ETV Bharat / entertainment

লতার পাশে বসে নিজের প্রথম হিন্দি ছবি দেখেছিলেন, সুরসম্রাজ্ঞীর স্মৃতিচারণায় বিশ্বজিৎ - বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

Biswajit Chatterjee on Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের সঙ্গে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বহু সুখস্মৃতি রয়েছে ৷ সুরসম্রাজ্ঞীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকীর রাতে ইটিভি ভারতের প্রতিনিধি নবনীতা দত্তগুপ্তের সঙ্গে সেইসব দিনের স্মৃতিচারণা করলেন অভিনেতা ৷

Etv Bharat
লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 11:28 AM IST

Updated : Feb 7, 2024, 12:37 PM IST

লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শুনল ইটিভি ভারত

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সিনেমার প্রিমিয়ারে প্রথমবার লতা মঙ্গেশকরের দেখা পেয়েছিলেন বাংলার অন্যতম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ মুম্বইতে অভিনেতাকে প্রথমবার দেখেই সুরসম্রাজ্ঞী বলেছিলেন,"তুমি এখানকার অভিনেতাদের থেকে একেবারে আলাদা । তুমি এখানেও স্টার হবে ।" আর হয়েছিলও তাই । 'বিশ সাল বাদ'-এর পর থেকে 'বিন বাদল বরসাত', 'কোহরা', 'এপ্রিল ফুল', 'ক্যায়সে কহু', 'পরদেশি'-সহ অগণিত হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি । প্রকৃত গুণী মানুষদের দূরদৃষ্টি এরকমই শক্তিশালী হয় । সুরসম্রাজ্ঞীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকীর রাতে মুম্বই থেকে ফোনে লতা জী'র সঙ্গে স্মৃতির ঝাঁপি খুললেন কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ।

বলতে শুরু করলেন অভিনেতা, সালটা 1962 ৷ বলিউডে আমার প্রথম ছবি 'বিশ সাল বাদ'-এর প্রিমিয়ারে এসেছিলেন লতা মঙ্গেশকর । উনি আমার পাশে বসেই দেখেছিলেন পুরো ছবিটা । আমার এক পাশে লতা মঙ্গেশকর আর অন্য পাশে ছিলেন আশা ভোঁসলে ৷ মাঝখানে আমি । যেহেতু ছবিটার প্রযোজক এবং সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তাই সত্যজিৎ রায় থেকে শুরু করে দিলীপ কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ মঙ্গেশকর পরিবারের সবাই এসেছিলেন ছবিটা দেখতে । মুম্বই ইন্ডাস্ট্রির নামীদামী প্রায় সব মানুষই এসেছিলেন ছবিটা দেখতে । প্রথম হিন্দি ছবিতেই বিরাট প্রাপ্তি এটা আমার । লতা'জী হেমন্ত দা'কে দাদা বলে ডাকতেন । সিনেমা শেষ হওয়ার পর লতাজী হেমন্ত দা'কে বললেন, আজ আপনি, আপনার হিরো আমার বাড়িতে ডিনার করবেন । আমরাও গেলাম ওনার বাড়ি প্রভুকুঞ্জে ।

Biswajit Chatterjee on Lata Mangeshkar
গান রেকর্ডিংয়ে হেমন্ত মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকর

খাওয়াদাওয়া হল, আড্ডা হল । সেদিনই লতা'জী আমাকে বললেন, "এখানকার যত হিরো রয়েছে তাদের থেকে তুমি আলাদা । তোমার চলা, বলা, স্টাইল সব আলাদা । তুমি অবশ্যই এখানে স্টার হয়ে যাবে ।" পরদিনই আবার তিনি চলে এলেন হেমন্ত দা'র বাড়ি গীতাঞ্জলিতে । আমি তখন হেমন্ত দা'র বাড়িতেই উঠতাম মুম্বইতে গেলে । গীতাঞ্জলিতে । এরপর সময় এগিয়েছে । একের পর এক হিন্দি ছবিতে কাজ করেছি । আমার অনেক ছবিতে লতা'জী গান গেয়েছেন । আশা জী'ও গেয়েছেন । এরপর থেকে খুব ভালো আলাপ হয়ে গিয়েছিল গোটা মঙ্গেশকর পরিবারের সঙ্গে । ঊষা মঙ্গেশকরের সঙ্গে আমার এখনও কথা হয় । লতা'জী যখন হাসপাতালে ভর্তি ছিলেন আমি রোজ ফোন করে খবর নিতাম । লতা জী'র সঙ্গে আমি গানের লাইভ শো করেছি । এও এক বড় প্রাপ্তি আমার জীবনের । উনি ওনার লাইভ শো-তে আমাকে আমন্ত্রণ করেছেন । কত স্মৃতি ওনাকে ঘিরে । আজ রাত ফুরিয়ে যাবে ...৷"

সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োর মাধ্যমে লতা মঙ্গেশকরকে ট্রিবিউট জানিয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । তিনি আরও বলেন, "লতা'জী সাধারণত রেকর্ডিংয়ের সময়ে কারও সঙ্গে কথা বলতেন না । আমি গান ভালোবাসি এবং গান গাইতাম বলে প্রায়ই রেকর্ডিং স্টুডিয়োতে হানা দিতাম । একবার একটা রেকর্ডিংয়ে গিয়েছি । সেদিন লতা জী'র রেকর্ডিং ছিল । ওনার হাতে একটা আংটি দেখি । তাতে 9টা পাথর বসানো । আমি জানতে চাইলাম আংটিটা কীসের ? উনি সেটা আমার মাথায় ঠেকালেন । আমি বললাম, এটা কি কোনও পুজোর ? বললেন, "হ্যাঁ পুজোরই বলতে পারো । আমি যখন খুব ছোট তখন আমার গান শুনে কে এল সাইগল নিজের হাত থেকে খুলে আমাকে দিয়েছিলেন উপহার হিসেবে । ওনার নাকি আমার গান খুব ভালো লেগেছিল ।" সেদিনও কে এল সাইগলের প্রতি কী ভীষণ শ্রদ্ধা লতা জী'র চোখে ধরা পড়েছিল ৷ প্রকৃত গুণীরা গুণীদের সম্মান করেন, শ্রদ্ধা করেন এ কথা চিরকালীন সত্য ।"

আরও পড়ুন :

  1. লতাজি'র গানের প্রতি ভালোবাসা, আর্কাইভ গড়ে গুরুদক্ষিণা শিষ্য স্নেহাশিসের
  2. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও
  3. 'লাগ যা গলে' থেকে 'অ্যায় মেরে ওয়াতন কি লোগো', ফিরে দেখা সুরসম্রাজ্ঞীর কিছু কালজয়ী গান

লতা মঙ্গেশকরের স্মৃতিচারণায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, শুনল ইটিভি ভারত

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সিনেমার প্রিমিয়ারে প্রথমবার লতা মঙ্গেশকরের দেখা পেয়েছিলেন বাংলার অন্যতম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ৷ মুম্বইতে অভিনেতাকে প্রথমবার দেখেই সুরসম্রাজ্ঞী বলেছিলেন,"তুমি এখানকার অভিনেতাদের থেকে একেবারে আলাদা । তুমি এখানেও স্টার হবে ।" আর হয়েছিলও তাই । 'বিশ সাল বাদ'-এর পর থেকে 'বিন বাদল বরসাত', 'কোহরা', 'এপ্রিল ফুল', 'ক্যায়সে কহু', 'পরদেশি'-সহ অগণিত হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি । প্রকৃত গুণী মানুষদের দূরদৃষ্টি এরকমই শক্তিশালী হয় । সুরসম্রাজ্ঞীর দ্বিতীয় প্রয়াণবার্ষিকীর রাতে মুম্বই থেকে ফোনে লতা জী'র সঙ্গে স্মৃতির ঝাঁপি খুললেন কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ।

বলতে শুরু করলেন অভিনেতা, সালটা 1962 ৷ বলিউডে আমার প্রথম ছবি 'বিশ সাল বাদ'-এর প্রিমিয়ারে এসেছিলেন লতা মঙ্গেশকর । উনি আমার পাশে বসেই দেখেছিলেন পুরো ছবিটা । আমার এক পাশে লতা মঙ্গেশকর আর অন্য পাশে ছিলেন আশা ভোঁসলে ৷ মাঝখানে আমি । যেহেতু ছবিটার প্রযোজক এবং সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তাই সত্যজিৎ রায় থেকে শুরু করে দিলীপ কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ মঙ্গেশকর পরিবারের সবাই এসেছিলেন ছবিটা দেখতে । মুম্বই ইন্ডাস্ট্রির নামীদামী প্রায় সব মানুষই এসেছিলেন ছবিটা দেখতে । প্রথম হিন্দি ছবিতেই বিরাট প্রাপ্তি এটা আমার । লতা'জী হেমন্ত দা'কে দাদা বলে ডাকতেন । সিনেমা শেষ হওয়ার পর লতাজী হেমন্ত দা'কে বললেন, আজ আপনি, আপনার হিরো আমার বাড়িতে ডিনার করবেন । আমরাও গেলাম ওনার বাড়ি প্রভুকুঞ্জে ।

Biswajit Chatterjee on Lata Mangeshkar
গান রেকর্ডিংয়ে হেমন্ত মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকর

খাওয়াদাওয়া হল, আড্ডা হল । সেদিনই লতা'জী আমাকে বললেন, "এখানকার যত হিরো রয়েছে তাদের থেকে তুমি আলাদা । তোমার চলা, বলা, স্টাইল সব আলাদা । তুমি অবশ্যই এখানে স্টার হয়ে যাবে ।" পরদিনই আবার তিনি চলে এলেন হেমন্ত দা'র বাড়ি গীতাঞ্জলিতে । আমি তখন হেমন্ত দা'র বাড়িতেই উঠতাম মুম্বইতে গেলে । গীতাঞ্জলিতে । এরপর সময় এগিয়েছে । একের পর এক হিন্দি ছবিতে কাজ করেছি । আমার অনেক ছবিতে লতা'জী গান গেয়েছেন । আশা জী'ও গেয়েছেন । এরপর থেকে খুব ভালো আলাপ হয়ে গিয়েছিল গোটা মঙ্গেশকর পরিবারের সঙ্গে । ঊষা মঙ্গেশকরের সঙ্গে আমার এখনও কথা হয় । লতা'জী যখন হাসপাতালে ভর্তি ছিলেন আমি রোজ ফোন করে খবর নিতাম । লতা জী'র সঙ্গে আমি গানের লাইভ শো করেছি । এও এক বড় প্রাপ্তি আমার জীবনের । উনি ওনার লাইভ শো-তে আমাকে আমন্ত্রণ করেছেন । কত স্মৃতি ওনাকে ঘিরে । আজ রাত ফুরিয়ে যাবে ...৷"

সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োর মাধ্যমে লতা মঙ্গেশকরকে ট্রিবিউট জানিয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । তিনি আরও বলেন, "লতা'জী সাধারণত রেকর্ডিংয়ের সময়ে কারও সঙ্গে কথা বলতেন না । আমি গান ভালোবাসি এবং গান গাইতাম বলে প্রায়ই রেকর্ডিং স্টুডিয়োতে হানা দিতাম । একবার একটা রেকর্ডিংয়ে গিয়েছি । সেদিন লতা জী'র রেকর্ডিং ছিল । ওনার হাতে একটা আংটি দেখি । তাতে 9টা পাথর বসানো । আমি জানতে চাইলাম আংটিটা কীসের ? উনি সেটা আমার মাথায় ঠেকালেন । আমি বললাম, এটা কি কোনও পুজোর ? বললেন, "হ্যাঁ পুজোরই বলতে পারো । আমি যখন খুব ছোট তখন আমার গান শুনে কে এল সাইগল নিজের হাত থেকে খুলে আমাকে দিয়েছিলেন উপহার হিসেবে । ওনার নাকি আমার গান খুব ভালো লেগেছিল ।" সেদিনও কে এল সাইগলের প্রতি কী ভীষণ শ্রদ্ধা লতা জী'র চোখে ধরা পড়েছিল ৷ প্রকৃত গুণীরা গুণীদের সম্মান করেন, শ্রদ্ধা করেন এ কথা চিরকালীন সত্য ।"

আরও পড়ুন :

  1. লতাজি'র গানের প্রতি ভালোবাসা, আর্কাইভ গড়ে গুরুদক্ষিণা শিষ্য স্নেহাশিসের
  2. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও
  3. 'লাগ যা গলে' থেকে 'অ্যায় মেরে ওয়াতন কি লোগো', ফিরে দেখা সুরসম্রাজ্ঞীর কিছু কালজয়ী গান
Last Updated : Feb 7, 2024, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.