ETV Bharat / entertainment

ইতিবাচক ভাবনার প্রচার প্রয়োজন, লন্ডনের শারদোৎসবে নৃত্য পরিবেশনে বার্তা ডোনার

লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায় নাচের শো বাতিল হওয়া নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ সেই লন্ডনে অনুষ্ঠান শেষে ইতিবাচক ভাবনার প্রচারের বার্তা দিলেন শিল্পী ৷

Dona Ganguly
লন্ডনে শারদোৎসবে নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 5:40 PM IST

কলকাতা, 10 অক্টোবর: লন্ডনে নৃত্য পরিবেশনার মাধ্যমে মানুষের মন কেড়ে নিচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর 'দীক্ষামঞ্জরী'র বাহিনী । 8 অক্টোবর লন্ডনের রবিদাস কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে 6টা থেকে মঞ্চস্থ হল সৌরভ-ঘরণীর নৃত্য পরিচালনায় মহালয়ার পুণ্যতিথির আধারে নির্মিত দুর্গা বন্দনা 'দুর্গতিনাশিনী'। ইউকে হিন্দু সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠান হয় ।

9 অক্টোবর সুইস কটেজ লাইব্রেরি হলে মঞ্চস্থ হল 'মহিষাসুরমর্দিনী' । সেখানেও নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় । সঙ্গীত পরিচালনায় ডা. আনন্দ গুপ্ত ৷ উদ্যোগে ছিল ক্যামডেন পুজো ৷ 10 অক্টোবর সুইস কটেজ লাইব্রেরি হলে রাত 8টায় অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 'তাসের দেশ' । সেটিরও নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় । সঙ্গীত পরিচালনায় ডা. আনন্দ গুপ্ত ৷ দক্ষিণায়ণ ইউকে এবং দীক্ষামঞ্জরীর উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।

Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায় (নিজস্ব ছবি)

নাচের অনুষ্ঠান নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "মহিষাসুরমর্দিনী যেমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক, অন্যদিকে 'তাসের দেশ'-এও আছে কিছু বাঁধাধরা নিয়ম ভাঙার কথা । সুস্থ সমাজের ক্ষেত্রে যা কাম্য নয় এমন কিছু নিয়ম ভাঙার কথা । তাই ওঠে সেই ছক ভাঙার ডাক । দুটি প্রযোজনাই একটি ইতিবাচক বার্তা দেয় । সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে এই ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার ভীষণ প্রয়োজনীয় । আমরা শিল্পীরা তাই আমাদের কাজের মধ্যে দিয়ে এই উদ্যোগ নিয়ে চলেছি ।"

Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান (নিজস্ব ছবি)

লন্ডনের অনুষ্ঠান নিয়ে কয়েকদিন বেজায় ব্যস্ত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দল । টানা কয়েকদিন মহড়া দিয়েছেন ডোনা-সহ সকলে । এবার দেশে ফেরার পালা তাঁদের । কিছুদিন আগেই শিল্পীর লন্ডনে নাচের শো বাতিল হওয়া নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ তাঁকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল নেট দুনিয়ায় ৷ যদিও ডোনা গঙ্গোপাধ্যায় বরাবরই নাচের মাধ্যমে সব কটাক্ষের জবাব দিতে চেয়েছেন ৷

Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান (নিজস্ব ছবি)
Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান (নিজস্ব ছবি)

কলকাতা, 10 অক্টোবর: লন্ডনে নৃত্য পরিবেশনার মাধ্যমে মানুষের মন কেড়ে নিচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর 'দীক্ষামঞ্জরী'র বাহিনী । 8 অক্টোবর লন্ডনের রবিদাস কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে 6টা থেকে মঞ্চস্থ হল সৌরভ-ঘরণীর নৃত্য পরিচালনায় মহালয়ার পুণ্যতিথির আধারে নির্মিত দুর্গা বন্দনা 'দুর্গতিনাশিনী'। ইউকে হিন্দু সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠান হয় ।

9 অক্টোবর সুইস কটেজ লাইব্রেরি হলে মঞ্চস্থ হল 'মহিষাসুরমর্দিনী' । সেখানেও নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় । সঙ্গীত পরিচালনায় ডা. আনন্দ গুপ্ত ৷ উদ্যোগে ছিল ক্যামডেন পুজো ৷ 10 অক্টোবর সুইস কটেজ লাইব্রেরি হলে রাত 8টায় অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 'তাসের দেশ' । সেটিরও নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় । সঙ্গীত পরিচালনায় ডা. আনন্দ গুপ্ত ৷ দক্ষিণায়ণ ইউকে এবং দীক্ষামঞ্জরীর উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।

Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায় (নিজস্ব ছবি)

নাচের অনুষ্ঠান নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "মহিষাসুরমর্দিনী যেমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক, অন্যদিকে 'তাসের দেশ'-এও আছে কিছু বাঁধাধরা নিয়ম ভাঙার কথা । সুস্থ সমাজের ক্ষেত্রে যা কাম্য নয় এমন কিছু নিয়ম ভাঙার কথা । তাই ওঠে সেই ছক ভাঙার ডাক । দুটি প্রযোজনাই একটি ইতিবাচক বার্তা দেয় । সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে এই ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার ভীষণ প্রয়োজনীয় । আমরা শিল্পীরা তাই আমাদের কাজের মধ্যে দিয়ে এই উদ্যোগ নিয়ে চলেছি ।"

Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান (নিজস্ব ছবি)

লন্ডনের অনুষ্ঠান নিয়ে কয়েকদিন বেজায় ব্যস্ত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দল । টানা কয়েকদিন মহড়া দিয়েছেন ডোনা-সহ সকলে । এবার দেশে ফেরার পালা তাঁদের । কিছুদিন আগেই শিল্পীর লন্ডনে নাচের শো বাতিল হওয়া নিয়ে হইচই পড়ে গিয়েছিল ৷ তাঁকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল নেট দুনিয়ায় ৷ যদিও ডোনা গঙ্গোপাধ্যায় বরাবরই নাচের মাধ্যমে সব কটাক্ষের জবাব দিতে চেয়েছেন ৷

Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান (নিজস্ব ছবি)
Dona Ganguly
লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.