ETV Bharat / entertainment

রুহ বাবাকে দেখে মঞ্জুলিকার মুখে 'শুদ্ধ' বাঙালি গালাগালি - Bhool Bhulaiyaa 3 Teaser - BHOOL BHULAIYAA 3 TEASER

Teaser of Bhool Bhulaiyaa 3: দিওয়ালিতে পর্দায় ফিরছেন রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ান ৷ সঙ্গে এবার আরও বড় চ্যালেঞ্জ ৷ কারণ এবার তাঁর সামনে আর কেউ নয়, স্বয়ং মঞ্জুলিকা দাঁড়িয়ে ৷ কী করবেন রুহ বাবা? হরর-কমেডি থ্রিলারে ভরুপুর 'ভুল ভুলাইয়া 3'-এর টিজার দেখে চমকে যাবেন ৷

Bhool Bhulaiyaa 3 Teaser
ভুল ভুলাইয়া 3 টিজার (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 27, 2024, 3:01 PM IST

Updated : Sep 27, 2024, 3:08 PM IST

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: মাথায় কালো ফেট্টি, কাঁধে ঝোলা, পরনে কালো আলখাল্লা ৷ ভূত তাড়াতে আবারও হাজির রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ান ৷ তবে এবার প্রতিদ্বন্দ্বী যে সে নয় ৷ রুহ বাবাকে নাকি লড়াই করতে হবে ভয়ঙ্কর মঞ্জুলিকার সঙ্গে ৷ আর পর্দায় সেই চরিত্রে দেখা যাবে ওয়ান অ্যান্ড ওনলি বিদ্যা বালানকে ৷ মুক্তি পেয়েছে 'ভুল ভুলাইয়া 3'-এর টিজার ৷ জনপ্রিয় হরর-কমেডি ফ্রাইঞ্জাজির এই ছবি আবারও পর্দায় নিলে এলেন পরিচালক আনিজ বাজমি ৷ যেখানে আবার হন্টেড হাভেলিতে দেখা যাবে রুহ বাবাকে ৷ এবার চ্যালেঞ্জ আরও ভয়ঙ্কর ৷

বলা বাহুল্য, ছবিতে বিদ্যা বালানের ফিরে আসা দর্শকদের উত্তেজনার পারদ আগেই বাড়িয়েছিল ৷ টিজারে বিদ্যার মঞ্জুলিকা রূপের সংলাপ দর্শকদের শিহরণ জাগাতে বাধ্য ৷ মজার বিষয়, টিজারে মঞ্জুলিকার সংলাপই শুরু হয়েছে বাংলায় ব্যবহৃত অশ্লীল শব্দ দিয়ে ৷ শুধু তাই নয়, আরও একটা টুইস্ট রয়েছে বিদ্যা বালানের চরিত্রে ৷ আর তা হল মঞ্জুলিকার সঙ্গে অবনী চরিত্র একসঙ্গে তুলে ধরবেন বিদ্যা ৷

টিজারে আগের দুটি ছবির কালেকশন তুলে ধরা হয়েছে ৷ স্পোকি ব্যকগ্রাউন্ড স্কোর ও কার্তিকের সিগনেচার সংলাপে জমে ওঠে টিজার ৷ সবকিছুর পাশাপাশি নজর কাড়ে কার্তিকের সঙ্গে তৃপ্তি দামরির অনস্ক্রিন রোমান্সও ৷ এই ছবিতে তৃপ্তির চরিত্রেও আলাদা টুইস্ট রয়েছে বলে টিজার দেখে অনুমান করা যায় ৷ চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া 3' ৷ ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও ৷

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: মাথায় কালো ফেট্টি, কাঁধে ঝোলা, পরনে কালো আলখাল্লা ৷ ভূত তাড়াতে আবারও হাজির রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ান ৷ তবে এবার প্রতিদ্বন্দ্বী যে সে নয় ৷ রুহ বাবাকে নাকি লড়াই করতে হবে ভয়ঙ্কর মঞ্জুলিকার সঙ্গে ৷ আর পর্দায় সেই চরিত্রে দেখা যাবে ওয়ান অ্যান্ড ওনলি বিদ্যা বালানকে ৷ মুক্তি পেয়েছে 'ভুল ভুলাইয়া 3'-এর টিজার ৷ জনপ্রিয় হরর-কমেডি ফ্রাইঞ্জাজির এই ছবি আবারও পর্দায় নিলে এলেন পরিচালক আনিজ বাজমি ৷ যেখানে আবার হন্টেড হাভেলিতে দেখা যাবে রুহ বাবাকে ৷ এবার চ্যালেঞ্জ আরও ভয়ঙ্কর ৷

বলা বাহুল্য, ছবিতে বিদ্যা বালানের ফিরে আসা দর্শকদের উত্তেজনার পারদ আগেই বাড়িয়েছিল ৷ টিজারে বিদ্যার মঞ্জুলিকা রূপের সংলাপ দর্শকদের শিহরণ জাগাতে বাধ্য ৷ মজার বিষয়, টিজারে মঞ্জুলিকার সংলাপই শুরু হয়েছে বাংলায় ব্যবহৃত অশ্লীল শব্দ দিয়ে ৷ শুধু তাই নয়, আরও একটা টুইস্ট রয়েছে বিদ্যা বালানের চরিত্রে ৷ আর তা হল মঞ্জুলিকার সঙ্গে অবনী চরিত্র একসঙ্গে তুলে ধরবেন বিদ্যা ৷

টিজারে আগের দুটি ছবির কালেকশন তুলে ধরা হয়েছে ৷ স্পোকি ব্যকগ্রাউন্ড স্কোর ও কার্তিকের সিগনেচার সংলাপে জমে ওঠে টিজার ৷ সবকিছুর পাশাপাশি নজর কাড়ে কার্তিকের সঙ্গে তৃপ্তি দামরির অনস্ক্রিন রোমান্সও ৷ এই ছবিতে তৃপ্তির চরিত্রেও আলাদা টুইস্ট রয়েছে বলে টিজার দেখে অনুমান করা যায় ৷ চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে 'ভুল ভুলাইয়া 3' ৷ ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও ৷

Last Updated : Sep 27, 2024, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.