ETV Bharat / entertainment

সদ্যজাতকে বুকে আগলে দীপিকা পাশে রণবীর, ভাইরাল ছবি ঘিরে শোরগোল নেটপাড়ায় - Deepika Padukone with Baby Girl - DEEPIKA PADUKONE WITH BABY GIRL

Deepika Padukone with Baby Girl: 8 সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ প্রথম সন্তানকে নিয়ে দীপিকা-রণবীরের জীবন কেমন কাটছে তা জানতে উৎসুক অনুরাগীরা ৷ ঠিক সেই সময়ে ভাইরাল সন্তানের সঙ্গে দীপিকার কাটানো মিষ্টি মুহূর্তের ছবি ৷ আদৌ কি সেই ছবির সত্যতা রয়েছে?

Deepika Padukone with Baby Girl
দীপিকার সঙ্গে সদ্যজাতর ভাইরাল ছবি (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 24, 2024, 4:17 PM IST

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: কেমন হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যা সন্তানকে দেখতে? মায়ের মতো কি মেয়ের গালে টোল পড়বে? নাকি রণবীরের মতো ছটফটে হবে? 8 তারিখ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর অনুরাগীদের এমন প্রশ্ন প্রায় সময়ই ঘুরে বেড়ায় নেটপাড়ায় ৷

'বাজিরাও'-'মস্তানি' দুজনেই এখন ভীষণ ব্যস্ত সদ্যজাতকে নিয়ে ৷ তবে মঙ্গলবার আচমকাই নেটপাড়ায় উত্তেজনা ছড়ায় ৷ সোশাল মিডিয়া ছেয়ে যায়, দীপিকার সঙ্গে সন্তানের নানা ছবির কোলাজে ৷ হাসপাতালে বিছানায় শুয়ে দীপিকা, বুকে জড়ানো সদ্যজাত ৷ এমন ছবি নেটপাড়ায় আসতেই পড়ে গিয়েছে তুমুল হইচই ৷

ছবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় রণবীর-দীপিকার অনুরাগীরা এআই-এর মাধ্যমে সেই ছবি বানিয়েছেন ৷ ইন্সটাগ্রামে বলিউডের পাওয়ার কাপল-এর একটি ফ্যানপেজ রয়েছে ৷ সেখানে তারকাদের সঙ্গে সন্তানের ছবি জুড়ে দেওয়া হয়েছে ৷ অবশ্যই খুদের ছবি অনলাইন থেকে নেওয়া ৷ যে ছবিতে দেখা গিয়েছে, দীপিকা তাঁর বেবিকে আগলে রয়েছেন ৷ আবার এক ছবিতে দেখা গিয়েছে রণবীর-দীপিকার সঙ্গে সদ্যজাতকে ৷ ফ্যান পেজের সেই ছবি নজরে আসতেই ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি ৷

আসলে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমকাহিনী রূপকথার গল্পের চেয়ে কোনও অংশে কম নয় ৷ যে সফর শুরু হয় সঞ্জয় লীলা বনশালির ছবি 'গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা'র সেটে ৷ অনস্ক্রিন কেমিষ্ট্রির পাশাপাশি তাঁদের অফস্ক্রিন কেমিষ্ট্রিও অনুরাগীদের মন ছুঁয়ে যায় ৷ ফলে তাঁরা যখন বাবা-মা হলেন, সেই মুহূর্ত অনুরাগীদের কাছে উৎসবের চেয়ে কম কিছু নয় ৷ ভাইরাল হওয়া ছবিগুলিতে ফের একবার নেটিজেনরা শুভেচ্ছা জানাতে শুরু করেন ৷

তবে শুধু এআই জেনারেটেড ছবি নয়, ভাইরাল হয় 'জওয়ান' ও 'বাজিরাও মস্তানি'-র কিছু দৃশ্যের ফেক ছবিও ৷ সেখানেও দীপিকার 'সোনা মেরে' গান-এর দৃশ্য ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন করা হয়েছে ৷ সেই ছব দেখে অনুরাগীরা মুগ্ধ হলেও আসলে যে এটাও এক ধরনের 'ডিপ ফেক' ছবি, তাও অনেকের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷

প্রসঙ্গত, 2018 সালে ইতালিতে কাছের ও পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর ৷ ছয় বছর সাংসারিক জীবন কাটানোর পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে সন্তান আগমনের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা ৷ তারপরেই গণেশ চতুর্থীর দিন তাঁদের দেখা যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে ৷ এর পরের দিনই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন রণবীর-দীপিকা ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, তাঁদের জীবনে খুদে কন্যার আগমন ঘটেছে ৷ তারপরেই দীপিকার সঙ্গে সদ্যজাত-র একাধিক ফেক ছবি ঘুরে বেড়ায় সোশাল মিডিয়ায় ৷

হায়দরাবাদ, 24 সেপ্টেম্বর: কেমন হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কন্যা সন্তানকে দেখতে? মায়ের মতো কি মেয়ের গালে টোল পড়বে? নাকি রণবীরের মতো ছটফটে হবে? 8 তারিখ কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর অনুরাগীদের এমন প্রশ্ন প্রায় সময়ই ঘুরে বেড়ায় নেটপাড়ায় ৷

'বাজিরাও'-'মস্তানি' দুজনেই এখন ভীষণ ব্যস্ত সদ্যজাতকে নিয়ে ৷ তবে মঙ্গলবার আচমকাই নেটপাড়ায় উত্তেজনা ছড়ায় ৷ সোশাল মিডিয়া ছেয়ে যায়, দীপিকার সঙ্গে সন্তানের নানা ছবির কোলাজে ৷ হাসপাতালে বিছানায় শুয়ে দীপিকা, বুকে জড়ানো সদ্যজাত ৷ এমন ছবি নেটপাড়ায় আসতেই পড়ে গিয়েছে তুমুল হইচই ৷

ছবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় রণবীর-দীপিকার অনুরাগীরা এআই-এর মাধ্যমে সেই ছবি বানিয়েছেন ৷ ইন্সটাগ্রামে বলিউডের পাওয়ার কাপল-এর একটি ফ্যানপেজ রয়েছে ৷ সেখানে তারকাদের সঙ্গে সন্তানের ছবি জুড়ে দেওয়া হয়েছে ৷ অবশ্যই খুদের ছবি অনলাইন থেকে নেওয়া ৷ যে ছবিতে দেখা গিয়েছে, দীপিকা তাঁর বেবিকে আগলে রয়েছেন ৷ আবার এক ছবিতে দেখা গিয়েছে রণবীর-দীপিকার সঙ্গে সদ্যজাতকে ৷ ফ্যান পেজের সেই ছবি নজরে আসতেই ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি ৷

আসলে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমকাহিনী রূপকথার গল্পের চেয়ে কোনও অংশে কম নয় ৷ যে সফর শুরু হয় সঞ্জয় লীলা বনশালির ছবি 'গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা'র সেটে ৷ অনস্ক্রিন কেমিষ্ট্রির পাশাপাশি তাঁদের অফস্ক্রিন কেমিষ্ট্রিও অনুরাগীদের মন ছুঁয়ে যায় ৷ ফলে তাঁরা যখন বাবা-মা হলেন, সেই মুহূর্ত অনুরাগীদের কাছে উৎসবের চেয়ে কম কিছু নয় ৷ ভাইরাল হওয়া ছবিগুলিতে ফের একবার নেটিজেনরা শুভেচ্ছা জানাতে শুরু করেন ৷

তবে শুধু এআই জেনারেটেড ছবি নয়, ভাইরাল হয় 'জওয়ান' ও 'বাজিরাও মস্তানি'-র কিছু দৃশ্যের ফেক ছবিও ৷ সেখানেও দীপিকার 'সোনা মেরে' গান-এর দৃশ্য ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন করা হয়েছে ৷ সেই ছব দেখে অনুরাগীরা মুগ্ধ হলেও আসলে যে এটাও এক ধরনের 'ডিপ ফেক' ছবি, তাও অনেকের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷

প্রসঙ্গত, 2018 সালে ইতালিতে কাছের ও পরিবারকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর ৷ ছয় বছর সাংসারিক জীবন কাটানোর পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা ৷ চলতি বছর ফেব্রুয়ারিতে সন্তান আগমনের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন তাঁরা ৷ তারপরেই গণেশ চতুর্থীর দিন তাঁদের দেখা যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে ৷ এর পরের দিনই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন রণবীর-দীপিকা ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, তাঁদের জীবনে খুদে কন্যার আগমন ঘটেছে ৷ তারপরেই দীপিকার সঙ্গে সদ্যজাত-র একাধিক ফেক ছবি ঘুরে বেড়ায় সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.