হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: শুধুমাত্র বিনোদন ইন্ডাস্ট্রিতে নয়, বিভিন্ন সেক্টরে মহিলারা যৌন হেনস্তার শিকার হন ৷ কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে তাঁদেরকেও টপ পজিশনে যেতে হবে বা নেতৃত্ব দিতে হবে ৷ এমনটাই মনে করেন প্রযোজক একতা আর কাপুর ৷ মঙ্গলবার 'দ্য বাকিংহাম মার্ডার্স' ছবির ট্রেলার লঞ্চে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিয়ে মুখ খোলেন প্রযোজক একতা ৷
সম্প্রতি, মালয়লম বিনোদন জগতে মহিলাদের যৌন হেনস্তার নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনে হেমা কমিটি ৷ সেই রিপোর্ট সামনে আসার পর মালয়লম ছবির জগতের প্রথম সারির অনেক পরিচালক-প্রযোজক-অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়েছে ৷ ফলে কাজের জায়গায় 'সেফটি' প্রসঙ্গে এদিন একতা কাপুর বলেন, "মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে তাঁদের কোম্পানির মাথা হতে হবে, তাঁদের সেই টপ জায়গায় পৌঁছতে হবে ৷ যে কারণে মহিলাদেরও উদ্যোগ নিতে হবে ৷" অর্থাৎ একটা কোম্পানিতে টপ পজিশনে কোনও মহিলা থাকলে তিনি নারী নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে পারবেন বা দেখতে পারবেন বলে মত একতার ৷
প্রযোজক একতা আরও বলেন, "প্রতিনিয়ত সচেতনভাবে মেয়েদের কাজের জায়গা সুরক্ষিত রাখার দায়িত্ব নিতে হবে ৷ প্রফেশনাল জায়গায় সেই কাজটা মেয়েদেরই করতে হবে ৷ আর আমার মনে হয় মেয়েরা সেই জার্নি শুরু করে দিয়েছেন ৷ মেয়েদের নিরাপত্তা শুধু ইন্ডাস্ট্রির ইস্যু নয় আসলে এটা মেয়েদের কাজের জায়গার ইস্যু ৷" এরপর তিনি নিজের ছবির উদাহরণ সামনে আনেন ৷ যেখানে সহ-প্রযোজক হিসাবে রয়েছেন করিনা কাপুর খান ৷ একতা বলেন, "দুজন মহিলা প্রযোজক একটি সিনেমা সামনে এনেছেন ৷ ক্রাইম স্টোরি বলেছেন ৷ সেখানে আবার একজন মহিলা গোয়েন্দার মাধ্যমে ৷ এইভাবেই তো মেয়েদের কাজের জায়গায় নিজের শক্তি ব্যবহার করতে হবে ৷"
পরিচালক হনশল মেহেতা জানান, কাজের জায়গায় মেয়েদের সুরক্ষিত রাখার দায়ভার পুরুষদের উপরও বর্তায় ৷ পুরুষদেরও উদ্যোগ নিতে হবে যাতে কাজের জায়গায় একজন মহিলা নিরাপদ অনুভব করেন ৷ সময় এসে গিয়েছে, পরিবর্তন সামনে আনার ৷ উল্লেখ্য, 13 সেপ্টেম্বর 'দ্য বাকিংহাম মার্ডার্স' মুক্তি পেতে চলেছে ৷ করিনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণবীর ব্রার, অ্যাশ ট্যান্ডন, আসাদ রাজা, প্রভলিন সান্ধু, সঞ্জীব মেহরা, অদোয়া আকোটো এবং জেইন হুসেনকে ৷