মুম্বই, 1 ডিসেম্বর: পর্নোগ্রাফিকাণ্ডে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পর্নোগ্রাফি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্তের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা ৷ রবিবার ইডির একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে একথা জানিয়েছে । সূত্রের দাবি, রাজ কুন্দ্রাকে চলতি সপ্তাহেই মামলার তদন্তকারী আধিকারিকদের কাছে জবানবন্দি দিতে বলা হয়েছে । মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনকেও তলব করা হয়েছে বলে সূত্র জানিয়েছে ৷
গত শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুম্বইয়ে কুন্দ্রার বাড়িতে এবং উত্তরপ্রদেশের কয়েকটি শহরে আরও কয়েকজনের বাড়িতে অভিযান চালায় । কুন্দ্রা শনিবার বলেছিলেন যে, তিনি গত চার বছর ধরে চলা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করে চলেছেন । শিল্পা শেট্টির আইনজীবী সংবাদসংস্থা পিটিআইকে বলেন যে, ইডির এই পদক্ষেপ রাজ কুন্দ্রার বিরুদ্ধে নয়, বরং তিনি 'সত্য উদঘাটনের জন্য তদন্তে সহযোগিতা করছেন।'
2022 সালের মে মাসে আর্থিক তছরুপ মামলাটি শুরু হয় ৷ কুন্দ্রা ও অন্যান্য আরও কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশ দুটি এফআইআর দায়ের করে এবং চার্জশিট গঠন করে ৷ ওই মামলায় সেলিব্রিটি ব্যবসায়ী-সহ কয়েকজনকে গ্রেফতার করে পরে জামিন দেওয়া হয় । কুন্দ্রার বিরুদ্ধে এটি দ্বিতীয় আর্থিক তছরুপের মামলা । এই বছরের শুরুতে ইডি একটি ক্রিপ্টোকারেন্সি মামলায় কুন্দ্রা ও শেট্টির 98 কোটি টাকার সম্পদ অ্যাটাচ করেছিল । এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্বস্তি পান সেলেব দম্পতি ।
2021 সালে একটি স্থানীয় মুম্বই আদালতে রাজ কুন্দ্রা বলেছিলেন যে, প্রসিকিউশনের (মুম্বই পুলিশ) কাছে এমন একটিও প্রমাণ নেই যা প্রকাশ করে যে, অপরাধের সঙ্গে পর্ন ফিল্ম চক্রে ব্যবহৃত অ্যাপ 'হটশটস'এর কোনও যোগাযোগ রয়েছে ৷ তদন্ত সংস্থার মতে, 'হটশটস' অ্যাপটি অভিযুক্ত ব্যক্তিরা অশ্লীল কনটেন্ট আপলোড এবং স্ট্রিমিং করার জন্য ব্যবহার করছিলেন ।