ETV Bharat / entertainment

আমার পর একমাত্র মিঠুনই বাংলা থেকে মুম্বইয়ে জায়গাটা পাকা করেছে:বিশ্বজিৎ - Biswajit Praises Mithun - BISWAJIT PRAISES MITHUN

মিঠুন দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় গর্বিত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ তিনি ইটিভি ভারতকে বললেন, তাঁর পর একমাত্র মিঠুনই বাংলা থেকে মুম্বইয়ে গিয়ে জায়গাটা পাকা করেছেন ৷

ETV BHARAT
মিঠুনের প্রশংসায় দরাজ বিশ্বজিৎ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 4, 2024, 2:00 PM IST

কলকাতা, 4 অক্টোবর: তাঁর পরে মিঠুন চক্রবর্তীই একমাত্র সুপারস্টার, যিনি কলকাতা থেকে মুম্বই গিয়ে নিজের জায়গাটা পাকাপাকিভাবে মজবুত করেছেন । এমনটাই মনে করেন প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পাওয়া নিয়ে বিশ্বজিৎ ইটিভি ভারতকে বললেন, মিঠুন একটা দৃষ্টান্ত ৷ তাঁর জন্য গর্ব হয় ৷

আগামী 8 অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'দাদাসাহেব ফালকে' পুরস্কার হাতে উঠবে সর্বকালের সেরা সুপারস্টার মিঠুন চক্রবর্তীর । ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি এবং বিকাশে অসামান্য অবদান রাখার কারণে এই পুরস্কার দেওয়া হবে তাঁকে । খবরটি ঘোষণা হওয়ার পর থেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন শিল্পী থেকে সাধারণ জনতা । ইটিভি ভারতের মারফতই তাঁকে প্রথম শুভেচ্ছা জানান সুপারস্টারের অভিনয় জীবনের প্রথম নায়িকা মমতা শঙ্কর । শুভেচ্ছা জানাতে ভুললেন না আরেক সুপারস্টার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও ।

ইটিভি ভারতের সঙ্গে কথায় কথায় নিজের আনন্দের কথা ভাগ করে নিয়েছেন প্রবীণ অভিনেতা । বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "একটু দেরি হল । তবে, অনেকদিন পর কথা বলে ভালো লাগল মিঠুনের সঙ্গে । আমি মিঠুনকে গতকাল মুম্বই থেকে ফোন করে ওঁকে শুভেচ্ছা জানিয়েছি দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য ৷ একেবারে যোগ্য ব্যক্তিকে দেওয়া হচ্ছে পুরস্কারটা । শুধু বাংলার নয়, সারা ভারতের মুখ উজ্জ্বল করেছে মিঠুন । ইচ্ছা আর নিষ্ঠা থাকলে সবই সম্ভব, তা প্রমাণ করেছে মিঠুন । সে পথ দেখায় নতুনদের ।"

মিঠুন নিজে একটা দৃষ্টান্ত বলে মনে করেন বিশ্বজিৎ ৷ তাঁর কথায়, "ও আসলে একটা উদাহরণ । কীভাবে জিরো থেকে সুপারস্টার হওয়া যায়, তা মিঠুন দেখিয়ে দিয়েছে । কীভাবে গলি থেকে রাজপ্রাসাদে পৌঁছনো যায় তাও মিঠুনই দেখালো । আমি ওকে নিয়ে গর্ব অনুভব করি । আমার পরে বাংলা থেকে ওই একমাত্র স্টার যে মুম্বইতে এসে নিজের জায়গাটা পাকাপাকিভাবে মজবুত করেছে । ওকে নিয়ে আমার সত্যিই গর্ব হয় ।"

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, "ওকে আমি নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসি । ওর ডেডিকেশন আমাকে বরাবরই মুগ্ধ করে । শুনলাম খুব অসুস্থ মিঠুন । ভাঙা হাত নিয়ে শুটিং করছে ! এই হল নিষ্ঠা ৷ এই হল কাজের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের পরিচয় । মিঠুন পথ দেখিয়ে দিচ্ছে আগামীকে, কীভাবে কাজের প্রতি সৎ ও দায়িত্ববান থাকতে হয় ৷ অনেক আশীর্বাদ ওকে । আবারও বলব, খুব গর্ব অনুভব করি ওকে নিয়ে ।"

কলকাতা, 4 অক্টোবর: তাঁর পরে মিঠুন চক্রবর্তীই একমাত্র সুপারস্টার, যিনি কলকাতা থেকে মুম্বই গিয়ে নিজের জায়গাটা পাকাপাকিভাবে মজবুত করেছেন । এমনটাই মনে করেন প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পাওয়া নিয়ে বিশ্বজিৎ ইটিভি ভারতকে বললেন, মিঠুন একটা দৃষ্টান্ত ৷ তাঁর জন্য গর্ব হয় ৷

আগামী 8 অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'দাদাসাহেব ফালকে' পুরস্কার হাতে উঠবে সর্বকালের সেরা সুপারস্টার মিঠুন চক্রবর্তীর । ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি এবং বিকাশে অসামান্য অবদান রাখার কারণে এই পুরস্কার দেওয়া হবে তাঁকে । খবরটি ঘোষণা হওয়ার পর থেকেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন শিল্পী থেকে সাধারণ জনতা । ইটিভি ভারতের মারফতই তাঁকে প্রথম শুভেচ্ছা জানান সুপারস্টারের অভিনয় জীবনের প্রথম নায়িকা মমতা শঙ্কর । শুভেচ্ছা জানাতে ভুললেন না আরেক সুপারস্টার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও ।

ইটিভি ভারতের সঙ্গে কথায় কথায় নিজের আনন্দের কথা ভাগ করে নিয়েছেন প্রবীণ অভিনেতা । বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "একটু দেরি হল । তবে, অনেকদিন পর কথা বলে ভালো লাগল মিঠুনের সঙ্গে । আমি মিঠুনকে গতকাল মুম্বই থেকে ফোন করে ওঁকে শুভেচ্ছা জানিয়েছি দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য ৷ একেবারে যোগ্য ব্যক্তিকে দেওয়া হচ্ছে পুরস্কারটা । শুধু বাংলার নয়, সারা ভারতের মুখ উজ্জ্বল করেছে মিঠুন । ইচ্ছা আর নিষ্ঠা থাকলে সবই সম্ভব, তা প্রমাণ করেছে মিঠুন । সে পথ দেখায় নতুনদের ।"

মিঠুন নিজে একটা দৃষ্টান্ত বলে মনে করেন বিশ্বজিৎ ৷ তাঁর কথায়, "ও আসলে একটা উদাহরণ । কীভাবে জিরো থেকে সুপারস্টার হওয়া যায়, তা মিঠুন দেখিয়ে দিয়েছে । কীভাবে গলি থেকে রাজপ্রাসাদে পৌঁছনো যায় তাও মিঠুনই দেখালো । আমি ওকে নিয়ে গর্ব অনুভব করি । আমার পরে বাংলা থেকে ওই একমাত্র স্টার যে মুম্বইতে এসে নিজের জায়গাটা পাকাপাকিভাবে মজবুত করেছে । ওকে নিয়ে আমার সত্যিই গর্ব হয় ।"

বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, "ওকে আমি নিজের ছোট ভাইয়ের মতোই ভালোবাসি । ওর ডেডিকেশন আমাকে বরাবরই মুগ্ধ করে । শুনলাম খুব অসুস্থ মিঠুন । ভাঙা হাত নিয়ে শুটিং করছে ! এই হল নিষ্ঠা ৷ এই হল কাজের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের পরিচয় । মিঠুন পথ দেখিয়ে দিচ্ছে আগামীকে, কীভাবে কাজের প্রতি সৎ ও দায়িত্ববান থাকতে হয় ৷ অনেক আশীর্বাদ ওকে । আবারও বলব, খুব গর্ব অনুভব করি ওকে নিয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.