ETV Bharat / entertainment

'শিল্পীরা সফট টার্গেট'! সেন্সরশিপ নিয়ে ফের তোপ দিলজিতের - DILJIT DOSANJH ON CENSORSHIP

দিল-লুমিনাতি ট্যুর জনপ্রিয় হলেও দিলজিৎ-এর গানে বসেছে কাঁচি ৷ লক্ষ্ণৌতে ফের একবার গানের উপর সেন্সরশিপ নিয়ে সরব পাঞ্জাবি গায়ক ৷

Diljit Dosanjh
সেন্সরশিপ নিয়ে ফের তোপ পাঞ্জাবি গায়কের (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 23, 2024, 11:52 AM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জয়ের দিল লুমিনাতি ট্যুর-এর নেক্সট ডেস্টিনেশন ছিল লক্ষ্ণৌ ৷ 20 নভেম্বর, গায়ক সেখানকার একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ জানান, নবাবদের শহরে এসেছেন তিনি ৷ গত বৃহস্পতিবার (22 নভেম্বর) ছিল শহরে লাইভ কনসার্ট। সেই অনুষ্ঠানে তাঁর গানের ওপর সেন্সরশিপ নিয়ে ফের একবার তোপ দেগেছেন দিলজিৎ ৷

দিলজিৎ-এর প্রতিক্রিয়া

ভিডিয়োর শুরুতে দিলজিৎ দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি, পরবর্তী ইভেন্ট নিয়ে কথ বলেছেন ৷ এরপেরই আসে আসল প্রতিক্রিয়া ৷ তিনি বলেন, "গত কয়েকদিন ধরে মিডিয়ায় একটা কথা খুব চলছে দিলজিৎ বনাম... ৷ আমি এটা পরিষ্কার করতে চাই যে দিলজিৎ বনাম কিছুই নেই। আমি সবাইকে ভালোবাসি। আমার কারোর সঙ্গে কোনও প্রতিযোগিতায় নেই। যখন থেকে ইন্ডিয়া ট্যুর শুরু করলাম তা দিল্লি হোক, জয়পুর হোক, হায়দরাবাদ হোক, সব জায়গায় অনুষ্ঠান করে ভালো লেগেছে ৷ আমেদাবাদ আর লক্ষ্ণৌ-এই দুই জায়গাই কনসার্ট করেও আনন্দ পেয়েছি ৷ এখানে এসে আমি খুব খুশি। ধন্যবাদ সবাইকে আন্তরিক ধন্যবাদ।"

দিলজিৎ দিলেন হিট গানের তালিকা

এরপরে তিনি এক টেলিভিশন সঞ্চালকের প্রসঙ্গ তোলেন ৷ দিলজিৎ বলেন, "একজন সঞ্চালক স্যার আছেন। তিনি আমাকে চ্যালেঞ্জ করছিলেন অ্যালকোহল ছাড়া হিট গান দেখাতে। আমি স্যারকে বলতে চাই, 'বর্ন টু শাইন', 'গোট', 'হাস হাস', 'লাভার', 'কিন্নি' জনপ্রিয় গান । আমার অনেক গান আছে যেগুলো পাতিয়ালা প্যাকের চেয়ে বেশি হিট করেছে ৷ তাই আপনার (অ্যাঙ্করের) চ্যালেঞ্জ বেকার হয়ে গিয়েছে ৷ কারণ ইতিমধ্যে আমার কাছে এমন অনেক গান রয়েছে যা হিট। পাটিয়ালা প্যাকের চেয়ে অনেক বেশি হিট আছে।"

শিল্পীদের টার্গেট করা সহজ

অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে ওঠে সেন্সরশিপের প্রসঙ্গ ৷ পাঞ্জাবি গায়ক বলেন, "আমি আমার গানের ডিফেন্ড করছি না ৷ আমি নিজেকেও ডিফেন্ড করছি না ৷ আমি শুধু চাই, আপনি যদি গানের ওপর সেন্সরশিপ আরোপ করতে চান, তাহলে ভারতীয় সিনেমাতেও সেই সেন্সরশিপ করা হোক। এমন কোন অভিনেতা আছেন যাঁর অ্যালকোহল জড়িত একটি দৃশ্য বা গান করেননি? কেউ কি আছেন, মনে আছে কারোর?"

দিলজিৎ আরও বলেন, "আপনি যদি সেন্সরশিপ আরোপ করতে চান তাহলে দয়া করে সবার ওপর চাপিয়ে দিন, এটাই চাই। সেদিন থেকে আমি থেমে যাব। সরকারকে বাদ দেওয়া যাক ৷ আপনি সেন্সরশিপ প্রয়োগ করুন ভারতীয় সিনেমা ও গানে ৷ শিল্পীরা আপনার কাছে সফট টার্গেট বলে মনে হয়, তাই আপনি গায়কদের টিজ করেন।"

অ্যালকোহল গান নিয়ে বাদশার প্রতিক্রিয়া

অন্যদিকে, দিলজিতের অ্যালকোহল গান নিয়ে বিতর্কের জেরে মুখ খুলেছেন ব়্যাপার বাদশা ৷ তিনি এই ব্যাপারে দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করেছেন। বাদশা বলেন, একজন শিল্পীর কাজ সমাজের আয়না দেখানো। তিনি বলেন, "দিলজিৎ একেবারেই ঠিক। আপনি তাদের বলছেন অ্যালকোহল নিয়ে গান গাইবেন না বা করবেন না ৷ কিন্তু তারপরও আপনি সর্বত্র অ্যালকোহল বিক্রি করছেন। কেন সেটা অন্যায় নয়? একজন শিল্পী সমাজের প্রতিনিধিত্ব করেন এবং এটিই তাদের সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এ কারণেই মানুষ তাঁকে পছন্দ করে। তাঁরা সেই বিষয়ে কথা বলে যা সমগ্র বিশ্ব বলতে চায় ৷"

বিতর্কের সূত্রপাত

আমেদাবাদের আগে দিলজিৎ হায়দরাবাদে লাইভ কনসার্ট করেছেন ৷ সেখানে ইভেন্ট শুরুর আগে তেলেঙ্গানা সরকার তাঁকে নোটিশ পাঠায় ৷ যেখানে গায়ককে অ্যালকোহল ভিত্তিক গান গাইতে মানা করা হয়েছিল ৷ নোটিশে বলা হয়, দিলজিৎ গানের মাধ্যমে অ্যালকোহলের প্রচার ও বিজ্ঞাপন করছেন ৷ সেখান থেকেই বিতর্কের সূত্রপাত ৷

হায়দরাবাদ, 23 নভেম্বর: পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জয়ের দিল লুমিনাতি ট্যুর-এর নেক্সট ডেস্টিনেশন ছিল লক্ষ্ণৌ ৷ 20 নভেম্বর, গায়ক সেখানকার একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ জানান, নবাবদের শহরে এসেছেন তিনি ৷ গত বৃহস্পতিবার (22 নভেম্বর) ছিল শহরে লাইভ কনসার্ট। সেই অনুষ্ঠানে তাঁর গানের ওপর সেন্সরশিপ নিয়ে ফের একবার তোপ দেগেছেন দিলজিৎ ৷

দিলজিৎ-এর প্রতিক্রিয়া

ভিডিয়োর শুরুতে দিলজিৎ দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি, পরবর্তী ইভেন্ট নিয়ে কথ বলেছেন ৷ এরপেরই আসে আসল প্রতিক্রিয়া ৷ তিনি বলেন, "গত কয়েকদিন ধরে মিডিয়ায় একটা কথা খুব চলছে দিলজিৎ বনাম... ৷ আমি এটা পরিষ্কার করতে চাই যে দিলজিৎ বনাম কিছুই নেই। আমি সবাইকে ভালোবাসি। আমার কারোর সঙ্গে কোনও প্রতিযোগিতায় নেই। যখন থেকে ইন্ডিয়া ট্যুর শুরু করলাম তা দিল্লি হোক, জয়পুর হোক, হায়দরাবাদ হোক, সব জায়গায় অনুষ্ঠান করে ভালো লেগেছে ৷ আমেদাবাদ আর লক্ষ্ণৌ-এই দুই জায়গাই কনসার্ট করেও আনন্দ পেয়েছি ৷ এখানে এসে আমি খুব খুশি। ধন্যবাদ সবাইকে আন্তরিক ধন্যবাদ।"

দিলজিৎ দিলেন হিট গানের তালিকা

এরপরে তিনি এক টেলিভিশন সঞ্চালকের প্রসঙ্গ তোলেন ৷ দিলজিৎ বলেন, "একজন সঞ্চালক স্যার আছেন। তিনি আমাকে চ্যালেঞ্জ করছিলেন অ্যালকোহল ছাড়া হিট গান দেখাতে। আমি স্যারকে বলতে চাই, 'বর্ন টু শাইন', 'গোট', 'হাস হাস', 'লাভার', 'কিন্নি' জনপ্রিয় গান । আমার অনেক গান আছে যেগুলো পাতিয়ালা প্যাকের চেয়ে বেশি হিট করেছে ৷ তাই আপনার (অ্যাঙ্করের) চ্যালেঞ্জ বেকার হয়ে গিয়েছে ৷ কারণ ইতিমধ্যে আমার কাছে এমন অনেক গান রয়েছে যা হিট। পাটিয়ালা প্যাকের চেয়ে অনেক বেশি হিট আছে।"

শিল্পীদের টার্গেট করা সহজ

অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে ওঠে সেন্সরশিপের প্রসঙ্গ ৷ পাঞ্জাবি গায়ক বলেন, "আমি আমার গানের ডিফেন্ড করছি না ৷ আমি নিজেকেও ডিফেন্ড করছি না ৷ আমি শুধু চাই, আপনি যদি গানের ওপর সেন্সরশিপ আরোপ করতে চান, তাহলে ভারতীয় সিনেমাতেও সেই সেন্সরশিপ করা হোক। এমন কোন অভিনেতা আছেন যাঁর অ্যালকোহল জড়িত একটি দৃশ্য বা গান করেননি? কেউ কি আছেন, মনে আছে কারোর?"

দিলজিৎ আরও বলেন, "আপনি যদি সেন্সরশিপ আরোপ করতে চান তাহলে দয়া করে সবার ওপর চাপিয়ে দিন, এটাই চাই। সেদিন থেকে আমি থেমে যাব। সরকারকে বাদ দেওয়া যাক ৷ আপনি সেন্সরশিপ প্রয়োগ করুন ভারতীয় সিনেমা ও গানে ৷ শিল্পীরা আপনার কাছে সফট টার্গেট বলে মনে হয়, তাই আপনি গায়কদের টিজ করেন।"

অ্যালকোহল গান নিয়ে বাদশার প্রতিক্রিয়া

অন্যদিকে, দিলজিতের অ্যালকোহল গান নিয়ে বিতর্কের জেরে মুখ খুলেছেন ব়্যাপার বাদশা ৷ তিনি এই ব্যাপারে দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করেছেন। বাদশা বলেন, একজন শিল্পীর কাজ সমাজের আয়না দেখানো। তিনি বলেন, "দিলজিৎ একেবারেই ঠিক। আপনি তাদের বলছেন অ্যালকোহল নিয়ে গান গাইবেন না বা করবেন না ৷ কিন্তু তারপরও আপনি সর্বত্র অ্যালকোহল বিক্রি করছেন। কেন সেটা অন্যায় নয়? একজন শিল্পী সমাজের প্রতিনিধিত্ব করেন এবং এটিই তাদের সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এ কারণেই মানুষ তাঁকে পছন্দ করে। তাঁরা সেই বিষয়ে কথা বলে যা সমগ্র বিশ্ব বলতে চায় ৷"

বিতর্কের সূত্রপাত

আমেদাবাদের আগে দিলজিৎ হায়দরাবাদে লাইভ কনসার্ট করেছেন ৷ সেখানে ইভেন্ট শুরুর আগে তেলেঙ্গানা সরকার তাঁকে নোটিশ পাঠায় ৷ যেখানে গায়ককে অ্যালকোহল ভিত্তিক গান গাইতে মানা করা হয়েছিল ৷ নোটিশে বলা হয়, দিলজিৎ গানের মাধ্যমে অ্যালকোহলের প্রচার ও বিজ্ঞাপন করছেন ৷ সেখান থেকেই বিতর্কের সূত্রপাত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.