হায়দরাবাদ, 18 জুলাই: টেলিভিশন জগতে কারা বাড়ালেন টিআরপি, কারাই বা হলেন অসফল জানা যাবে 15 সেপ্টেম্বর ৷ 76তম অ্যানুয়াল প্রাইমটাইম এমি নমিনেশন এল প্রকাশ্যে ৷ লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে 15 সেপ্টেম্বর রবিবার বসবে পুরস্কার প্রদানের আসর ৷ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে এবিসি-তে ৷ শেরিল লি রাল্ফ এবং টনি হেল সম্মানজনক এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলে জানা গিয়েছে ৷
এক নজরে দেখে নেওয়া যাক প্রতিযোগিতায় কোন বিভাগে কারা রয়েছেন ৷
সেরা ড্রামা সিরিজ:
- দ্য ক্রাউন
- মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ
- ফলআউট
- শোগুন
- দ্য গ্লিডেড এজ
- স্লো হর্সেস
- দ্য মর্নিং শো
- 3 বডি প্রবলেম
ড্রামা সিরিজে সেরা অভিনেতা :
- ইদ্রিস এলবা- হাইজ্যাক
- ডোনাল্ড গ্লোভার- মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ
- ওয়ালটন গগিন্স- ফলআউট
- গ্যারি ওল্ডম্যান- স্লো হর্সেস
- হিরোয়ুকি সানাদা- শোগুন
- ডমিনিক ওয়েস্ট- দ্য ক্রাউন
ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী :
- জেনিফার অ্যানিস্টন- দ্য মর্নিং শো
- ক্যারি কুন- দ্য গিল্ডেড এজ
- মায়া এরস্কাইন- মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ
- আনা সাওয়াই- শোগুন
- ইমেল্ডা স্টনটন- দ্য ক্রাউন
- রিজ উইদারস্পুন- দ্য মর্নিং শো
ড্রামা সিরিজে সেরা সহ-অভিনেতা
- তাদানাবু আসানো- শোগুন
- বিলি ক্রুডআপ- দ্য মর্নিং শো
- মার্ক ডুপ্লাস- দ্য মর্নিং শো
- জন হ্যাম- দ্য মর্নিং শো
- তাকেহিরো হীরা- শোগুন
- জ্যাক লোডেন- ধীর ঘোড়া
- জোনাথন প্রাইস- দ্য ক্রাউন
ড্রামা সিরিজে সেরা সহ-অভিনেত্রী
- ক্রিস্টিন বারানস্কি- দ্য গিল্ডেড এজ
- নিকোল বেহারী- দ্য মর্নিং শো
- এলিজাবেথ ডেবিকি- দ্য ক্রাউন
- গ্রেটা লি- দ্য মর্নিং শো
- লেসলি ম্যানভিল- দ্য ক্রাউন
- কারেন পিটম্যান- দ্য মর্নিং শো
- হল্যান্ড টেলর- দ্য মর্নিং শো
সেরা কমেডি সিরিজ:
- অ্যাবট এলম্যানট্রি
- দ্য বিয়ার
- কার্ব ইয়োর এনথুয়িজম
- হ্যাকস
- ওনলি মার্ডাস ইন দ্য বিল্ডিং
- পাম রয়্যাল
- রিজার্ভেশন ডগ
- হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ
কমেডি সিরিজে সেরা অভিনেতা:
- ম্যাট বেরি- হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ
- ল্যারি ডেভিড- কার্ব ইয়োর এনথুয়িজম
- স্টিভ মার্টিন- ওনলি মার্ডাস ইন দ্য বিল্ডিং
- মার্টিন শর্ট- ওনলি মার্ডাস ইন দ্য বিল্ডিং
- জেরেমি অ্যালেন হোয়াইট- দ্য বিয়ার
- ডি'ফেরাউন উন-এ-তাই - রিজার্ভেশন ডগ
কমেডি সিরিজে সেরা অভিনেত্রী:
- কুইন্টা ব্রুনসন- অ্যাবট এলম্যানট্রি
- আয়ো এদেবিরি- দ্য বিয়ার
- সেলেনা গোমেজ- ওনলি মার্ডাস ইন দ্য বিল্ডিং
- মায়া রুডলফ- লুট
- জিন স্মার্ট- হ্যাকস
- ক্রিস্টেন উইগ- পাম রয়্যাল
'তোমরা ছাড়া আমি বিগ জিরো', কল্কির 1000 কোটির সাফল্যেও মাথা নত প্রভাসের
কমেডি সিরিজে সেরা সহ-অভিনেতা:
- লিওনেল বয়েস- দ্য বিয়ার
- পল ডব্লিউ ডাউনস- হ্যাকস
- এবন মস বসরাচ- দ্য বিয়ার
- পল রুড- ওনলি মার্ডাস ইন দ্য বিল্ডিং
- টাইলার জেমস উইলিয়ামস- অ্যাবট এলম্যানট্রি
- বোয়েন ইয়াং- স্যাটারডে নাইট লাইভ
কমেডি সিরিজে সেরা সহ-অভিনেত্রী:
- ক্যারল বার্নেট- পাম রয়্যাল
- লিজা কোলন-জায়াস- দ্য বিয়ার
- হান্না আইনবাইন্ডার- হ্যাকস
- জেনেল জেমস- অ্যাবট এলম্যানট্রি
- শেরিল লি রাল্ফ- অ্যাবট এলম্যানট্রি
- মেরিল স্ট্রিপ- ওনলি মার্ডাস ইন দ্য বিল্ডিং
সেরা লিমিটেড অথবা অ্যানথোলজি সিরিজ
- বেবি রেইনডিয়ার
- ফারগো
- লেসনস ইন কেমেষ্ট্রি
- রিপলি
- ট্রুলি ডিটেকটিভ: নাইট কান্ট্রি
সেরা টেলিভিশন সিনেমা:
- মিস্টার মঙ্ক'স লাস্ট কেস: আ মঙ্ক মুভি
- রেড, হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু
- কুইজ লেডি
- স্কুপ
- আনফ্রস্টেড
চলতি বছর জানুয়ারিতে এমি পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছিল যোগ্য সম্মান ৷ একবছরের মাথায় আবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হতে চলেছে ৷ কারণ জানুয়ারি যে পুরস্কার দেওয়া হয়েছিল তা 2023 সালের নিরিখে ৷ কারণ সেই সময় অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছিল অভিনেতা-লেখকদের ধর্মঘটের কারণে ৷ 2001 সালে প্রথমবার এমি অ্যাওয়ার্ড সেরেমনি বাতিল করা হয়েছিল ৷