ETV Bharat / entertainment

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন, ইনস্টাগ্রাম বায়ো পরির্বতন দীপিকার - Deepika Brings Baby Girl Home - DEEPIKA BRINGS BABY GIRL HOME

Deepika Padukone Discharged from Hospital: এক সপ্তাহ পর অবশেষে কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি এলেন দীপিকা পাড়ুকোন ৷ মা হতেই বদলে গেল অভিনেত্রীর ইনস্টাগ্রাম বায়ো ৷ সদ্য মা কী লিখলেন বায়োতে ?

Deepika Padukone
মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা-রণবীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 15, 2024, 4:29 PM IST

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা পাড়ুকোন ৷ আর মা হতেই বদলে গেল ডিম্পল কুইনের ইনস্টাগ্রাম বায়ো ৷ তাঁর বায়োতে অভিনেত্রী নয়, প্রতিফলিত হচ্ছে একজন মায়ের ভূমিকা ৷ আগে দীপিকার বায়োতে লেখা ছিল, 'ফলো ইওর ব্লিস' ৷ এখন সেটা পরিবর্তন করে তিনি লিখলেন, 'ফিড বার্প স্লিপ রিপিট' । শোনা যাচ্ছে, মেয়ের যত্ন নিজেই নিচ্ছেন দীপিকা পাড়ুকোন ৷ তিনি মেয়ের জন্য কোনও আয়াও রাখেননি ৷

8 সেপ্টেম্বর মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে কন্যার জন্ম দেন এই বলিউড অভিনেত্রী ৷ স্বামী রণবীর সিং ও তিনি নিজেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নেন ৷ এরপরেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ প্রিয়াঙ্কা থেকে শ্রদ্ধা, কেউ বাদ ছিল না সেই তালিকায় ৷ সকলে সদ্য মা-বাবাকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন ৷

তারপর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন দীপিকা ৷ সেই অপেক্ষার অবসান ঘটে রবিবার ৷ বিলাসবহুল কালো গাড়ি করে কন্যাকে নিয়ে বাড়ি ফেরেন দম্পতি ৷ পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত ৷ হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, মিডিয়ার নজর এড়াতে নাকি রবিবার হাসপাতালের পিছনের গেট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন দীপিকা-রণবীর ।

এর আগে দীপিকা ও তাঁর কন্যাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ শাহরুখ দীপিকার ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যে অন্যতম ৷ সে কথা ইন্ডাস্ট্রির সকলেরই জানা ৷ এসআরকে-র হাত ধরেই বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল দীপিকার ৷ তাঁদের প্রথম ছবি ছিল 'ওম শান্তি ওম', যা ছিল সুপারহিট ৷ এরপরেও দীপিকার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন শাহরুখ ৷ তার মধ্যে আগের বছর মুক্তি পাওয়া জওয়ান এবং পাঠানও রয়েছে ৷ যখনই এই দু'জন একসঙ্গে পর্দায় এসেছেন তাঁরা আগুন ঝরিয়েছেন ৷

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা পাড়ুকোন ৷ আর মা হতেই বদলে গেল ডিম্পল কুইনের ইনস্টাগ্রাম বায়ো ৷ তাঁর বায়োতে অভিনেত্রী নয়, প্রতিফলিত হচ্ছে একজন মায়ের ভূমিকা ৷ আগে দীপিকার বায়োতে লেখা ছিল, 'ফলো ইওর ব্লিস' ৷ এখন সেটা পরিবর্তন করে তিনি লিখলেন, 'ফিড বার্প স্লিপ রিপিট' । শোনা যাচ্ছে, মেয়ের যত্ন নিজেই নিচ্ছেন দীপিকা পাড়ুকোন ৷ তিনি মেয়ের জন্য কোনও আয়াও রাখেননি ৷

8 সেপ্টেম্বর মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে কন্যার জন্ম দেন এই বলিউড অভিনেত্রী ৷ স্বামী রণবীর সিং ও তিনি নিজেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নেন ৷ এরপরেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ প্রিয়াঙ্কা থেকে শ্রদ্ধা, কেউ বাদ ছিল না সেই তালিকায় ৷ সকলে সদ্য মা-বাবাকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন ৷

তারপর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন দীপিকা ৷ সেই অপেক্ষার অবসান ঘটে রবিবার ৷ বিলাসবহুল কালো গাড়ি করে কন্যাকে নিয়ে বাড়ি ফেরেন দম্পতি ৷ পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত ৷ হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, মিডিয়ার নজর এড়াতে নাকি রবিবার হাসপাতালের পিছনের গেট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন দীপিকা-রণবীর ।

এর আগে দীপিকা ও তাঁর কন্যাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ শাহরুখ দীপিকার ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যে অন্যতম ৷ সে কথা ইন্ডাস্ট্রির সকলেরই জানা ৷ এসআরকে-র হাত ধরেই বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল দীপিকার ৷ তাঁদের প্রথম ছবি ছিল 'ওম শান্তি ওম', যা ছিল সুপারহিট ৷ এরপরেও দীপিকার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন শাহরুখ ৷ তার মধ্যে আগের বছর মুক্তি পাওয়া জওয়ান এবং পাঠানও রয়েছে ৷ যখনই এই দু'জন একসঙ্গে পর্দায় এসেছেন তাঁরা আগুন ঝরিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.