ETV Bharat / entertainment

দুর্নীতিগ্রস্ত সমাজ! সিস্টেম বদলাতে 'কমন ম্যান' দেবের খেলা শুরু - Tekka Teaser - TEKKA TEASER

Tekka Teaser Out: আভাস আগেই ছিল, এবার পুজোয় চমকে দেবেন দেব ৷ টিজার মুক্তির পর সেই আভাস বিশ্বাসে পরিণত হল ৷ সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা' টিজারে লড়াই শুরু 'কমন ম্যান' দেবের ৷

Tekka Teaser Out
'টেক্কা' টিজারের একটি দৃশ্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 13, 2024, 1:03 PM IST

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: প্রধান ছবিতে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দেব ৷ পুলিশের পোশাকে দীপক প্রধান ডাক দিয়েছিলেন সমাজ পরিবর্তনের ৷ এবার দেবের লড়াইটা হতে চলেছে আরও বৃহত্তর আকারে ৷ দুর্নীতিযুক্ত সিস্টেমের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াই পর্দায় তুলে ধরছেন অভিনেতা ৷ মুক্তি পেল 'টেক্কা'-র টিজার ৷

এদিন টিজারে দেবের প্রতিটা সংলাপ যেন এই সমাজ থেকেই তুলে ধরা হয়েছে ৷ ছাপোষা, সাদামাটা পোশাকে দেবকে যেখানে বলতে শোনা যায়, "পৃথিবীর সবথেকে বড় অপরাধ গরীব হওয়া ৷ সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।" অভিনেতার চোখা সংলাপেই আন্দাজ করা যায়, ঝা চকচকে সমাজের আড়ালে অন্ধকারে লুকিয়ে থাকা মুখোশ খুলে ফেলতে আসছে দেব-সৃজিত জুটি ৷

সৃজিতের এই ছবিতে ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে। যিনি একজন বাড়ির পরিচারক। এক খুদে মেয়েকে স্কুল থেকে অপহরণ করেই সমাজের উঁচুতলার মাথাদের কাছ থেকে প্রতিশোধ নিতে দেখা যাবে ইকলাখকে। টিজারে এক সাধারণ মানুষ হিসেবে দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা দিতে দেখা গেল দেবকে।

টিজারে নজর কেড়েছেন পুলিশ অফিসার রুক্মিণী মৈত্রও ৷ গ্ল্যামারাস অভিনেত্রী থেকে একেবারে মাঠে-ময়দানে দুঁদে পুলিশের ভূমিকায় রুক্মিণীও চমকে দেওয়ার মতোই ৷ অন্যদিকে, স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখালো আবেগপ্রবণ মহিলা হিসাবে ৷ হয়তো অপহৃত হওয়া খুদের মা হিসাবে দেখা যাবে তাঁকে ৷ দেব টিজার মুক্তির পর একটা কথা লিখেছেন, "বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি.." ৷ বলা বাহুল্য 8 অক্টোবর দর্শকরাও এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে অবশ্যই ঢুঁ মারবেন ৷

উল্লেখ্য, এদিন 11টায় সময় টেক্কা টিজার আসার কথা থাকলেও তা সঠিক সময়ে প্রকাশ পায় না ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নান মিম ৷ দেবও তার উত্তর দেন ৷ জানান, আজ তাঁৎ টিম পুরো ল্যাদের মুডে রয়েছে, তাই একটু লেট ৷ যাই হোক, অবশেষে টেক্কা টিজার এসেছে সামনে ৷ স্বস্তি পেয়েছেন অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: প্রধান ছবিতে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন দেব ৷ পুলিশের পোশাকে দীপক প্রধান ডাক দিয়েছিলেন সমাজ পরিবর্তনের ৷ এবার দেবের লড়াইটা হতে চলেছে আরও বৃহত্তর আকারে ৷ দুর্নীতিযুক্ত সিস্টেমের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াই পর্দায় তুলে ধরছেন অভিনেতা ৷ মুক্তি পেল 'টেক্কা'-র টিজার ৷

এদিন টিজারে দেবের প্রতিটা সংলাপ যেন এই সমাজ থেকেই তুলে ধরা হয়েছে ৷ ছাপোষা, সাদামাটা পোশাকে দেবকে যেখানে বলতে শোনা যায়, "পৃথিবীর সবথেকে বড় অপরাধ গরীব হওয়া ৷ সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।" অভিনেতার চোখা সংলাপেই আন্দাজ করা যায়, ঝা চকচকে সমাজের আড়ালে অন্ধকারে লুকিয়ে থাকা মুখোশ খুলে ফেলতে আসছে দেব-সৃজিত জুটি ৷

সৃজিতের এই ছবিতে ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে। যিনি একজন বাড়ির পরিচারক। এক খুদে মেয়েকে স্কুল থেকে অপহরণ করেই সমাজের উঁচুতলার মাথাদের কাছ থেকে প্রতিশোধ নিতে দেখা যাবে ইকলাখকে। টিজারে এক সাধারণ মানুষ হিসেবে দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা দিতে দেখা গেল দেবকে।

টিজারে নজর কেড়েছেন পুলিশ অফিসার রুক্মিণী মৈত্রও ৷ গ্ল্যামারাস অভিনেত্রী থেকে একেবারে মাঠে-ময়দানে দুঁদে পুলিশের ভূমিকায় রুক্মিণীও চমকে দেওয়ার মতোই ৷ অন্যদিকে, স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখালো আবেগপ্রবণ মহিলা হিসাবে ৷ হয়তো অপহৃত হওয়া খুদের মা হিসাবে দেখা যাবে তাঁকে ৷ দেব টিজার মুক্তির পর একটা কথা লিখেছেন, "বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি.." ৷ বলা বাহুল্য 8 অক্টোবর দর্শকরাও এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে অবশ্যই ঢুঁ মারবেন ৷

উল্লেখ্য, এদিন 11টায় সময় টেক্কা টিজার আসার কথা থাকলেও তা সঠিক সময়ে প্রকাশ পায় না ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নান মিম ৷ দেবও তার উত্তর দেন ৷ জানান, আজ তাঁৎ টিম পুরো ল্যাদের মুডে রয়েছে, তাই একটু লেট ৷ যাই হোক, অবশেষে টেক্কা টিজার এসেছে সামনে ৷ স্বস্তি পেয়েছেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.