ETV Bharat / entertainment

দীপিকার বেবি বাম্প নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব বেটার-হাফ রণবীরের - RANVEER PRAISES DEEPIKA - RANVEER PRAISES DEEPIKA

Ranveer Perfect Answer to Trollers: দীপিকা পাডুকোনের বেবি বাম্পকে নকল বলে কটাক্ষ ৷ এবার স্ত্রীর পাশে দাঁড়ালেন রণবীর সিং ৷ সোশাল মিডিয়ায় বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করে মজার ছলে সমালোচনার জবাবও দিলেন তিনি ৷ কী লিখলেন বলিউডের বাজিরাও ?

Ranveer Singh
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 1:54 PM IST

হায়দরাবাদ, 26 মে: 'বুড়ি নজর ওয়ালে তেরা মুহ কালা' ৷ দীপিকার বেবি বাম্প নিয়ে সমালোচকদের এই ভাষাতেই মোক্ষম জবাব দিলেন স্বামী রণবীর সিং ৷ প্রথমবার মা-বাবা হতে চলেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷ বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে ৷ কয়েকমাস আগেই সোশাল মিডিয়ায় সেই ঘোষণা করেছেন 'দীপবীর' ৷ আর এই খবর সামনে আসার পর থেকেই দীপিকার বেবি বাম্প নিয়ে কম মাথাব্যথা নেই নেটিজেনদের ৷ সাম্প্রতিক ছবি ও ভিডিয়োতে তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা না-যাওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছিল এই জুটি ৷ নেটিজেনদের একাংশ আবার 'পাঠান' অভিনেত্রীর মাতৃত্বকে ভুয়ো বলেও অ্যাখা দিয়ে বসেন ৷

লোকসভা নির্বাচনে স্বামীর হাত ধরে ভোট দিতে এসেও সমালোচিত হয়েছিলেন দীপিকা ৷ এই ঘটনার কয়েকদিন পরেই নিজের প্রসাধনী ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ ওই অনুষ্ঠানেই হলুদ রঙের লম্বা গাউনে দেখা গিয়েছিল রণবীর-জায়াকে ৷ কানে ছিল মুক্তোর ছোট দুল ৷ আর মুখে হালকা মেকআপ ৷ শরীরী ভাষায় মাতৃত্বের প্রকাশ ঝরে ঝরে পড়ছিল দীপিকার চোখমুখ থেকে ৷ সেই অনুষ্ঠানে স্ত্রী'র বেশ কিছু ছবি শেয়ার করে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রণবীর ৷ সঙ্গে মজার ছলে সমালোচকদেরও বিঁধতে ছাড়েননি তিনি ৷

Deepika Padukone
লম্বা হলুদ গাউনে সুন্দরী দীপিকা (রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম)

আরও পড়ুন: স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো

প্রাণখুলে হাসছেন সুন্দরী দীপিকা ৷ হলুদ পোশাকে স্ত্রী'র ওই ছবি শেয়ার করে ক্যাপশনে রণবীর লেখেন, "মাই সানশাইন !" সঙ্গে হলুদ হৃদয় ইমোজি এঁকে দেন তিনি ৷ দ্বিতীয় ছবিতে সামনের দিকে তাকিয়ে রয়েছেন পদ্মাবত অভিনেত্রী ৷ তাঁর মোহময়ী নজরেই কাত রণবীর ৷ স্ত্রী'র ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, "উফ! কেয়া করু ম্যায়? মার জাউন?" যার বাংলা অনুবাদ, " কী করব আমি? মরে যাবো?" ৷ এখানেই শেষ নয়, মস্তানির আরও একটি ছবি শেয়ার করে বাজিরাও লেখেন, "বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা ৷" যার বাংলা অনুবাদ, "খারাপ নজরে দেখা ব্যক্তিদের মুখ কালো ৷"

Deepika Padukone
দীপিকার ছবি দিয়ে সমালোচকদের মোক্ষম জবাব রণবীরের (রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম)

যদিও একদিকে সমালোচনার মুখোমুখি হলেও অন্যদিকে অনুরাগীরা কিন্তু ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মা-বাবা হতে চলা দীপবীরকে ৷ অনুরাগীদের মতে, রণবীরের শেয়ার করা ছবি ও ক্যাপশন থেকেই স্পষ্ট তিনি কতটা ভালোবাসেন দীপিকাকে ৷ তাই জীবনের এই গুরুত্বপূর্ণ সময় যখন মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন দীপিকা, সমসময় তাঁর পাশে রয়েছেন রণবীর ৷

আরও পড়ুন:দীপিকার 'মস্তানি' নাচে 'দিওয়ানা' অ্যাকাডেমি, কী বললেন রণবীর !

হায়দরাবাদ, 26 মে: 'বুড়ি নজর ওয়ালে তেরা মুহ কালা' ৷ দীপিকার বেবি বাম্প নিয়ে সমালোচকদের এই ভাষাতেই মোক্ষম জবাব দিলেন স্বামী রণবীর সিং ৷ প্রথমবার মা-বাবা হতে চলেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷ বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে ৷ কয়েকমাস আগেই সোশাল মিডিয়ায় সেই ঘোষণা করেছেন 'দীপবীর' ৷ আর এই খবর সামনে আসার পর থেকেই দীপিকার বেবি বাম্প নিয়ে কম মাথাব্যথা নেই নেটিজেনদের ৷ সাম্প্রতিক ছবি ও ভিডিয়োতে তাঁর বেবি বাম্প স্পষ্ট দেখা না-যাওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছিল এই জুটি ৷ নেটিজেনদের একাংশ আবার 'পাঠান' অভিনেত্রীর মাতৃত্বকে ভুয়ো বলেও অ্যাখা দিয়ে বসেন ৷

লোকসভা নির্বাচনে স্বামীর হাত ধরে ভোট দিতে এসেও সমালোচিত হয়েছিলেন দীপিকা ৷ এই ঘটনার কয়েকদিন পরেই নিজের প্রসাধনী ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ ওই অনুষ্ঠানেই হলুদ রঙের লম্বা গাউনে দেখা গিয়েছিল রণবীর-জায়াকে ৷ কানে ছিল মুক্তোর ছোট দুল ৷ আর মুখে হালকা মেকআপ ৷ শরীরী ভাষায় মাতৃত্বের প্রকাশ ঝরে ঝরে পড়ছিল দীপিকার চোখমুখ থেকে ৷ সেই অনুষ্ঠানে স্ত্রী'র বেশ কিছু ছবি শেয়ার করে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রণবীর ৷ সঙ্গে মজার ছলে সমালোচকদেরও বিঁধতে ছাড়েননি তিনি ৷

Deepika Padukone
লম্বা হলুদ গাউনে সুন্দরী দীপিকা (রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম)

আরও পড়ুন: স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো

প্রাণখুলে হাসছেন সুন্দরী দীপিকা ৷ হলুদ পোশাকে স্ত্রী'র ওই ছবি শেয়ার করে ক্যাপশনে রণবীর লেখেন, "মাই সানশাইন !" সঙ্গে হলুদ হৃদয় ইমোজি এঁকে দেন তিনি ৷ দ্বিতীয় ছবিতে সামনের দিকে তাকিয়ে রয়েছেন পদ্মাবত অভিনেত্রী ৷ তাঁর মোহময়ী নজরেই কাত রণবীর ৷ স্ত্রী'র ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, "উফ! কেয়া করু ম্যায়? মার জাউন?" যার বাংলা অনুবাদ, " কী করব আমি? মরে যাবো?" ৷ এখানেই শেষ নয়, মস্তানির আরও একটি ছবি শেয়ার করে বাজিরাও লেখেন, "বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা ৷" যার বাংলা অনুবাদ, "খারাপ নজরে দেখা ব্যক্তিদের মুখ কালো ৷"

Deepika Padukone
দীপিকার ছবি দিয়ে সমালোচকদের মোক্ষম জবাব রণবীরের (রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম)

যদিও একদিকে সমালোচনার মুখোমুখি হলেও অন্যদিকে অনুরাগীরা কিন্তু ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মা-বাবা হতে চলা দীপবীরকে ৷ অনুরাগীদের মতে, রণবীরের শেয়ার করা ছবি ও ক্যাপশন থেকেই স্পষ্ট তিনি কতটা ভালোবাসেন দীপিকাকে ৷ তাই জীবনের এই গুরুত্বপূর্ণ সময় যখন মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন দীপিকা, সমসময় তাঁর পাশে রয়েছেন রণবীর ৷

আরও পড়ুন:দীপিকার 'মস্তানি' নাচে 'দিওয়ানা' অ্যাকাডেমি, কী বললেন রণবীর !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.