ETV Bharat / entertainment

প্রকাশ্যে বাফটা-র তারিখ, পাশাপাশি সামনে এল কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার - BAFTA and Cannes Film Festival

Updates of Hollywood Award Shows: ইউরোপের প্রেস্টিজিয়াস কান ফিল্ম ফেস্টিভ্যাল ও ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশন (বাফটা) নিয়ে এসেছে নতুন খবর ৷ কবে হবে বাফটা অ্যাওয়ার্ড প্রকাশ্যে তারিখ ৷ পাশাপাশি সামনে এল কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার ৷

Etv Bharat
বাফতা অ্যাওয়ার্ড-কান চলচ্চিত্র উৎসব
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 4:34 PM IST

হায়দরাবাদ, 20 এপ্রিল: হলিউডের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অক্সারের পাশাপাশি আরও ইউরোপের দু'টি সম্মানজনক বিনোদন দুনিয়ার পুরস্কারের সেরা মঞ্চ হল বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ শনিবার একদিকে যেমন সামনে এসেছে ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের তারিখ তেমনই প্রকাশ্যে এসেছে কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার ৷

জানা গিয়েছে, 2025 সালের 15 ফেব্রুয়ারি, রবিবার প্রেস্টিজিয়াস বাফটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে ৷ অন্যদিকে, 14 মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ চলবে 25 মে পর্যন্ত ৷ সেই অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টার এদিন প্রকাশিত হয়েছে ৷ বাফটা অ্যাওয়ার্ড সেরেমনি মূলত অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হওয়ার দু'সপ্তাহ আগে ৷ আগামী বছর অস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজিত হবে 2 মার্চ ৷ তার আগেই আয়োজন করা হয়েছে বাফটা অ্যাওয়ার্ড সেরেমনির ৷

অন্যদিকে, আগামী বছরের 13 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি চলবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল ৷ তার মাঝেই নির্ধারন করা হয়েছে বাফটা অ্যাওয়ার্ড শোয়ের তারিখ ৷ তবে 2025 সালের এই অ্যাওয়ার্ড শো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি ৷ চলতি বছর এই শোয়ের আয়োজন করা হয়েছিল লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৷ প্রি-অস্কার ডেট হিসাবে বাফটা বিনোদন জগতের তারকাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷

ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশনের প্রায় 7,800 সদস্য দীর্ঘ তালিকা থেকে চলচ্চিত্র নির্বাচন করেন ৷ তারপর মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন ৷ সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীদের। হলিউডের সংবাদ সূত্রে খবর, আগামী সপ্তাহে 78তম বাফটা পুরস্কারে সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করা হবে ।

অন্যদিকে, 77তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারটিতে 1991 সালের কান প্রতিযোগিতার বাইরের ছবি 'র‌্যাপসোডি'র মুহূর্ত চিত্রিত করা হয়েছে ৷ জাপানের পরিচালক প্রয়াত আকিরা কুরোসাওয়া এই মাস্টারপিস ছবিটি তৈরি করেছিলেন ৷ এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালের থিম জাপান ৷ ফলে পোস্টারে অভিনব এই প্রয়াস নজর কেড়েছে সকলের ৷

কান-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, জাপানি অ্যানিমেশন স্টুডিও স্টুডিও ঘিবলি (দ্য বয় অ্যান্ড দ্য হেরন, স্পিরিটেড অ্যাওয়ে)-কে সম্মানসূচক পালমে ডি'অর প্রদান করা হবে। এই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা কোনও শিল্পীর পরিবর্তে একটি সংস্থাকে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন

1. ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম

2. দেশের উন্নয়নে কাকে চায় জেন জি, ভিডিয়ো বার্তায় জানালেন কিরণ খের

3. 'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই

হায়দরাবাদ, 20 এপ্রিল: হলিউডের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অক্সারের পাশাপাশি আরও ইউরোপের দু'টি সম্মানজনক বিনোদন দুনিয়ার পুরস্কারের সেরা মঞ্চ হল বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ শনিবার একদিকে যেমন সামনে এসেছে ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের তারিখ তেমনই প্রকাশ্যে এসেছে কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার ৷

জানা গিয়েছে, 2025 সালের 15 ফেব্রুয়ারি, রবিবার প্রেস্টিজিয়াস বাফটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে ৷ অন্যদিকে, 14 মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ চলবে 25 মে পর্যন্ত ৷ সেই অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টার এদিন প্রকাশিত হয়েছে ৷ বাফটা অ্যাওয়ার্ড সেরেমনি মূলত অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হওয়ার দু'সপ্তাহ আগে ৷ আগামী বছর অস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজিত হবে 2 মার্চ ৷ তার আগেই আয়োজন করা হয়েছে বাফটা অ্যাওয়ার্ড সেরেমনির ৷

অন্যদিকে, আগামী বছরের 13 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি চলবে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল ৷ তার মাঝেই নির্ধারন করা হয়েছে বাফটা অ্যাওয়ার্ড শোয়ের তারিখ ৷ তবে 2025 সালের এই অ্যাওয়ার্ড শো কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি ৷ চলতি বছর এই শোয়ের আয়োজন করা হয়েছিল লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ৷ প্রি-অস্কার ডেট হিসাবে বাফটা বিনোদন জগতের তারকাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷

ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশনের প্রায় 7,800 সদস্য দীর্ঘ তালিকা থেকে চলচ্চিত্র নির্বাচন করেন ৷ তারপর মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন ৷ সেখান থেকে বেছে নেওয়া হয় বিজয়ীদের। হলিউডের সংবাদ সূত্রে খবর, আগামী সপ্তাহে 78তম বাফটা পুরস্কারে সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করা হবে ।

অন্যদিকে, 77তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারটিতে 1991 সালের কান প্রতিযোগিতার বাইরের ছবি 'র‌্যাপসোডি'র মুহূর্ত চিত্রিত করা হয়েছে ৷ জাপানের পরিচালক প্রয়াত আকিরা কুরোসাওয়া এই মাস্টারপিস ছবিটি তৈরি করেছিলেন ৷ এই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালের থিম জাপান ৷ ফলে পোস্টারে অভিনব এই প্রয়াস নজর কেড়েছে সকলের ৷

কান-এর তরফে ঘোষণা করা হয়েছে যে, জাপানি অ্যানিমেশন স্টুডিও স্টুডিও ঘিবলি (দ্য বয় অ্যান্ড দ্য হেরন, স্পিরিটেড অ্যাওয়ে)-কে সম্মানসূচক পালমে ডি'অর প্রদান করা হবে। এই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে আলাদা কোনও শিল্পীর পরিবর্তে একটি সংস্থাকে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন

1. ফের পিছিয়ে গেল মুক্তির তারিখ, কবে আসবে 'মেট্রো ইন দিনো'? জানাল ছবি নির্মাতা টিম

2. দেশের উন্নয়নে কাকে চায় জেন জি, ভিডিয়ো বার্তায় জানালেন কিরণ খের

3. 'কবীর সিং' ছবিতে আদিলকে সরাবে এইআই, সন্দীপ রেড্ডির পালটায় বি-টাউনে বাড়ছে ঠান্ডা লড়াই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.