ETV Bharat / entertainment

'রং বরসে...' হোলি সেলিব্রেশন তারকাদের, শুভেচ্ছা অনুরাগীদের - Celeb Holi Celebration - CELEB HOLI CELEBRATION

Bollywood Celeb Holi Celebration 2024: সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকার পাশাপাশি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৷ প্রথমবার রঙের খেলায় মাতলে সিদ্ধার্থ-কিয়ারাও ৷

Celeb Holi Celebration
হোলি উদযাপন তারকাদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 12:56 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: লেটস প্লে হোলি ৷ এই মুডেই এখন রয়েছেন ফিল্মি দুনিয়ার তারকারা ৷ সিনেপ্রেমী ও অনুরাগীদের দোল বা হোলির শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা ৷ অকায়কে নিয়ে প্রথম দোল উৎসব যাপন করছেন অনুষ্কা শর্মা ৷ আলিয়া ভাট, সারা আলি খান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রামচরণ সকলকে জানিয়েছেন দোলের শুভেচ্ছা ৷ বিয়ের পর প্রথম দোল উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷

দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর প্রায় দুমাস সোশাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন না মা অনুষ্কা শর্মা ৷ দোলের শুভেচ্ছা নিয়ে তিনি ফিরলেন ভার্চুয়াল দুনিয়ায় ৷ 15 ফেব্রুয়ারি অনুষ্কা ও ক্রিকেটার বিরাট কোহলির ঘরে এসেছে পুত্র সন্তান অকায় ৷ জন্মের পাঁচদিন পর সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে তারকা দম্পতি ৷ তারপর থেকেই আর কোনও পোস্ট দেখা যায়নি অনুষ্কার ৷ হোলির দিন ইন্সটাগ্রাম স্টোরিজে গ্রাফিকাল পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন এনএইচ টেন অভিনেত্রী ৷

অন্যদিকে, 'পুষ্পা' স্টার আল্লু আর্জুন সোশাল হ্যান্ডেলে কালারফুল পোস্টার শেয়ার করেছেন ৷ সকলকে জানিয়েছেন হ্যাপি হোলি ৷ অন্যদিকে আলিয়া ভাটও একটি আকাশে রামধনু ওঠা একটি ছবি পোস্ট করেছেন ৷ পাশাপাশি অভিনেতা কার্তিক আরিয়ানও শুটিং সেট থেকে সকলকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ সঙ্গে শেয়ার করেছেন 'ভুল ভুলাইয়া 2' শুটিং সেটের ছবিও ৷ যেখানে দেখা গিয়েছে ভোর পাঁচটা নাগাদ সেটের সকল ক্রু সদস্যরা হোলির উৎসবে মেতে উঠেছেন ৷ শুধু তাই নয়, সকলের পরনে ছিল 'ভুল ভুলাইয়া 2' লেখা পোশাক ৷

পাশাপাশি, কালারফুল শাড়ি পরে হোলির শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান ৷ অন্যদিকে, বিয়ের পর প্রথম দোল উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷ সিনেমার দিকে নজর দিলে কিছুদিন আগে অনুষ্কা শেষ করেছেন 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং ৷ 2018 সালে মুক্তি পাওয়া 'জিরো'-র পর আবারও অভিনেত্রীকে দেখা যাবে বড়পর্দায় ৷ আলিয়ার হাতে রয়েছে ফারহান আখতারের 'জী লে জারা' ৷ ছবির শুটিং যদিও এখনও শুরু হয়নি ৷ অন্যদিকে, দক্ষিণী তারকা অর্জুনের 'পুষ্পা 2' মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে ৷

আরও পড়ুন

1. অনন্যাকে আনন্দ দেয় এই দুটি জায়গা, গোপন তথ্য ফাঁস নায়িকার

2. রঙের উৎসবে নিজেকে ফ্যাশনেবল রাখবেন কীভাবে, টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার

3. আসছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো', কবে থেকে স্ট্রিমিং ওটিটিতে ?

হায়দরাবাদ, 25 মার্চ: লেটস প্লে হোলি ৷ এই মুডেই এখন রয়েছেন ফিল্মি দুনিয়ার তারকারা ৷ সিনেপ্রেমী ও অনুরাগীদের দোল বা হোলির শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা ৷ অকায়কে নিয়ে প্রথম দোল উৎসব যাপন করছেন অনুষ্কা শর্মা ৷ আলিয়া ভাট, সারা আলি খান, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রামচরণ সকলকে জানিয়েছেন দোলের শুভেচ্ছা ৷ বিয়ের পর প্রথম দোল উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷

দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর প্রায় দুমাস সোশাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন না মা অনুষ্কা শর্মা ৷ দোলের শুভেচ্ছা নিয়ে তিনি ফিরলেন ভার্চুয়াল দুনিয়ায় ৷ 15 ফেব্রুয়ারি অনুষ্কা ও ক্রিকেটার বিরাট কোহলির ঘরে এসেছে পুত্র সন্তান অকায় ৷ জন্মের পাঁচদিন পর সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে খুশির খবর শেয়ার করে তারকা দম্পতি ৷ তারপর থেকেই আর কোনও পোস্ট দেখা যায়নি অনুষ্কার ৷ হোলির দিন ইন্সটাগ্রাম স্টোরিজে গ্রাফিকাল পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন এনএইচ টেন অভিনেত্রী ৷

অন্যদিকে, 'পুষ্পা' স্টার আল্লু আর্জুন সোশাল হ্যান্ডেলে কালারফুল পোস্টার শেয়ার করেছেন ৷ সকলকে জানিয়েছেন হ্যাপি হোলি ৷ অন্যদিকে আলিয়া ভাটও একটি আকাশে রামধনু ওঠা একটি ছবি পোস্ট করেছেন ৷ পাশাপাশি অভিনেতা কার্তিক আরিয়ানও শুটিং সেট থেকে সকলকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন ৷ সঙ্গে শেয়ার করেছেন 'ভুল ভুলাইয়া 2' শুটিং সেটের ছবিও ৷ যেখানে দেখা গিয়েছে ভোর পাঁচটা নাগাদ সেটের সকল ক্রু সদস্যরা হোলির উৎসবে মেতে উঠেছেন ৷ শুধু তাই নয়, সকলের পরনে ছিল 'ভুল ভুলাইয়া 2' লেখা পোশাক ৷

পাশাপাশি, কালারফুল শাড়ি পরে হোলির শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান ৷ অন্যদিকে, বিয়ের পর প্রথম দোল উদযাপন করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি ৷ সিনেমার দিকে নজর দিলে কিছুদিন আগে অনুষ্কা শেষ করেছেন 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং ৷ 2018 সালে মুক্তি পাওয়া 'জিরো'-র পর আবারও অভিনেত্রীকে দেখা যাবে বড়পর্দায় ৷ আলিয়ার হাতে রয়েছে ফারহান আখতারের 'জী লে জারা' ৷ ছবির শুটিং যদিও এখনও শুরু হয়নি ৷ অন্যদিকে, দক্ষিণী তারকা অর্জুনের 'পুষ্পা 2' মুক্তি পাবে চলতি বছরের মাঝামাঝি সময়ে ৷

আরও পড়ুন

1. অনন্যাকে আনন্দ দেয় এই দুটি জায়গা, গোপন তথ্য ফাঁস নায়িকার

2. রঙের উৎসবে নিজেকে ফ্যাশনেবল রাখবেন কীভাবে, টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার

3. আসছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো', কবে থেকে স্ট্রিমিং ওটিটিতে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.