ETV Bharat / entertainment

আমেরিকায় দিলজিতের 'চমকিলা' সফর, তৈরি হল ইতিহাস - Diljit Dosanjh - DILJIT DOSANJH

Diljit Dosanjh Live Concert: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'অমর সিং চমকিলা' ৷ দিলজিৎ দোসাঞ্জের অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা ৷ এবার সঙ্গীতশিল্পী দিলজিৎ তৈরি করলেন ইতিহাস ৷ ভারতের বাইরে সবথেকে বড় পঞ্জাবি গানের শোয়ে টিকিট বিক্রি হওয়ায় তৈরি হয়েছে ইতিহাস ৷

Etv Bharat
আমেরিকায় দিলজিৎ-এর 'চমকিলা' সফর
author img

By PTI

Published : Apr 28, 2024, 9:30 PM IST

হায়দরাবাদ, 28 এপ্রিল: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রথম সারির অভিনেতাদের তালিকায় না থাকলেও তাঁর 'অমর সিং চমকিলা' ফিরছে লোকের মুখে মুখে ৷ পঞ্জাবের বিতর্কিত গায়কের জীবনী পর্দায় নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি ৷ সেই আঁচ যেন গিয়ে পড়েছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ৷ উত্তর আমেরিকায় দিল-লুমিনাতি ট্যুর-এ ইতিহাস তৈরি করলেন দিলজিৎ ৷ ভারতের বাইরে সবচেয়ে বড় পঞ্জাবি শোয়ে নজর কাড়লেন গায়ক ৷

শনিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে 50 হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন ৷ শ্রোতাদের উদ্দেশ্যে কনসার্টে দিলজিৎ সফরনামায় রাখলেন 'গোট', '5 তারা', লাভার, 'কিন্নি কিন্নি' 'ইশক মিটায়ে'-মতো জনপ্রিয় গান ৷ এরমধ্যে 'অমর সিং চমকিলা'র গান 'ইশক মিটায়ে' ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ায় অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ কনসার্টের একাধিক ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "ইতিহাস লেখা হল ৷ বিসি প্লেস স্টেডিয়ামে সব টিকিট বিক্রি ৷ দিল-লুমিনাতি ট্যুর ৷" ভিডিয়োতে দেখা যায়, অনুষ্ঠানের ম্যানেজার অভিনন্দন লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছেন দিলজিৎ-এর জন্য ৷ কানাডিয়ান মিডিয়া অনুযায়ী, ইতিহাসে প্রথমবার কোনও পঞ্জাবি সুপারস্টারের শোয়ের সব টিকিট বিক্রি হয়েছে ৷

শুধু তাই নয়, দিলজিৎ ইন্সটাগ্রাম স্টোরিতে আর একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে বিলবোর্ডে দেখানো হয়েছে সোল্ড আউট ৷ বিসি প্লেসের তরফেও এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, "ইতিহাস তৈরি হয়েছে ৷ অভিবাদন দিলজিৎ ৷" এই কনসার্টের পাশাপাশি দোসাঞ্জের অনুষ্ঠান রয়েছে কানাডার ক্যালগারি, উইনিপেগ এবং এডমন্টনে ৷ 13 জুলাই টরন্টোতে উত্তর আমেরিকার এই মিউজিক্যাল সফর শেষ করবেন দিলজিৎ দোসাঞ্জ ৷

আরও পড়ুন

1. পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?

2. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়

3. পর্দায় ফের 'দিল তো পাগল হ্যায়' মোমেন্ট, মুখোমুখি মাধুরী-করিশ্মা

হায়দরাবাদ, 28 এপ্রিল: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রথম সারির অভিনেতাদের তালিকায় না থাকলেও তাঁর 'অমর সিং চমকিলা' ফিরছে লোকের মুখে মুখে ৷ পঞ্জাবের বিতর্কিত গায়কের জীবনী পর্দায় নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি ৷ সেই আঁচ যেন গিয়ে পড়েছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ৷ উত্তর আমেরিকায় দিল-লুমিনাতি ট্যুর-এ ইতিহাস তৈরি করলেন দিলজিৎ ৷ ভারতের বাইরে সবচেয়ে বড় পঞ্জাবি শোয়ে নজর কাড়লেন গায়ক ৷

শনিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে 50 হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন ৷ শ্রোতাদের উদ্দেশ্যে কনসার্টে দিলজিৎ সফরনামায় রাখলেন 'গোট', '5 তারা', লাভার, 'কিন্নি কিন্নি' 'ইশক মিটায়ে'-মতো জনপ্রিয় গান ৷ এরমধ্যে 'অমর সিং চমকিলা'র গান 'ইশক মিটায়ে' ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ায় অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ কনসার্টের একাধিক ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "ইতিহাস লেখা হল ৷ বিসি প্লেস স্টেডিয়ামে সব টিকিট বিক্রি ৷ দিল-লুমিনাতি ট্যুর ৷" ভিডিয়োতে দেখা যায়, অনুষ্ঠানের ম্যানেজার অভিনন্দন লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছেন দিলজিৎ-এর জন্য ৷ কানাডিয়ান মিডিয়া অনুযায়ী, ইতিহাসে প্রথমবার কোনও পঞ্জাবি সুপারস্টারের শোয়ের সব টিকিট বিক্রি হয়েছে ৷

শুধু তাই নয়, দিলজিৎ ইন্সটাগ্রাম স্টোরিতে আর একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে বিলবোর্ডে দেখানো হয়েছে সোল্ড আউট ৷ বিসি প্লেসের তরফেও এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, "ইতিহাস তৈরি হয়েছে ৷ অভিবাদন দিলজিৎ ৷" এই কনসার্টের পাশাপাশি দোসাঞ্জের অনুষ্ঠান রয়েছে কানাডার ক্যালগারি, উইনিপেগ এবং এডমন্টনে ৷ 13 জুলাই টরন্টোতে উত্তর আমেরিকার এই মিউজিক্যাল সফর শেষ করবেন দিলজিৎ দোসাঞ্জ ৷

আরও পড়ুন

1. পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?

2. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়

3. পর্দায় ফের 'দিল তো পাগল হ্যায়' মোমেন্ট, মুখোমুখি মাধুরী-করিশ্মা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.