হায়দরাবাদ, 3 ফেব্রুয়রি: শুক্রবার সকালে হঠাৎই ছড়িয়ে পড়ে বলিউডের মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর! সার্ভিক্যাল ক্যানসারে মাত্র বত্রিশেই তাঁর মৃত্যু হয়েছে বলে ইনস্টাগ্রামে পোস্ট করেন পুনমের ম্যানেজার। তবে মৃত্যুর খবর যে ভুয়ো ছিল, তা শনিবার খোলসা করে দিয়েছেন পুনম পাণ্ডে নিজেই। ইনস্টাবার্তায় ভুয়ো মৃত্যুসংবাদের কথা কেন জানানো হয়েছিল, তাও জানিয়েছেন 'নাশা' অভিনেত্রী ৷ এই ঘটনায় স্বভাবতই সেলেবদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে মডেল-অভিনেত্রীকে ৷ তবে কটাক্ষের মাঝে পরিচালক রামগোপাল বর্মা পাশে দাঁড়ালেন বিতর্কিত অভিনেত্রীর ৷ এছাড়াও পুনমের এই পাবলিসিটি স্টান্টকে সমর্থন করেছেন জনপ্রিয় পরিচালক ৷
বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়ে বারবারই শিরোনামে এসেছেন পুনম পাণ্ডে। বিতর্কিত অভিনেত্রী হিসেবেই বিনোদন দুনিয়ায় বেশি পরিচিত তিনি। আর এবার সচেতনতা বাড়াতে সার্ভিক্যাল ক্যানসারে নিজের 'মৃত্যুসংবাদ' ঘোষণার মধ্যে দিয়ে আরও একবার বিতর্কের শিরোনামে এলেন অভিনেত্রী। রামগোপাল বর্মা এদিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, "এই ভুয়ো মৃত্যুর সংবাদে প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি যে চরম পদক্ষেপটি করেছেন তাতে আপনি কটাক্ষের শিকার হয়েছেন এবং আপনি এখন বেশ সমালোচিত ৷ তবে কেউ আপনার অভিপ্রায় বা কী উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ সার্ভিকাল ক্যানসার নিয়ে আলোচনা এখন সর্বত্র ট্রেন্ডিং হচ্ছে ৷"
এরপরই পরিচালক তথা প্রযোজক নমস্কারে ইমোজি দিয়েছেন ৷ এরপর তিনি ফের লিখেছেন, "আপনার আত্মা আপনার মতোই সুন্দর ৷ আপনার অনেক দীর্ঘ এবং সুখী জীবন কামনা করছি ৷" উল্লেখ্য, ইনস্টাগ্রামে এক ভিডিয়ো বার্তায় শনিবার পুনম বলেন, "আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আমি মারা যাইনি। কিন্তু দুর্ভাগ্যবশত, এমনটা আমি দেশের আরও শত বা হাজার মহিলার ক্ষেত্রে বলতে পারি না। যাঁরা সার্ভিক্যাল ক্যানসারে তাঁদের প্রাণ হারিয়েছেন।" আরও একটি পোস্টে পুনম বলেছেন, "অকারণে কাঁদানোর জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত সবার কাছে, যাঁদের আমি আঘাত করেছি।"
আরও পড়ুন: