেরা যুদ্ধবিমানচালকদের সমন্বয়ে গঠিত ইউনিট এয়ার ড্রাগনরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার রূপরেখা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে ৷ যোদ্ধাদের জাতির প্রতি অঙ্গীকারের পাশাপাশি তাঁদের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংগ্রামেরও গল্প শুনিয়েছে ফাইটার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

25 জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ আর তারপর থেকেই নানা মহলে বেশ প্রশংসিত হয়েছে এই ছবি ৷ এই ফিল্মে প্রথম অন-স্ক্রিনে জুটি বেঁধেছেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন ৷ যা নিঃসন্দেহে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে ৷ আগামী দিনে বোঝা যাবে যে, এই ছবি বক্স অফিসে আর কী কী ভেলকি দেখায় ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দিনে বক্সঅফিসে 'ফাইটার' জাম্প, মুখ রক্ষা হৃতিক-দীপিকার
  2. সাধারণতন্ত্র দিবসে দেশপ্রেম জাগাল হৃতিক-দীপিকার 'ফাইটার', প্রভাব পড়ল বক্সঅফিসে
  3. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.