ETV Bharat / entertainment

শিবের ভূমিকায় অভিনয় করে আক্ষেপ দিব্যজ্যোতির কণ্ঠে, কারণটা কী? - Mahalaya 2024

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 16, 2024, 5:27 PM IST

Dibyojyoti Dutta as Shiba in Mahalaya: 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে ডাক্তার সূর্য জনপ্রিয় চরিত্রে ৷ এবার তাঁকে দেখা যাবে ভগবান শিবের ভূমিকায় ৷ মহালয়ার দিন জনপ্রিয় চ্যানেলের রণংদেহী অনুষ্ঠানে দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে নয়া অবতারে ৷

Dibyojyoti Dutta as Shiba in Mahalaya
শিবের ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত (PR Handout)

কলকাতা, 16 সেপ্টেম্বর: পুজোর আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলের মহালয়া অনুষ্ঠানের প্রোমো সামনে এসেছে। রবিবার হাজির হয়েছে এক জনপ্রিয় চ্যানেলের 'মহিষাসুরমর্দিনী'র প্রোমো, যেখানে দেবাদিদেব মহাদেবের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে।

নতুন এই চরিত্র করার পর কেমন তাঁর অনুভূতি তা জানতে ইটিভি ভারত যোগাযোগ করে অভিনেতার সঙ্গে। দিব্যজ্যোতি বলেন, "অনুভূতি তো ভীষণ ভালো। এরকম কাজ করতে কার না ভালো লাগে। তবে, কাজটা করার পর মনে হচ্ছে আমি আরও ভালো করতে পারতাম। যে কোনও চরিত্রই চ্যালেঞ্জিং। এটাও চ্যালেঞ্জিং ছিল ৷ তবে, যা করলাম তারপর আরও ভালো করা যেত।"

উল্লেখ্য, এর আগেও মহালয়াতে দেবতার ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতাকে। পর্দায় কৃষ্ণ এবং বিষ্ণু রূপে দেখা দিয়েছেন তিনি। আর এবার মহাদেবের ভূমিকায়। অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ধারাবাহিকে এমন চরিত্র পেলে করবেন? দিব্যজ্যোতি বলেন, "এখনও সেরকম কোনও অফার আসেনি। তাই ভাবিনি।" দিব্যজ্যোতি এই মুহূর্তে অভিনয় করছেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে। সেখানে ডাক্তার সূর্যর ভূমিকায় অভিনয় করছেন তিনি।

প্রসঙ্গত, দেবীর এবার দোলায় আগমন। সেই কারণেই প্রোমোতে পার্বতীকে তাঁর সন্তানদের নিয়ে দোলায় বাপের বাড়িতে আসতে দেখা গিয়েছে। এবার পার্বতীর ভূমিকায় বিশেষ এই চ্যানেলে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। প্রত্যেকবারের মতো এবারেও দেবীর নানা রূপে ধরা দেবেন টেলিভিশনের অভিনেত্রীরা । প্রোমোতে শান্ত রূপে দেখা গিয়েছে সোনামনি সাহা, ভয়ঙ্কর চামুন্ডার রূপে স্বস্তিকা ঘোষ, শান্ত শীতল রূপে মন ভরিয়ে দিয়েছেন সুস্মিতা দে। এছাড়াও রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছেন মধুমিতা সরকার এবং হিয়া মুখোপাধ্যায়। আর এবারও মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন কোয়েল মল্লিক। আর শিবের ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত।

কলকাতা, 16 সেপ্টেম্বর: পুজোর আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলের মহালয়া অনুষ্ঠানের প্রোমো সামনে এসেছে। রবিবার হাজির হয়েছে এক জনপ্রিয় চ্যানেলের 'মহিষাসুরমর্দিনী'র প্রোমো, যেখানে দেবাদিদেব মহাদেবের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে।

নতুন এই চরিত্র করার পর কেমন তাঁর অনুভূতি তা জানতে ইটিভি ভারত যোগাযোগ করে অভিনেতার সঙ্গে। দিব্যজ্যোতি বলেন, "অনুভূতি তো ভীষণ ভালো। এরকম কাজ করতে কার না ভালো লাগে। তবে, কাজটা করার পর মনে হচ্ছে আমি আরও ভালো করতে পারতাম। যে কোনও চরিত্রই চ্যালেঞ্জিং। এটাও চ্যালেঞ্জিং ছিল ৷ তবে, যা করলাম তারপর আরও ভালো করা যেত।"

উল্লেখ্য, এর আগেও মহালয়াতে দেবতার ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতাকে। পর্দায় কৃষ্ণ এবং বিষ্ণু রূপে দেখা দিয়েছেন তিনি। আর এবার মহাদেবের ভূমিকায়। অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ধারাবাহিকে এমন চরিত্র পেলে করবেন? দিব্যজ্যোতি বলেন, "এখনও সেরকম কোনও অফার আসেনি। তাই ভাবিনি।" দিব্যজ্যোতি এই মুহূর্তে অভিনয় করছেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে। সেখানে ডাক্তার সূর্যর ভূমিকায় অভিনয় করছেন তিনি।

প্রসঙ্গত, দেবীর এবার দোলায় আগমন। সেই কারণেই প্রোমোতে পার্বতীকে তাঁর সন্তানদের নিয়ে দোলায় বাপের বাড়িতে আসতে দেখা গিয়েছে। এবার পার্বতীর ভূমিকায় বিশেষ এই চ্যানেলে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। প্রত্যেকবারের মতো এবারেও দেবীর নানা রূপে ধরা দেবেন টেলিভিশনের অভিনেত্রীরা । প্রোমোতে শান্ত রূপে দেখা গিয়েছে সোনামনি সাহা, ভয়ঙ্কর চামুন্ডার রূপে স্বস্তিকা ঘোষ, শান্ত শীতল রূপে মন ভরিয়ে দিয়েছেন সুস্মিতা দে। এছাড়াও রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছেন মধুমিতা সরকার এবং হিয়া মুখোপাধ্যায়। আর এবারও মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন কোয়েল মল্লিক। আর শিবের ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.