হায়দরাবাদ, 9 অগস্ট: প্যারিস অলিম্পিকসে প্রথম রূপো আনলেন নীরজ চোপড়া ৷ পুরুষদের জ্যাভলিন ফাইনালে ঘরে এল রূপো নীরজের হাত ধরে ৷ নীরজের জয়ে উচ্ছ্বসিত ভারতবাসী ৷ সোশাল মিডিয়ায় বয়ে গিয়েছে শুভেচ্ছা বন্যা ৷ সকলেই সোনার ছেলেকে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ তালিকায় রয়েছেন একাধিক বলিউড তারকা যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন চোপড়াকে ৷
অলিম্পিকসে রূপো পদক জয়ের পর সংসবাদ সংস্থাকে নীরজ বলেন, "দেশের জন্য যখনই পদক জিতি খুশি হই ৷ এবার সময় এসেছে এই খেলাকে আরও উন্নত করার জন্য ৷ আমরা বসে এই খেলা নিয়ে আলোচনা করি ৷" এরপর অলিম্পিকসে ভারতের ভবিষ্যত প্রসঙ্গে নীরজ বলেন, "প্যারিস অলিম্পিকসে ভারত ভালো খেলছে ৷ আমাদের জাতীয় সঙ্গীত এখনও বাজেনি ঠিক কথা কিন্তু ভবিষ্যতে তা শোনা যাবে ৷" এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকসে মোট পাঁচটি পদক এসেছে ভারতের ঝুলিতে ৷
এদিকে, স্টার অ্যাথলেটের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ভিকি কৌশল লিখেছেন, "এই সিজনের সেরা পারফর্ম্যান্স ৷ তুমি সবসময় আমাদের গর্বিত কর নীরজ চোপড়া ৷" অভিনেতা আর মাধবন সোশাল মিডিয়ায় শেয়ার করেন পুরুষদের জ্যাভলিন বিভাগের স্কোর বোর্ড ৷ থ্রি ইডিয়টস অভিনেতা শুধু নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানাননি ৷ তিনি জ্যাভলিনে সোনাজয়ী পাকিস্তানের খেলোয়াড় আরশাদ নাদিমকেও শুভেচ্ছা জানিয়েছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "কী দারুণ খেলা ছিল ৷ অলিম্পিকসে রেকর্ড গড়ার জন্য অভিনন্দন আরশাদ নাদিম ৷ নীরজ চোপড়া তোমাকে অভিনন্দন রূপো জয়ের জন্য ৷"
অভিনেত্রী রাকুলপ্রীত সিং নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "ওয়াও! নীরজ ৷ তুমি করে দেখালে আবার ৷ অভিনন্দন দ্বিতীয়বার অলিম্পিকসে পদক জয়ের জন্য ৷ ভারত আজ তোমার জন্য গর্বিত ৷" অভিনেত্রী মালাইকা অরোরা প্যারিসে রয়েছেন ৷ তিনি মাঠে বসে এই খেলা দেখেছেন ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি একাধিক ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "আমার ভারতের জন্য সত্যিই আজকে গর্বের দিন ৷ আর নীরজ চোপরার খেলা সরাসরি দেখার অনুভূতিই আলাদা ৷"
অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্তা ইয়েভেস ডু মানোইর স্টেডিয়াম থেকে পোস্ট করেন ৷ তিনিও এই খেলার সাক্ষী ছিলেন ৷ স্বামী তথা খেলোয়াড় মহেশ ভূপতির ও মেয়ে সাইরার সঙ্গে তিনি মাঠে গিয়েছিলেন খেলা দেখতে ৷ বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, "অসাধারণ অভিজ্ঞতা ৷ অসাধারণ একটা রাত ৷ চ্যাম্পিয়ন নীরজ চোপড়া অসাধারণ ৷ ভারতীয় হিসাবে গর্বিত ৷"