ETV Bharat / entertainment

চাহিদা থাকলে বাড়ানো হবে সিনেমা হল, 'খাদান' প্রোমোশনে বড় ঘোষণা দেবের - KHADAAN MOVIE BENGAL TOUR

ছবির প্রোমোশনে টিম 'খাদান' পৌঁছে যায় রায়গঞ্জ ৷ সিনেমা দেখতে চাইলে বাড়ানো হবে হলের সংখ্যা, বড় ঘোষণা দেবের ৷

Etv Bharat
দেব ও টিম খাদান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 13, 2024, 3:52 PM IST

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: সময়ের সঙ্গে সঙ্গে কমছে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা ৷ এখন বেশিরভাগ জায়গায় মাল্টিপ্লেক্স ৷ বছরে একটা-দুটো ভালো ছবি চালিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে সিঙ্গল স্ক্রিন ৷ তবে যদি সাধারণ মানুষের মধ্যে সিনেমা দেখার চাহিদা বাড়ে তাহলে প্রেক্ষাগৃহের সংখ্যাও বাড়ানো হবে ৷ রায়গঞ্জে 'খাদান' ছবির প্রোমোশনে এসে বড় ঘোষণা অভিনেতা-সাংসদ দেবের ৷

'খাদান' টিম বেঙ্গল ট্যুরে পৌঁছে গিয়েছিল রায়গঞ্জ ৷ দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির বাকি কলাকুশলীরা ৷ এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে দেব জানিয়েছেন, 'খাদান' বাংলা সিনেমার একটা উৎসবের মধ্যে আসতে চাইছে। তিনি বলেন, "আমরা যা যা প্রমোশন করি সবই কলকাতার মধ্যেই করি। কলকাতার বাইরে তেমন যাওয়া হয় না। তাই এই বেঙ্গল ট্যুর ৷"

টিম খাদান (ইটিভি ভারত)

অভিনেতা আরও বলেন, "নর্থ বেঙ্গল বললে শুধুু শিলিগুড়ি-দার্জিলিং নয়। নর্থ বেঙ্গল মানে মালদা আছে, রায়গঞ্জ আছে, উত্তর দিনাজপুরে আছে। আমাদের চেষ্টা খাদান প্রতিটা বাড়ি পৌঁছক তা নয় ৷ উত্তর-দক্ষিণ বাংলা মিলিয়ে সর্বত্র এই ছবি পৌঁছে যাক, এটাই আমাদের লক্ষ্য ৷ খাদান মুক্তি পাচ্ছে 20 ডিসেম্বর। আমরা এটাও জানি সব জায়গায় সিনেমা হল নেই। তবে সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না। আমি চাই যদি ডিমান্ড থাকে সাপ্লাই হবে। মানুষের যদি আগ্রহ থাকে সিনেমা দেখার, অনেক জায়গায় নতুন সিনেমা হল খুলবে ৷ এই আশা নিয়েও খাদানের বেঙ্গল ট্যুর শুরু করেছি আমরা ৷"

এদিন, অনুষ্ঠানে অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। এই অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র তৈরী হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। 'খাদান' ছবিতে দীর্ঘ সময় পর আবার এক সঙ্গে অভিনয় করেছেন দেব এবং যীশু সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইধিকা পাল, বরখা বিস্ত। সুজিত দত্ত পরিচালিত অ্যাকশনে ভরপুর ছবির ট্রেলার উত্তেজনার পারদ চড়িয়েছে ৷ এখান দেখার সেই উত্তেজনা-উন্মাদনা প্রভাব কতটা পড়ে বক্সঅফিসে ৷

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: সময়ের সঙ্গে সঙ্গে কমছে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা ৷ এখন বেশিরভাগ জায়গায় মাল্টিপ্লেক্স ৷ বছরে একটা-দুটো ভালো ছবি চালিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে সিঙ্গল স্ক্রিন ৷ তবে যদি সাধারণ মানুষের মধ্যে সিনেমা দেখার চাহিদা বাড়ে তাহলে প্রেক্ষাগৃহের সংখ্যাও বাড়ানো হবে ৷ রায়গঞ্জে 'খাদান' ছবির প্রোমোশনে এসে বড় ঘোষণা অভিনেতা-সাংসদ দেবের ৷

'খাদান' টিম বেঙ্গল ট্যুরে পৌঁছে গিয়েছিল রায়গঞ্জ ৷ দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির বাকি কলাকুশলীরা ৷ এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে দেব জানিয়েছেন, 'খাদান' বাংলা সিনেমার একটা উৎসবের মধ্যে আসতে চাইছে। তিনি বলেন, "আমরা যা যা প্রমোশন করি সবই কলকাতার মধ্যেই করি। কলকাতার বাইরে তেমন যাওয়া হয় না। তাই এই বেঙ্গল ট্যুর ৷"

টিম খাদান (ইটিভি ভারত)

অভিনেতা আরও বলেন, "নর্থ বেঙ্গল বললে শুধুু শিলিগুড়ি-দার্জিলিং নয়। নর্থ বেঙ্গল মানে মালদা আছে, রায়গঞ্জ আছে, উত্তর দিনাজপুরে আছে। আমাদের চেষ্টা খাদান প্রতিটা বাড়ি পৌঁছক তা নয় ৷ উত্তর-দক্ষিণ বাংলা মিলিয়ে সর্বত্র এই ছবি পৌঁছে যাক, এটাই আমাদের লক্ষ্য ৷ খাদান মুক্তি পাচ্ছে 20 ডিসেম্বর। আমরা এটাও জানি সব জায়গায় সিনেমা হল নেই। তবে সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না। আমি চাই যদি ডিমান্ড থাকে সাপ্লাই হবে। মানুষের যদি আগ্রহ থাকে সিনেমা দেখার, অনেক জায়গায় নতুন সিনেমা হল খুলবে ৷ এই আশা নিয়েও খাদানের বেঙ্গল ট্যুর শুরু করেছি আমরা ৷"

এদিন, অনুষ্ঠানে অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। এই অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র তৈরী হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। 'খাদান' ছবিতে দীর্ঘ সময় পর আবার এক সঙ্গে অভিনয় করেছেন দেব এবং যীশু সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইধিকা পাল, বরখা বিস্ত। সুজিত দত্ত পরিচালিত অ্যাকশনে ভরপুর ছবির ট্রেলার উত্তেজনার পারদ চড়িয়েছে ৷ এখান দেখার সেই উত্তেজনা-উন্মাদনা প্রভাব কতটা পড়ে বক্সঅফিসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.