কলকাতা, 2 এপ্রিল: রাজ চক্রবর্তীর পরিচালনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর প্রযোজনায় আসছে নতুন ছবি । যদিও এখনও সেই ছবির নাম সামনে আসেনি । এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করবেন ডা. অমিতাভ ভট্টাচার্য । 16 বছর পর মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত ।
চিকিৎসক তথা অভিনেতা ডা. অমিতাভ ভট্টাচার্য আজ নিজের সামাজিক মাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ৷ আবেগতাড়িত হয়ে তিনি লিখেছেন, "একেবারে যাকে বলে ত্রিবেণী সঙ্গম ! রাজ চক্রবর্তীর পরিচালনা । ভেঙ্কটেশের প্রযোজনা এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয়ের সুযোগ । সেই 16 বছর আগে মিঠুনদা'র সঙ্গে 'তুলকালাম' ছবিতে দারুণ একটা চরিত্র করার সুযোগ পেয়েছিলাম । আবার এত বছর পরে ! ওঁর হাতে একটু দ্বিধা নিয়েই তুলে দিয়েছিলাম আমার বেস্ট সেলার বুক দে'জ পাবলিশিং প্রকাশিত 'ডায়াবেটিসে সব খাবেন'। আমার সামনেই গোটা দুয়েক পাতা খুব মনোযোগ সহকারে পড়ে ফেললেন। কিছু জিজ্ঞাসাও করলেন । দারুণ কাটল শুটিংয়ের সময়টা ।"
ইটিভি ভারতের তরফে ডা. অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছবিটা নিয়ে কিছুই বলতে পারব না । আজ থেকে 16 বছর আগে হরনাথ চক্রবর্তীর সুপার ডুপার হিট ছবি 'তুলকালাম'-এ মিঠুন দা'র সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম । অনেকটা সময় একসঙ্গে কাটানোর অবকাশ পেয়েছিলাম । তখন যেমন এনার্জেটিক ছিলেন আজও তেমন । একটা সেট একাই মাতিয়ে রাখতে পারেন মানুষটি । হয়তো বয়সের কারণে এখন খানিকটা গম্ভীর। কিন্তু কী ভীষণ কাজের প্রতি নিষ্ঠা । একইসঙ্গে অন্যের প্রতি কী অপার শ্রদ্ধা মানুষটির । কী সুন্দর ব্যবহার । এগুলোই শিক্ষণীয় ।"
তিনি আরও বলেন, "রাজ আমার দীর্ঘদিনের বন্ধু । আমাকে মিঠুন দা'র সঙ্গে আজ পরিচয় করিয়ে দিলেন । আমি 'তুলকালাম'-এর কথা ওঁকে বললাম । উনি মনে করতে পারলেন । উনি যখন অসুস্থ হয়েছিলেন তখন হাসপাতাল থেকে বেরিয়ে ওঁকে বলতে শুনেছিলাম, যাঁরা ডায়াবিটিসের রোগী তাঁদের উনি সাবধান থাকতে বলেছেন খাওয়াদাওয়ার ব্যাপারে । উনি খাদ্যরসিক । আর সেই কারণেই তাঁর এই অসুস্থতা । তাই আমি আমার লেখা 'ডায়াবেটিসে সব খাবেন' বইটি ওঁকে উপহার দিই । উনি দেড় পাতা তখনই পড়ে নেন । এরপর একটা গুরুত্বপূর্ণ ফোন আসে ওঁর...৷"
রাজের এই ছবিতে মিঠুন চক্রবর্তী, ডা. অমিতাভ ভট্টাচার্য ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও সোহিনী সেনগুপ্ত । চিকিৎসকের পাশপাশি অমিতাভ ভট্টাচার্য সুঅভিনেতাও বটে । বড় পর্দা এবং ছোট পর্দা দুই প্ল্যাটফর্মেই তাঁর অবাধ বিচরণ । একইসঙ্গে বাংলা থিয়েটারের দুনিয়াতেও তাঁর খ্যাতি কম নয় । একইসঙ্গে সুলেখকও তিনি ।
প্রসঙ্গত, সম্প্রতি এসভিএফ-এর তরফে জানানো হয়েছিল, চারজন প্রথম সারির পরিচালকের পরিচালনায় আসছে চারটি ছবি । পরিচালকের তালিকায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য । পাক্কা সাত বছর পর এসভিএফ-এর সঙ্গে কাজ করতে চলেছেন রাজ । সেই ছবিতেই রয়েছেন মিঠুন চক্রবর্তী, ডা. অমিতাভ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তীরা ।
আরও পড়ুন: