ETV Bharat / entertainment

ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ, টলিউডে সাবালক হয়ে দর্শকদের বিশেষ উপহার দেবের - Dev in Tollywood Industry

Dev Movie Journey: 25 জানুয়ারি জন্মদিন গেলেও ছবির দুনিয়ায় সাবালক হলেন অভিনেতা দেব ৷ 2006 সালে রূপোলি পর্দায় জার্নি শুরু করেন দেব ৷ দেখতে দেখতে পার করলেন 18 বছর ৷

Dev Movie Journey
টলিউডে সাবালক দেব
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 3:47 PM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি: 2006 সালে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে নতুন একটি ছেলে পা রেখেছিল টলিউডে ৷ লম্বা, শ্যামবর্ণের সেই ছেলেটা প্রথম ছবিতে ফ্লপের মুখ দেখলেও একসময়ে সেই হয়ে উঠবে সিনেপর্দার 'টনিক' কে ভেবেছিল! তিনি দেব ৷ যে চরিত্রেই পর্দায় আসুক না কেন, 'চ্যালেঞ্জ নিবি না শালা' বলার ধক রাখেন তিনি ৷ গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে টিনসেল টাউনে আজ সাবালক হলেন অভিনেতা দীপক অধিকারী ৷

সোশাল মিডিয়ায় 'অগ্নিপথ' ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা ৷ ক্যাপশনে লিখেছেন, "অবশেষে আমি আজকে সাবালক হলাম ৷ মানে ইন্ডাস্ট্রিতে 18 বছর কাটালাম ৷ ধন্যবাদ সকলকে এই ভালোবাসা ও আশীবার্দের জন্য ৷ আমি জানি না প্রত্যেক বছর এই সুযোগ আসবে কি না, তবে আজ সকলের জন্য বিশেষ উপহার রয়েছে ৷"

এরপরেই দেব তাঁর আগামী ছবি 'খাদান'-এর একটি মোশন পোস্টার সামনে আনেন ৷ বলা যায়, এটাই ছিল দর্শকদের জন্য দেবের বিশেষ উপহার ৷ মোশন পোস্টারে তুলে ধরা হয় আর এক ভার্সেটাইল অভিনেতা যীশু সেনগুপ্তর অন্যরকম লুক ৷ যেখানে যীশুকে দেখা যায়, ধুতি-পাঞ্জাবী পরে গলায় খোল ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন ৷ ক্যাপশনে লেখা, "কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।" এরপর ক্যাপশনে খাদান ছবিতে যীশুকে স্বাগত বার্তা জানান দেব ৷

উল্লেখ্য, প্রথম ছবি ফ্লপ হলেও রবি কিনাগী পরিচালিত পায়েল সরকারের বিপরীতে দেবের 'আই লাভ ইউ' তাঁকে নিয়ে আসে লাইমলাইটে ৷ এই ছবির সাফল্যের পরও দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকেন। তিনি মুম্বই যান ৷ সেখানে নাচ ও ফাইটিং শেখেন বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে। ফিরে এসে দেব শুরু করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে 'চ্যালেঞ্জ' ছবির শুটিং ৷ রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি এক ধাক্কায় দেবকে নিয়ে যায় খ্যাতির শিখরে ৷ তারপরে ইতিহাস ৷

'রংবাজ', 'পাগলু', 'মন মানে না', 'পরাণ যায় জ্বলিয়া রে'-র মতো ছবি যেমন দেব উপহার দিয়েছেন তেমনই 'চাঁদের পাহাড়', 'কাছের মানুষ', 'টনিক', 'কিশমিশ', 'প্রজাপতি', 'ব্যোমকেশ'-র মতো একাধিক অন্য স্বাদের গল্পে পাওয়া গিয়েছে দেবকে ৷ এবার অপেক্ষা 'খাদান' ছবির ৷ এইভাবেই দেব নিজে এগিয়ে যাক এবং টলিউডকে এগিয়ে নিয়ে যাক, রইল শুভ কামনা ৷

আরও পড়ুন:

1. 'তু মান মেরি জান...', মিউজিক্যাল ইভেন্টে 'জিজু' নিকের গানে মজল মুম্বই

2. বিনোদনের সবচেয়ে বড় সন্ধ্যায় কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি; রইল তালিকা

3. শ্রীলা দি 'একদিন প্রতিদিন' থেকে যাবেন, অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

হায়দরাবাদ, 28 জানুয়ারি: 2006 সালে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে নতুন একটি ছেলে পা রেখেছিল টলিউডে ৷ লম্বা, শ্যামবর্ণের সেই ছেলেটা প্রথম ছবিতে ফ্লপের মুখ দেখলেও একসময়ে সেই হয়ে উঠবে সিনেপর্দার 'টনিক' কে ভেবেছিল! তিনি দেব ৷ যে চরিত্রেই পর্দায় আসুক না কেন, 'চ্যালেঞ্জ নিবি না শালা' বলার ধক রাখেন তিনি ৷ গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে টিনসেল টাউনে আজ সাবালক হলেন অভিনেতা দীপক অধিকারী ৷

সোশাল মিডিয়ায় 'অগ্নিপথ' ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা ৷ ক্যাপশনে লিখেছেন, "অবশেষে আমি আজকে সাবালক হলাম ৷ মানে ইন্ডাস্ট্রিতে 18 বছর কাটালাম ৷ ধন্যবাদ সকলকে এই ভালোবাসা ও আশীবার্দের জন্য ৷ আমি জানি না প্রত্যেক বছর এই সুযোগ আসবে কি না, তবে আজ সকলের জন্য বিশেষ উপহার রয়েছে ৷"

এরপরেই দেব তাঁর আগামী ছবি 'খাদান'-এর একটি মোশন পোস্টার সামনে আনেন ৷ বলা যায়, এটাই ছিল দর্শকদের জন্য দেবের বিশেষ উপহার ৷ মোশন পোস্টারে তুলে ধরা হয় আর এক ভার্সেটাইল অভিনেতা যীশু সেনগুপ্তর অন্যরকম লুক ৷ যেখানে যীশুকে দেখা যায়, ধুতি-পাঞ্জাবী পরে গলায় খোল ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন ৷ ক্যাপশনে লেখা, "কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।" এরপর ক্যাপশনে খাদান ছবিতে যীশুকে স্বাগত বার্তা জানান দেব ৷

উল্লেখ্য, প্রথম ছবি ফ্লপ হলেও রবি কিনাগী পরিচালিত পায়েল সরকারের বিপরীতে দেবের 'আই লাভ ইউ' তাঁকে নিয়ে আসে লাইমলাইটে ৷ এই ছবির সাফল্যের পরও দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকেন। তিনি মুম্বই যান ৷ সেখানে নাচ ও ফাইটিং শেখেন বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে। ফিরে এসে দেব শুরু করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে 'চ্যালেঞ্জ' ছবির শুটিং ৷ রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি এক ধাক্কায় দেবকে নিয়ে যায় খ্যাতির শিখরে ৷ তারপরে ইতিহাস ৷

'রংবাজ', 'পাগলু', 'মন মানে না', 'পরাণ যায় জ্বলিয়া রে'-র মতো ছবি যেমন দেব উপহার দিয়েছেন তেমনই 'চাঁদের পাহাড়', 'কাছের মানুষ', 'টনিক', 'কিশমিশ', 'প্রজাপতি', 'ব্যোমকেশ'-র মতো একাধিক অন্য স্বাদের গল্পে পাওয়া গিয়েছে দেবকে ৷ এবার অপেক্ষা 'খাদান' ছবির ৷ এইভাবেই দেব নিজে এগিয়ে যাক এবং টলিউডকে এগিয়ে নিয়ে যাক, রইল শুভ কামনা ৷

আরও পড়ুন:

1. 'তু মান মেরি জান...', মিউজিক্যাল ইভেন্টে 'জিজু' নিকের গানে মজল মুম্বই

2. বিনোদনের সবচেয়ে বড় সন্ধ্যায় কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি; রইল তালিকা

3. শ্রীলা দি 'একদিন প্রতিদিন' থেকে যাবেন, অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.