ETV Bharat / entertainment

আবির্ভাবেই চমক অভিজিতের, তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করল 'বিজয়ার পরে'

Telangana Bengali Film Festival: চিরাচরিত সিনেমা দেখার অভ্যাস বদলে দেয় এই ছবি । নবাগত পরিচালক অভিজিৎ শ্রীদাসের হাত ধরে জাদু দেখিয়েছেন দীপঙ্কর-মমতাশঙ্কর-স্বস্তিকারা । এবার নিজামের শহরেও সম্মানিত 'বিজয়ার পরে'।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 9:34 AM IST

Updated : Feb 12, 2024, 9:40 AM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগেই মিলেছিল সম্মান । এবার তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালেও বাজিমাত করল 'বিজয়ার পরে' । চারটি পুরস্কার গেল এই ছবিটির ঝুলিতে । অভিষেকেই শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেলেন অভিজিৎ শ্রীদাস । তিনি ছাড়াও এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মমতাশঙ্কর, শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রেষ্ঠ সম্পাদক অনিবার্ণ মাইতি ।

এক বৃদ্ধ দম্পতির একাকিত্বের গল্প বলে বিজয়ার পরে । জীবনের সায়াহ্নে এসে কীভাবে অতীতের স্মৃতিতে তাঁরা বিভোর, তাই দেখা গিয়েছে এই সিনেমায় । বাস্তব ও পরাবাস্তবের মেলবন্ধন সিনেমাটিকে অন্যমাত্রা দিয়েছে । সত্যজিৎ রায়ের 'আগন্তুক', 'শাখা প্রশাখা' ও 'গণশত্রুতে' দীপঙ্কর দে ও মমতাশঙ্কর জুটির ম্যাজিক দেখেছিল দর্শক । দীর্ঘ বিরতির পর 2010 সালে ঋতুপর্ণ ঘোষের 'আবহমানে' ফিরলেও তাঁদের সম্পর্ক ছিল আপাত কঠিন । অভিজিতের পরিচালনায় তাঁদের অন্যতম শ্রেষ্ঠ সমীকরণ দেখছে দর্শক । যা এই সিনেমার অন্যতম ভিত্তি । স্বস্তিকা, মীর, বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেতারা চিত্রনাট্যের সম্মান বাড়িয়েছেন ।

শঙ্খ ঘোষ লিখেছিলেন, 'ভাবি আমার মুখ দেখাব, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' । মূলত বিজ্ঞাপন দুনিয়ার লোক অভিজিৎ। কিন্তু কমার্শিয়ালিসম যে তাঁর শৈল্পিক সত্বাকে ঢেকে দেয়নি, এই সিনেমা তার অন্যতম দলিল ।

উত্তরবঙ্গের অভিজিতেরই এটি প্রথম সিনেমা নয়, অভিষেক হয়েছে প্রযোজক সুজিত রাহারও । যদিও তারপরেই বঙ্গ ছায়াছবির চিরাচরিত ক্যানভাস । সঠিক ডিস্ট্রিবিউশনের অভাব, নবাগত পরিচালকের ছবির হল না-পাওয়া, কদাচিৎ ভালো হল পেলেও শো-টাইম নিয়েও লড়াই করতে হয় । প্রত্যেকটি গাঁটের সঙ্গে জুঝতে হয়েছে এই সিনেমাকেও । সামাজিক মাধ্যমে অভিনেতা-পরিচালকের লড়াইয়ের কথা এখনও জ্বলজ্বল করছে । তার মধ্যে এহেন সম্মান মনোবল বাড়াতে, ভালো ছবি বানানোর চাহিদা যে আরও বাড়াল, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

  1. 'মাধবীদি'র মধ্যে বিস্ফোরণ লুকিয়ে', 'চারুলতা'র 82তম জন্মদিনে বললেন শীর্ষেন্দু
  2. কোরিয়ান ভাষার পর এবার স্প্যানিশে ডাবিং হবে 'অভিযাত্রিক'
  3. ঋত্বিক ঘটককে সেদিন 'না' বলতে পারেননি নার্গিস, অবসরের পরেও করেন 'দুর্বার গতি পদ্মা': বিশ্বজিৎ

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগেই মিলেছিল সম্মান । এবার তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালেও বাজিমাত করল 'বিজয়ার পরে' । চারটি পুরস্কার গেল এই ছবিটির ঝুলিতে । অভিষেকেই শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা পেলেন অভিজিৎ শ্রীদাস । তিনি ছাড়াও এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মমতাশঙ্কর, শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রেষ্ঠ সম্পাদক অনিবার্ণ মাইতি ।

এক বৃদ্ধ দম্পতির একাকিত্বের গল্প বলে বিজয়ার পরে । জীবনের সায়াহ্নে এসে কীভাবে অতীতের স্মৃতিতে তাঁরা বিভোর, তাই দেখা গিয়েছে এই সিনেমায় । বাস্তব ও পরাবাস্তবের মেলবন্ধন সিনেমাটিকে অন্যমাত্রা দিয়েছে । সত্যজিৎ রায়ের 'আগন্তুক', 'শাখা প্রশাখা' ও 'গণশত্রুতে' দীপঙ্কর দে ও মমতাশঙ্কর জুটির ম্যাজিক দেখেছিল দর্শক । দীর্ঘ বিরতির পর 2010 সালে ঋতুপর্ণ ঘোষের 'আবহমানে' ফিরলেও তাঁদের সম্পর্ক ছিল আপাত কঠিন । অভিজিতের পরিচালনায় তাঁদের অন্যতম শ্রেষ্ঠ সমীকরণ দেখছে দর্শক । যা এই সিনেমার অন্যতম ভিত্তি । স্বস্তিকা, মীর, বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেতারা চিত্রনাট্যের সম্মান বাড়িয়েছেন ।

শঙ্খ ঘোষ লিখেছিলেন, 'ভাবি আমার মুখ দেখাব, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' । মূলত বিজ্ঞাপন দুনিয়ার লোক অভিজিৎ। কিন্তু কমার্শিয়ালিসম যে তাঁর শৈল্পিক সত্বাকে ঢেকে দেয়নি, এই সিনেমা তার অন্যতম দলিল ।

উত্তরবঙ্গের অভিজিতেরই এটি প্রথম সিনেমা নয়, অভিষেক হয়েছে প্রযোজক সুজিত রাহারও । যদিও তারপরেই বঙ্গ ছায়াছবির চিরাচরিত ক্যানভাস । সঠিক ডিস্ট্রিবিউশনের অভাব, নবাগত পরিচালকের ছবির হল না-পাওয়া, কদাচিৎ ভালো হল পেলেও শো-টাইম নিয়েও লড়াই করতে হয় । প্রত্যেকটি গাঁটের সঙ্গে জুঝতে হয়েছে এই সিনেমাকেও । সামাজিক মাধ্যমে অভিনেতা-পরিচালকের লড়াইয়ের কথা এখনও জ্বলজ্বল করছে । তার মধ্যে এহেন সম্মান মনোবল বাড়াতে, ভালো ছবি বানানোর চাহিদা যে আরও বাড়াল, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

  1. 'মাধবীদি'র মধ্যে বিস্ফোরণ লুকিয়ে', 'চারুলতা'র 82তম জন্মদিনে বললেন শীর্ষেন্দু
  2. কোরিয়ান ভাষার পর এবার স্প্যানিশে ডাবিং হবে 'অভিযাত্রিক'
  3. ঋত্বিক ঘটককে সেদিন 'না' বলতে পারেননি নার্গিস, অবসরের পরেও করেন 'দুর্বার গতি পদ্মা': বিশ্বজিৎ
Last Updated : Feb 12, 2024, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.