ETV Bharat / entertainment

সত্যজিৎ রায়ের জন্মদিনে হাজির 'অপরাজিত'র চিত্রনাট্য - Satyajit Ray Birth Anniversary - SATYAJIT RAY BIRTH ANNIVERSARY

Satyajit Ray Birth Anniversary: সত্যজিৎ রায়ের 103তম জন্মদিনে তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতে প্রকাশিত হল তাঁর জীবন নিয়ে তৈরি অনীক দত্তের ফিল্ম 'অপরাজিত'র চিত্রনাট্য সম্বলিত বই ৷

ETV BHARAT
ETV BHARAT (ETV BHARAT)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 12:42 PM IST

কলকাতা, 3 মে: অনীক দত্তের 'অপরাজিত' সফল ৷ আর এই সাফল্যের পর ছবির প্রযোজনা সংস্থা 'ফ্রেন্ডস কমিউনিকেশন' নিয়ে এল 'চিত্রনাট্য ও অন্যান্য' শীর্ষক একটি বই । যার মধ্যে রয়েছে এই ছবির গোটা চিত্রনাট্য । সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকীতে তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতেই অনুষ্ঠিত হয় এই বই প্রকাশের অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সন্দীপ রায়, পরিচালক অনীক দত্ত, প্রযোজক ফিরদৌসুল হাসান ও অভিনেতা জিতু কামাল ।

পরিচালক অনীক দত্ত এ দিন বলেন, “আমি তাঁর সব সিনেমা দেখে বড় হয়েছি যা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আরও বেশি সিনেমা দেখতে শিখিয়েছে । তাই, যখন আমি একটি জীবনীমূলক গল্পের চিত্রগ্রহণের কথা ভেবেছিলাম, তখন স্বাভাবিকভাবেই উস্তাদ আমার একমাত্র পছন্দ ছিল । তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের সঙ্গে দ্বন্দ্ব শুরু করলাম, আমি কি যোগ্য ? তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে, তাঁর প্রথম ছবি 'পথের পাঁচালী' তৈরির অদম্য যাত্রা, কীভাবে এটি সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এবং অবশেষে বাংলা সিনেমাকে বিশ্বের মানচিত্রে স্থান দেয়, এটিই হবে আমার চলচ্চিত্রের বিষয় ।"

নিজের আনন্দ ভাগ করে নিয়ে প্রযোজক ফেরদৌসুল হাসান বলেন, ‘‘আগে এফএফএসআই (ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া) আমাদের 'ময়ূরাক্ষী' ছবির স্ক্রিপ্ট প্রকাশ করেছিল । 'অপরাজিত' সিনেমা, টেলিভিশন এবং ওটিটিতে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে । এখন চিত্রনাট্য নিয়ে অনেকেরই আগ্রহ । আমরা মনে করি ছবির চিত্রনাট্য পাঠককে ছবিটির প্রতি আরও আগ্রহী করে তুলবে ।”

এই বইটিতে সম্পূর্ণ ফিল্মের স্ক্রিপ্ট ছাড়াও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত রিভিউ এবং শুটিং স্থিরচিত্র রয়েছে ।"

আরও পড়ুন:

  1. সত্যজিৎ রায়ের জন্মদিনে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আজও জনসমাগম
  2. আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে সিনেম্যাটিক বানিয়েছিলেন সত্যজিৎ রায়; স্মৃতিতে ভাসলেন ‘তোপসে’
  3. জন্মদিনে বাবাকে যাঁরা মালা দিতে আসেন তাঁদের 95 শতাংশকেই আমরা চিনি না: সন্দীপ রায়

কলকাতা, 3 মে: অনীক দত্তের 'অপরাজিত' সফল ৷ আর এই সাফল্যের পর ছবির প্রযোজনা সংস্থা 'ফ্রেন্ডস কমিউনিকেশন' নিয়ে এল 'চিত্রনাট্য ও অন্যান্য' শীর্ষক একটি বই । যার মধ্যে রয়েছে এই ছবির গোটা চিত্রনাট্য । সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকীতে তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতেই অনুষ্ঠিত হয় এই বই প্রকাশের অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সন্দীপ রায়, পরিচালক অনীক দত্ত, প্রযোজক ফিরদৌসুল হাসান ও অভিনেতা জিতু কামাল ।

পরিচালক অনীক দত্ত এ দিন বলেন, “আমি তাঁর সব সিনেমা দেখে বড় হয়েছি যা আমাকে অনুপ্রাণিত করেছে এবং আরও বেশি সিনেমা দেখতে শিখিয়েছে । তাই, যখন আমি একটি জীবনীমূলক গল্পের চিত্রগ্রহণের কথা ভেবেছিলাম, তখন স্বাভাবিকভাবেই উস্তাদ আমার একমাত্র পছন্দ ছিল । তাঁর জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের সঙ্গে দ্বন্দ্ব শুরু করলাম, আমি কি যোগ্য ? তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে, তাঁর প্রথম ছবি 'পথের পাঁচালী' তৈরির অদম্য যাত্রা, কীভাবে এটি সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এবং অবশেষে বাংলা সিনেমাকে বিশ্বের মানচিত্রে স্থান দেয়, এটিই হবে আমার চলচ্চিত্রের বিষয় ।"

নিজের আনন্দ ভাগ করে নিয়ে প্রযোজক ফেরদৌসুল হাসান বলেন, ‘‘আগে এফএফএসআই (ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া) আমাদের 'ময়ূরাক্ষী' ছবির স্ক্রিপ্ট প্রকাশ করেছিল । 'অপরাজিত' সিনেমা, টেলিভিশন এবং ওটিটিতে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে । এখন চিত্রনাট্য নিয়ে অনেকেরই আগ্রহ । আমরা মনে করি ছবির চিত্রনাট্য পাঠককে ছবিটির প্রতি আরও আগ্রহী করে তুলবে ।”

এই বইটিতে সম্পূর্ণ ফিল্মের স্ক্রিপ্ট ছাড়াও চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত রিভিউ এবং শুটিং স্থিরচিত্র রয়েছে ।"

আরও পড়ুন:

  1. সত্যজিৎ রায়ের জন্মদিনে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আজও জনসমাগম
  2. আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে সিনেম্যাটিক বানিয়েছিলেন সত্যজিৎ রায়; স্মৃতিতে ভাসলেন ‘তোপসে’
  3. জন্মদিনে বাবাকে যাঁরা মালা দিতে আসেন তাঁদের 95 শতাংশকেই আমরা চিনি না: সন্দীপ রায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.