হায়দরাবাদ, 31 অক্টোবর: দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দিওয়ালি বা দীপাবলি ৷ উৎসবের পারফেক্ট মুড ধরে রাখতে প্লে লিস্টে রাখতে পারেন এমন কিছু গান যা আনন্দ দ্বিগুণ করে দেবে ৷ শর্ত একটাই, আপনাকে ভালোবাসতে হবে পুরনো দিনের গান ৷ আপনাদের জন্য থাকল বলিউডের এমন কিছু আইকনিক গান যার মেলোডি আপনার মুড আরও ভাল করে দেবে ৷
মেরে তুমহারে সবকে লিয়ে হ্যাপি দিওয়ালি: 2005 সালে মুক্তি পায় হোম ডেলিভারি: আপকো...ঘর তক ৷ এই ছবির দিওয়ালি গান নিঃসন্দেহে পারফেক্ট ৷ বৈশালী, সুরথী, দিভ্যা, সূরজ ও সুনীধি চৌহানের কণ্ঠে এই গান দিওয়ালির আনন্দ ও স্পিরিট বাড়িয়ে দেয় ৷
দিপ দিওয়ালি কে ঝুঠে: এই গান একটু পুরনো ৷ 1960 সালে মুক্তি পাওয়া জুগনু ছবির এই গান বলিউডের ক্লাসিক গানের মধ্যে অন্যতম ৷ আপনি যদি পুরনো গান ভালোবাসেন তাহলে প্লে লিস্টে রাখতে পারেন অন্যতম এই গান ৷
আয়ে হ্যায় দিওয়ালি: ছবির নাম আমদানি আঠ্ঠানি খরচা রুপাইয়া ৷ 2001 সালে মুক্তি পাওয়া ছবির গান আয়ে হ্যায় দিওয়ালি ফেস্টিভ মুডকে আরও বাড়িয়ে দেয় ৷ উদিত নারায়ন, অলকা ইয়াগনিক, কুমার শানু, শান, কেতকি দেব ও স্নেহা পান্তের কণ্ঠে এই গান আনন্দ উৎসবের মেজাজ আরও বাড়িয়ে দেয় ৷
শুভ দীপাবলি: 2005 সালে মুক্তি পাওয়া হোম ডেলিভারি ছবিতে দিওয়ালি নিয়ে গান বেশ জনপ্রিয় হয় ৷ প্রিয় মানুষদের সঙ্গে গানে গানে মেতে উঠুন এই দিওয়ালিতে ৷
আয়ি আবকে সাল দিওয়ালি: এভারগ্রিন মেলোডি এই গানে কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর ৷ গানের লিরিক্স লিখেছেন কাইফি আজমি ৷