হায়দরাবাদ, 27সেপ্টেম্বর: প্রভাস-আল্লু অর্জুনের পর এবার তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর হিন্দিভাষী দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন ৷ তেলুগুর পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছে 'দেবারা পার্ট: 1' ৷ কোরাতালা শিবা পরিচালিত এই ছবিতে ঝড় তুললেন জুনিয়র এনটিআর ৷ অভিনেতাকে শেষ দেখা গিয়েছে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিতে ৷ যা মুক্তি পেয়েছিল 2022 সালে ৷ সেই ছবি আন্তর্জাতিক স্তরে খ্যাতিও পেয়েছে ৷ এবার সোলো অভিনেতা হিসাবে প্রথমদিন জুনিয়র এনটিআর বক্সঅফিসে কতটা কামাল দেখালেন, দেখে নেওয়া যাক এক নজরে ৷
প্রথম দিনের বক্সঅফিস কালেকশন
ভারতে ও ভারতের বাইরে এই ছবি একসঙ্গেই মুক্তি পেয়েছে ৷ অ্যাডভান্স বুকিংয়ে প্রথম থেকেই এই ছবির রেসপন্স ছিল দুর্দান্ত ৷ মনে করা হচ্ছে, ওয়ার্ল্ডওয়াইড প্রথম দিনে এই ছবির আয় হতে পারে 125 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্য়াকনিল্ক অনুযায়ী, অ্যাডভান্স বুকিংয়ে ভারতেই 'দেবারা' আয় করে নেয় 40 কোটি টাকা ৷ আর গ্লোবালি সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় 75 কোটিতে ৷ শুধু তাই নয়, ছবির বক্সঅফিসের গতি যেভাবে বাড়ছে মনে করা হচ্ছে, প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত 'কল্কি 2898 এডি'-র পর ওয়ার্ল্ডওয়াইড বক্সঅফিস কালেকশনের দিক থেকে 'দেবারা' থাকবে দ্বিতীয় স্থানে ৷
'কল্কি' প্রথমদিনে গ্লোবালি আয় করেছিল 177.70 কোটি টাকা ৷ দর্শকদের মধ্যে একই রকম উত্তেজনা দেখা গিয়েছে এই ছবির ক্ষেত্রেও ৷ ফলে একদিকে যেমন ভারতে প্রি-সেলস এর দিক থেকে ছবির আয় হয়ে গিয়েছে 45 কোটি টাকা ৷ তেমনই গ্লোবালি টিকিট বিক্রি হয়ে গিয়েছে 30 কোটি টাকার মতো ৷
দেবারা ছবির তেলুগু মার্কেট
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনাকে প্রথমদিনে ছবির আয়ের আশা করা হচ্ছে 65-70 কোটি টাকা ৷ অভারঅল ভারতেই আয় হতে পারে 85-90 কোটি টাকা ৷ অন্যদিকে, কর্ণাটকে ছবির আয় হতে পারে প্রথম দিনে 10 কোটি টাকা ৷ তামিলনাড়ু ও কেরালা থেকে আয় হতে পারে 3 কোটি টাকা গ্রস ৷ উত্তর ভারতের মার্কেট এই ছবির জন্য গুরুত্বপূর্ণ ৷ আরআরআর ছবির পর জুনিয়র এনটিআর-এর এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা বেড়েছে ৷ মনে করা হচ্ছে, প্রথমদিনে হিন্দিতে ছবির আয় উঠে আসবে 5-6 কোটি টাকার বেশি ৷
উল্লেখ্য, 'দেবারা' ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে প্রথমবার তেলুগু ছবিতে হাতেখড়ি হয়েছে জাহ্নবী কাপুরের ৷ পাশাপাশি নজর কেড়েছেন সইফ আলি খানও ৷