ETV Bharat / entertainment

কবে আসছে রণবীর-দীপিকার প্রথম সন্তান? প্রকাশ্যে এল তারিখ - Deepika Padukone Due Date Revealed - DEEPIKA PADUKONE DUE DATE REVEALED

Mom to Be Deepika Padukone : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ তারপরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে ৷ মম টু বি দীপিকা কবে দিচ্ছেন সন্তানের জন্ম, প্রকাশ্যে এল সম্ভাব্য তারিখ ৷

Deepika Padukone and Ranveer Singh
দীপিকা পাড়ুকোন-রণবীর সিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 31, 2024, 7:47 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন খুব শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ৷ ইতিমধ্যেই খুদের জন্য সবরকম প্রস্তুতিতে ব্যস্ত হবু বাবা রণবীর সিং ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে মা হওয়ার কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেত্রী দীপিকা ৷ জানান, সেপ্টেম্বরে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান ৷ স্বভাবতই শুরু হতে চলেছে সেই মাস ৷ এবার সামনে এসেছে দীপিকার সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখও ৷ অর্থাৎ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে দীপিকার ডেলিভারি ডেট ৷

প্রথমে গুজব ছড়িয়েছিল যে ভারতে নয়, দীপিকা সন্তানের জন্ম দেবেন লন্ডনে ৷ তবে সেই তথ্য খারিজ করেছে নিউজওয়ার পোর্টাল ৷ তাদের খবর অনুযায়ী, ভারতেই সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা ৷ দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হবেন তিনি ৷ সন্তান জন্মের সম্ভাব্য তারিখ হিসাবে সামনে আনা হয়েছে 28 সেপ্টেম্বর ৷ সেই পোর্টালের খবর অনুযায়ী, সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে যাবেন দীপু ৷ এরপর 2025-এ সিনেমার কাজে ফিরবেন তিনি ৷

সূত্রের খবর, দীপিকার মাতৃত্বকালীন ছুটি হতে পারে আগামী বছরের মার্চ পর্যন্ত ৷ ততদিন তিনি ছোট্ট খুদেকে নিয়েই ব্যস্ত থাকতে চান ৷ অন্যদিকে, রণবীরও নাকি কাজ থেকে বেশ কয়েকদিনের ছুটি নেবেন বলে জানা গিয়েছে ৷ ওই সময়টা তিনি পরিবার, নবজাতক ও দীপিকার সঙ্গে কাটাবেন বলে জানা গিয়েছে ৷ মার্চের পর দীপিকা 'কল্কি 2898 এডি' ছবির সিক্যুয়েলের শুটিংয়ে ফিরবেন বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, রণবীর-দীপিকা ছয়বছরের প্রেমজীবন কাটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন 2018 সালে ৷ ইতালির লেক কোমেতে ধূমধামের সঙ্গে কাছের বন্ধু-আত্মীয়দের সঙ্গে নিয়ে নতুন জীবন শুরু করেন দীপভীর ৷ তাঁদের প্রেম শুরু হয় সঞ্জয় লীলা বনশালির ছবি 'গোলিয়ো কি রাসলীলা রামলীলা' ছবির সেটে 2013 সালে ৷ সেই সম্পর্ক আরও গভীর হয় 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' ছবি করার সময় ৷ বলিউডের পাওয়ার কাপল দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির কপ ইউনিভার্স ছবি 'সিংঘম এগেইন'-এ ৷

হায়দরাবাদ, 31 অগস্ট: অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন খুব শীঘ্রই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ৷ ইতিমধ্যেই খুদের জন্য সবরকম প্রস্তুতিতে ব্যস্ত হবু বাবা রণবীর সিং ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে মা হওয়ার কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেত্রী দীপিকা ৷ জানান, সেপ্টেম্বরে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান ৷ স্বভাবতই শুরু হতে চলেছে সেই মাস ৷ এবার সামনে এসেছে দীপিকার সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখও ৷ অর্থাৎ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে দীপিকার ডেলিভারি ডেট ৷

প্রথমে গুজব ছড়িয়েছিল যে ভারতে নয়, দীপিকা সন্তানের জন্ম দেবেন লন্ডনে ৷ তবে সেই তথ্য খারিজ করেছে নিউজওয়ার পোর্টাল ৷ তাদের খবর অনুযায়ী, ভারতেই সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা ৷ দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হবেন তিনি ৷ সন্তান জন্মের সম্ভাব্য তারিখ হিসাবে সামনে আনা হয়েছে 28 সেপ্টেম্বর ৷ সেই পোর্টালের খবর অনুযায়ী, সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে যাবেন দীপু ৷ এরপর 2025-এ সিনেমার কাজে ফিরবেন তিনি ৷

সূত্রের খবর, দীপিকার মাতৃত্বকালীন ছুটি হতে পারে আগামী বছরের মার্চ পর্যন্ত ৷ ততদিন তিনি ছোট্ট খুদেকে নিয়েই ব্যস্ত থাকতে চান ৷ অন্যদিকে, রণবীরও নাকি কাজ থেকে বেশ কয়েকদিনের ছুটি নেবেন বলে জানা গিয়েছে ৷ ওই সময়টা তিনি পরিবার, নবজাতক ও দীপিকার সঙ্গে কাটাবেন বলে জানা গিয়েছে ৷ মার্চের পর দীপিকা 'কল্কি 2898 এডি' ছবির সিক্যুয়েলের শুটিংয়ে ফিরবেন বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, রণবীর-দীপিকা ছয়বছরের প্রেমজীবন কাটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন 2018 সালে ৷ ইতালির লেক কোমেতে ধূমধামের সঙ্গে কাছের বন্ধু-আত্মীয়দের সঙ্গে নিয়ে নতুন জীবন শুরু করেন দীপভীর ৷ তাঁদের প্রেম শুরু হয় সঞ্জয় লীলা বনশালির ছবি 'গোলিয়ো কি রাসলীলা রামলীলা' ছবির সেটে 2013 সালে ৷ সেই সম্পর্ক আরও গভীর হয় 'বাজিরাও মস্তানি' ও 'পদ্মাবত' ছবি করার সময় ৷ বলিউডের পাওয়ার কাপল দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে রোহিত শেট্টির কপ ইউনিভার্স ছবি 'সিংঘম এগেইন'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.