কলকাতা, 5 জুন: লোকসভা ভোটের ফল বেরিয়েছে গতকাল ৷ ঘাটাল কেন্দ্রে প্রায় হিরণের থেকে প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেব ৷ এই ব্যবধান জানান দেয় ধীরে ধীরে রাজনীতির ময়দানেও পোড় খাওয়া রাজনৈতিক নেতা হয়ে উঠছেন দেব তথা দীপক অধিকারী ৷ শাসকদলের 75 দিনের প্রচারে একাধিক জায়গায় তৃণমূলের হয়ে প্রায় সব জায়গাতেই প্রচারে দেখা গিয়েছে তাঁর মুখ ৷ তাঁর উপর যে দল ভরসা করে কোনও ভুল করেনি, তা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা ৷
7 জুন মুক্তি পাচ্ছে জিৎ ও রুক্মিণী অভিনীত সিনেমা 'বুমেরাং' ৷ ঘাটালের সাংসদ কেমন তারই শাংসাপত্র দিলেন রুক্মিণী ৷ দেবকে নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী ইটিভি ভারতকে বলেন, "দেব অন্যের মতামতকে গুরুত্ব দেয়। নিজে রাজনৈতিক মানুষ হলেও আমাকে কখনওই রাজনীতিতে আসার কথা বলেনি। দেব অন্যের ইচ্ছাকে গুরুত্ব দিতে জানে। সবথেকে বড় কথা একজন নারীর কথা আর ইচ্ছাকে গুরুত্ব দেয় দেব।"
আসছে সুকুমার সেনের বায়োপিক, দেশে নির্বাচনী বিধি তৈরির 'গল্প' জানবেন সিনেপ্রেমীরা
2014 সালে সাংসদ হন বাংলার এই সুপারস্টার। 2019সালেও 7লক্ষ 17 হাজার 959 ভোটে জয়ী হয়েছিলেন ৷ এবার তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় 5 লক্ষেরও বেশি । শক্ত হাতে কুর্সি ধরে রেখেছেন ৷ ঠান্ডা মাথার, মিষ্টভাষী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ভোটের প্রচার চলাকালীনও হারাননি মেজাজ, বলেননি কটূ কথা। তবে পর্দার সহকর্মী ও রাজনাতির ময়দানের প্রতিদ্ধন্ধী হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়েছেন ৷
ধাওয়ান পরিবারে খুশির হাওয়া ! সন্তানের জন্ম দিলেন নাতাশা, আবেগতাড়িত বরুণ
প্রসঙ্গত, 2014-2024 সাল, এই দশ বছরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে কার্যত ব্যর্থ হয়েছেন দেব ৷ তবে, এই ব্যর্থতা তাঁর একার নয় ৷ তবু এই কারণেই রাজনীতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও তা ফলপ্রসূ হয়নি। কুর্সি এবারও তাঁর দখলে থাকলে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী পদক্ষেপ নেন এবার সেটাই দেখার পালা ।