হায়দরাবাদ, 16 জুন: বলিউডের অন্য়তম চর্চিত জুটি হেমামালিনী ও ধর্মেন্দ্র ৷ তাঁদের প্রেম ও সিলভার স্ক্রিন জুটি নিয়ে দর্শকমহলে বরাবর আগ্রহ তুঙ্গে থাকে ৷ সেই জুটিকে কি এবার দেখা যাবে টলিউডে? পরিচালক পারমিতা মুন্সি জানাচ্ছেন, এখানেই আছে বড় টুইস্ট ৷ 'গুহমানব'-এর পর এবার তাঁর পরিচালনায় আসছে 'হেমামালিনী' ৷ এটা পরিচালক পারমিতার দ্বিতীয় ফিচার ফিল্ম ৷
গল্পটা হল, ধর্মেন্দ্র নামে এক চিকিৎসক ও ভুয়ো হেমামালিনীর অন্যরকম ভালোবাসার ৷ পাশাপাশি, একটা প্যারালাল ট্র্যাকে মানিক মুখোপাধ্য়ায় নামের এক পরিচালক 'হেমামালিনী' নামের এক ফিচার ফিল্ম করতে চাইছেন ৷ যদিও ছবি বানানো নিয়ে পরিচালক বেশ দ্বিধাগ্রস্ত ৷
সিনেমা তৈরির নানা অধ্যায়ে, নিউ এজ অ্যাস্ট্রোলজার রোশনি নামের চরিত্রের কাছে পরামর্শ নিতে যান তিনি ৷ এই অ্যাস্ট্রোলজার ও পরিচালকের গল্পের রসায়নও অম্লমধুর। দুই ভিন্ন জুটির রসায়ন কোথায় গিয়ে মিশছে আর কীভাবে মিশে যাচ্ছে, সেখানেই থাকছে চমক ৷ আসলে 'হেমামালিনী' এখানে কোনও ব্যক্তিনামে আটকে নেই ৷ একটা ধারণা ও অধরা অনুভূতির নাম হয়ে ছবির পর্দায় ফুটে উঠতে চলেছে 'হেমামালিনী' ।
চিকিৎসক ধর্মেন্দ্র-র চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে ৷ হেমামালিনী চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন পাপিয়া রাও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চৈতী ঘোষালকে ৷ রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, রোশনি দত্ত, কাঞ্চনা মৈত্র, পাপিয়া অধিকারী, ভাস্বর চট্টোপাধ্যায় ও মুম্বই প্রবাসী হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পিয়ালী মুন্সী।
পরিচালক পারমিতা বলেন, "এই সিনেমার সব চরিত্রই আমার চেনা। তাই নিজেকেও চরিত্র বানিয়ে ফেলেছি। মানিক মুখোপাধ্যায় চরিত্রের জন্য আমার এমন অভিনেতার দরকার ছিল, যার চোখ এই সময়েও পাল্টে দেওয়ার স্বপ্ন দেখে। রাহুলের সেই চোখ আছে। রাহুলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।" ছবির শুটিং শেষ পর্যায়ে ৷ তবে কবে মুক্তি পাবে তা এখনও জানাননি পরিচালক ৷ সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগে বা পরে মুক্তি পেতে পারে 'হেমামালিনী' ৷