ETV Bharat / entertainment

19 বছর পর ডিজিটালে সঞ্জয়লীলা বনশালির 'ব্ল্যাক' ম্যাজিক - Sanjay Leela Bhansali

Black on Netflix: 19 বছর পর ডিজিটাল পর্দায় সঞ্জয়লীলা বনশালির 'ব্ল্যাক' ৷ রবিবার সোশাল মিডিয়ায় জানালেন অমিতাভ বচ্চন ৷

Etv Bharat
ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেল 'ব্ল্যাক'
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 6:49 PM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: ছবিতে অন্ধকার থেকে আলোর উৎস খোঁজার পথ দেখিয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি ৷ 2005-এ মুক্তি পাওয়া তাঁর 'ব্ল্যাক' ছবিটি এবার ডিজিটালে ৷ মুক্তির 19 বছর পর ওভার দ্য টপ প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল 'ব্ল্যাক' ৷ রবিবার সোশাল মিডিয়ায় খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন মেগাস্টার অমিতাভ বচ্চন ৷

'বিগ বি' সোশাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন, "ব্ল্যাক মুক্তি পেয়েছে 19 বছর হয়ে গেল ৷ আজ প্রথমবার এই ছবির ডিজিটাল জার্নি শুরু হতে চলেছে ৷ নেটফ্লিক্সে আসছে 'ব্ল্যাক' ৷ দেবরাজ ও মিশেলের জার্নি আমাদের সকলের কাচে অনুপ্রেরণামূলক ছিল ৷ আশা করি বর্তমানেও এই ছবি সকলকে শক্তি জোগাবে ৷" 19 বছর আগে 4 ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'ব্ল্যাক' মুক্তি পর্দায় সিলভার স্ক্রিনে ৷ হেলেন কেলারের জীবনী অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্যায়কে ৷ রানিকে দেখা যায় দৃষ্টিহীন ও বধির হেলেন কেলারের চরিত্রে ৷ অন্যদিকে 'বিগ বি'কে দেখা যায় শিক্ষক দেবরাজের চরিত্রে ৷

এই ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে অমিতাভ দ্বিতীয়বারের জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছিলেন ৷ পাশাপাশি ছবির ঝুলিতে আসে দু'টি জাতীয় পুরস্কার ৷ প্রথমটি সেরা হিন্দি ফিচার ফিল্ম বিভাগে, দ্বিতীয়টি আসে কস্টিউম ডিজাইনের জন্য ৷ ছবির কস্টিউম ডিজাইনের দায়িত্বে ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায় ৷ প্রায় দু-দশক পর ডিজিটাল দুনিয়ায় এই ছবির মুক্তি ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷ যাঁরা সেই সময় প্রেক্ষাগৃহে দেখেননি বা যাঁরা শুধু বইয়ের পাতায় হেলেন কেলারের গল্প পড়েছেন, তাঁদের কাছে এই ছবি ফের রূপোলি পর্দায় দেখার সুযোগ পাওয়া একটা বড় বিষয় ৷

অন্যদিকে, বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ খুব শীঘ্রই আসতে চলেছে নেটফ্লিক্সে ৷ কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' সিরিজের টিজার ৷ মণীষা কৈরালা, রিচা শর্মা, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা অভিনীত এই সিরিজ লার্জার দ্যান লাইফ হতে চলেছে বলে অনুমান অনুরাগীদের ৷

আরও পড়ুন:

1. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

2. লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ

3. মৃত্যুর খবর রটিয়ে ক্যানসার সচেতনতার প্রচার, পুনমকাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: ছবিতে অন্ধকার থেকে আলোর উৎস খোঁজার পথ দেখিয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি ৷ 2005-এ মুক্তি পাওয়া তাঁর 'ব্ল্যাক' ছবিটি এবার ডিজিটালে ৷ মুক্তির 19 বছর পর ওভার দ্য টপ প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেল 'ব্ল্যাক' ৷ রবিবার সোশাল মিডিয়ায় খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন মেগাস্টার অমিতাভ বচ্চন ৷

'বিগ বি' সোশাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন, "ব্ল্যাক মুক্তি পেয়েছে 19 বছর হয়ে গেল ৷ আজ প্রথমবার এই ছবির ডিজিটাল জার্নি শুরু হতে চলেছে ৷ নেটফ্লিক্সে আসছে 'ব্ল্যাক' ৷ দেবরাজ ও মিশেলের জার্নি আমাদের সকলের কাচে অনুপ্রেরণামূলক ছিল ৷ আশা করি বর্তমানেও এই ছবি সকলকে শক্তি জোগাবে ৷" 19 বছর আগে 4 ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'ব্ল্যাক' মুক্তি পর্দায় সিলভার স্ক্রিনে ৷ হেলেন কেলারের জীবনী অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্যায়কে ৷ রানিকে দেখা যায় দৃষ্টিহীন ও বধির হেলেন কেলারের চরিত্রে ৷ অন্যদিকে 'বিগ বি'কে দেখা যায় শিক্ষক দেবরাজের চরিত্রে ৷

এই ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে অমিতাভ দ্বিতীয়বারের জন্য জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছিলেন ৷ পাশাপাশি ছবির ঝুলিতে আসে দু'টি জাতীয় পুরস্কার ৷ প্রথমটি সেরা হিন্দি ফিচার ফিল্ম বিভাগে, দ্বিতীয়টি আসে কস্টিউম ডিজাইনের জন্য ৷ ছবির কস্টিউম ডিজাইনের দায়িত্বে ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায় ৷ প্রায় দু-দশক পর ডিজিটাল দুনিয়ায় এই ছবির মুক্তি ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷ যাঁরা সেই সময় প্রেক্ষাগৃহে দেখেননি বা যাঁরা শুধু বইয়ের পাতায় হেলেন কেলারের গল্প পড়েছেন, তাঁদের কাছে এই ছবি ফের রূপোলি পর্দায় দেখার সুযোগ পাওয়া একটা বড় বিষয় ৷

অন্যদিকে, বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ খুব শীঘ্রই আসতে চলেছে নেটফ্লিক্সে ৷ কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' সিরিজের টিজার ৷ মণীষা কৈরালা, রিচা শর্মা, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা অভিনীত এই সিরিজ লার্জার দ্যান লাইফ হতে চলেছে বলে অনুমান অনুরাগীদের ৷

আরও পড়ুন:

1. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

2. লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ

3. মৃত্যুর খবর রটিয়ে ক্যানসার সচেতনতার প্রচার, পুনমকাণ্ডে পুলিশের দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.