ETV Bharat / entertainment

'আর কেউ যোগ্য ছিল না'- মিঠুনকে শুভেচ্ছা দেবের, খোঁচা কুণালের - Dev Congratulates to Mithun - DEV CONGRATULATES TO MITHUN

Dev on Mithun: অবশেষে পর্দার বাবা অর্থাৎ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানালেন ছেলে দেব ৷ সোশাল মিডিয়ায় মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে শুভেচ্ছা সাংসদ তারকার ৷ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিতে ভুললেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷

Dev on Mithun
মিঠুনকে শুভেচ্ছা দেবের (দেবের এক্স-হ্যান্ডেল)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 4:21 PM IST

Updated : Sep 30, 2024, 4:38 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: 2022 সালের ক্রিসমাসে রূপোলি পর্দায় বাবা-ছেলের খুনসুটিতে ভরা মিষ্টি সম্পর্ক তুলে ধরেছিলেন পরিচালক অভিজিৎ সেন ৷ পর্দায় গৌর চক্রবর্তী ও জয়ের মায়াময় বন্ধন দর্শকদের আবেগতাড়িত করে তুলেছিল ৷ সোমবার যখন পর্দার বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন তখন বাঁধভাঙা উচ্ছ্বাস দেবের ৷ সোশাল মিডিয়ায় প্রজাপতি সিনেমার দুটি দৃশ্যের ছবির শেয়ার করে জানালেন শুভেচ্ছা ৷

এদিন দেব লেখেন, "অভিনন্দন-শুভেচ্ছা মিঠুন দা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।" অন্যদিকে, শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এদিন তিনিও এক্স হ্যান্ডেলে অভিনেতা মিঠুনকে শুভেচ্ছা জানান ৷

তৃণমূল নেতা লেখেন, "মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে 'পদ্মশ্রী' দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না।"

প্রসঙ্গত, দু'বছর আগে যখন প্রজাপতি পর্দায় মুক্তি পায় তখন তা ব্লকব্লাস্টার হিট করে ৷ প্রেক্ষাগৃহে টানা 100 দিন চলে এই ছবি ৷ অতনু রায়চৌধুরী, প্রণব কুমার গুহ ও দেব প্রযোজিত, অভিজিৎ পরিচালিত ছবিতে মিঠুন ও দেব হয়ে ওঠে ঠিক যেন পাশে বাড়ির বাবা-ছেলে ৷ একাধিক সাক্ষাৎকারে দেব নিজেও জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী তাঁর কাছে বাবার মতোই ৷ ফলে শুটিং সেটে আলাদা করে তাঁদের আর অভিনয় করতে হয়নি ৷

অন্যদিকে, মিঠুনও জানান, দেব তাঁর কাছে ছেলের মতোই ৷ এমন সময়ে এক্স হ্যান্ডেলে দেবের সঙ্গে মিঠুনের কাজ করা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেই সময় বিষয়টা নিয়ে ব্যাপক জলঘোলা হয় ৷ দেব স্পষ্ট জানিয়ে দেন, তিনি কার সঙ্গে কাজ করবেন বা করবেন না, সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত ৷ পুরনো সেই স্মৃতিকে পিছনে ফেলে সকলেই এগিয়েছেন ৷ তবে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানানোর পর এক্স হ্যান্ডেলে কুণালের খোঁচাকে ভালো চোখে দেখছেন না নেটিজেনরা ৷ ফলে কুণাল ঘোষকে পাল্টা দিতে ছাড়লেন না নেটিজেনরাও ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: 2022 সালের ক্রিসমাসে রূপোলি পর্দায় বাবা-ছেলের খুনসুটিতে ভরা মিষ্টি সম্পর্ক তুলে ধরেছিলেন পরিচালক অভিজিৎ সেন ৷ পর্দায় গৌর চক্রবর্তী ও জয়ের মায়াময় বন্ধন দর্শকদের আবেগতাড়িত করে তুলেছিল ৷ সোমবার যখন পর্দার বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন তখন বাঁধভাঙা উচ্ছ্বাস দেবের ৷ সোশাল মিডিয়ায় প্রজাপতি সিনেমার দুটি দৃশ্যের ছবির শেয়ার করে জানালেন শুভেচ্ছা ৷

এদিন দেব লেখেন, "অভিনন্দন-শুভেচ্ছা মিঠুন দা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।" অন্যদিকে, শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ এদিন তিনিও এক্স হ্যান্ডেলে অভিনেতা মিঠুনকে শুভেচ্ছা জানান ৷

তৃণমূল নেতা লেখেন, "মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনাকে 'পদ্মশ্রী' দিতে প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাকে স্বীকৃতি দিয়ে রাজ্যসভায় পাঠানোটা ভুলে যাবেন না।"

প্রসঙ্গত, দু'বছর আগে যখন প্রজাপতি পর্দায় মুক্তি পায় তখন তা ব্লকব্লাস্টার হিট করে ৷ প্রেক্ষাগৃহে টানা 100 দিন চলে এই ছবি ৷ অতনু রায়চৌধুরী, প্রণব কুমার গুহ ও দেব প্রযোজিত, অভিজিৎ পরিচালিত ছবিতে মিঠুন ও দেব হয়ে ওঠে ঠিক যেন পাশে বাড়ির বাবা-ছেলে ৷ একাধিক সাক্ষাৎকারে দেব নিজেও জানিয়েছেন, মিঠুন চক্রবর্তী তাঁর কাছে বাবার মতোই ৷ ফলে শুটিং সেটে আলাদা করে তাঁদের আর অভিনয় করতে হয়নি ৷

অন্যদিকে, মিঠুনও জানান, দেব তাঁর কাছে ছেলের মতোই ৷ এমন সময়ে এক্স হ্যান্ডেলে দেবের সঙ্গে মিঠুনের কাজ করা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেই সময় বিষয়টা নিয়ে ব্যাপক জলঘোলা হয় ৷ দেব স্পষ্ট জানিয়ে দেন, তিনি কার সঙ্গে কাজ করবেন বা করবেন না, সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত ৷ পুরনো সেই স্মৃতিকে পিছনে ফেলে সকলেই এগিয়েছেন ৷ তবে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানানোর পর এক্স হ্যান্ডেলে কুণালের খোঁচাকে ভালো চোখে দেখছেন না নেটিজেনরা ৷ ফলে কুণাল ঘোষকে পাল্টা দিতে ছাড়লেন না নেটিজেনরাও ৷

Last Updated : Sep 30, 2024, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.