ETV Bharat / entertainment

23 কোটি টাকার মানহানি মামলা! আইনি গেরোয় স্বরূপ বিশ্বাস

"আইনের জবাব আইনেই দেব।" স্পষ্ট জানালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ৷

Etv Bharat
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 29, 2024, 12:12 PM IST

কলকাতা, 29 অক্টোবর: দীপাবলির আগে ফের উত্তপ্ত টলিপাড়া। 233 জন পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে 23 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে এই সপ্তাহের শুরুতে সোমবার রাতে। ‘ডিরেক্টর্স গিল্ড’- এর সভাপতি সাংবাদিক-পরিচালক সুব্রত সেন এই খবরে সিলমোহর দিয়েছেন।

কেন এই মানহানির মামলা?

টলিউড জুড়ে দিনকয়েক আগে যখন একের পর এক যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছিল তখন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সদর্পে বলেছিলেন, "বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের 60 শতাংশ ছবির পরিচালক।" সেই সময়েই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে অন্তর্ভুক্ত পরিচালকেরা তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেন। মানহানি মামলা দায়ের করার কথাও বলেন। শেষ অবধি সেই সিদ্ধান্তেই অনড় রইলেন তাঁরা। মামলা দায়ের করে ফেললেন 23 কোটি টাকার।

ইটিভি ভারতের তরফে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, "সংগঠন তো এই মামলা করতে পারে না। পরিচালকেরা এক জোট হয়ে ব্যক্তিগত স্তর থেকে মামলা দায়ের করেছিল আগেই। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলা দায়েরকারীরা।"

মামলা দায়ের হয়েছে আলিপুর লোয়ার কোর্টে। এই ব্যাপারে ইটিভি ভারতের তরফে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খানিক রসিকতা করেই বলেন, "লড়কে লেঙ্গে পাকিস্তান...।" পরে নিজেই বলেন, "মজা করে বললাম। আইনের জবাব আইনেই দেব। এখনও নোটিস হাতে আসেনি।"

ফেডারেশন সভাপতি আরও বলেন, "আপনাদের কাছ থেকেই খবরটা জানতে পারছি। যাঁরা কলাকুশলীদের সংহতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, ফেডারেশনের ন্যায্য দাবিকে চেপে দেওয়ার চেষ্টা করছেন তাঁদের সকলের বিরুদ্ধে কলাকুশলীরা নিজেদের সর্বশেষটুকু দিয়ে লড়াই করবেন।" নতুন করে টলিউডের অন্দরে শুরু হওয়া আইনী লড়াইয়ের জল কতদূর গড়ায়, নজর এখন সেইদিকেই ৷

কলকাতা, 29 অক্টোবর: দীপাবলির আগে ফের উত্তপ্ত টলিপাড়া। 233 জন পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে 23 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে এই সপ্তাহের শুরুতে সোমবার রাতে। ‘ডিরেক্টর্স গিল্ড’- এর সভাপতি সাংবাদিক-পরিচালক সুব্রত সেন এই খবরে সিলমোহর দিয়েছেন।

কেন এই মানহানির মামলা?

টলিউড জুড়ে দিনকয়েক আগে যখন একের পর এক যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছিল তখন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সদর্পে বলেছিলেন, "বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের 60 শতাংশ ছবির পরিচালক।" সেই সময়েই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে অন্তর্ভুক্ত পরিচালকেরা তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেন। মানহানি মামলা দায়ের করার কথাও বলেন। শেষ অবধি সেই সিদ্ধান্তেই অনড় রইলেন তাঁরা। মামলা দায়ের করে ফেললেন 23 কোটি টাকার।

ইটিভি ভারতের তরফে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, "সংগঠন তো এই মামলা করতে পারে না। পরিচালকেরা এক জোট হয়ে ব্যক্তিগত স্তর থেকে মামলা দায়ের করেছিল আগেই। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলা দায়েরকারীরা।"

মামলা দায়ের হয়েছে আলিপুর লোয়ার কোর্টে। এই ব্যাপারে ইটিভি ভারতের তরফে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খানিক রসিকতা করেই বলেন, "লড়কে লেঙ্গে পাকিস্তান...।" পরে নিজেই বলেন, "মজা করে বললাম। আইনের জবাব আইনেই দেব। এখনও নোটিস হাতে আসেনি।"

ফেডারেশন সভাপতি আরও বলেন, "আপনাদের কাছ থেকেই খবরটা জানতে পারছি। যাঁরা কলাকুশলীদের সংহতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, ফেডারেশনের ন্যায্য দাবিকে চেপে দেওয়ার চেষ্টা করছেন তাঁদের সকলের বিরুদ্ধে কলাকুশলীরা নিজেদের সর্বশেষটুকু দিয়ে লড়াই করবেন।" নতুন করে টলিউডের অন্দরে শুরু হওয়া আইনী লড়াইয়ের জল কতদূর গড়ায়, নজর এখন সেইদিকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.