ETV Bharat / entertainment

ছেলের জন্মদিনের আগে দুর্ঘটনা, মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার - Road Accident - ROAD ACCIDENT

Road Accident in Sonarpur: আর কয়েকদিন পরেই ছিল ছেলের জন্মদিন ৷ সকলে মিলে পালন করার পরিকল্পনাও ছিল ৷ তবে ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা ৷ মামার বাড়ি যাওয়ার পথে সোনারপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল মির্জা সিনেমার অভিনেতার ৷

Actor Death in Accident
বাইক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 4:24 PM IST

দুর্ঘটনায় মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার (ইটিভি ভারত)

সোনারপুর, 11 মে: পালন করা হল ছেলের জন্মদিন ৷ তার আগেই পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল অঙ্কুশের সহ-অভিনেতার ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে । মৃতের নাম আজাদ শেখ (35) ৷ শনিবার সাত সকালে বেপরোয়া বাইক চালানোর জেরে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে নিয়ে আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, সোনারপুর থানা এলাকার জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ । ভোর চারটে নাগাদ বাড়ি থেকে মামার বাড়ি যাবে বলে বের হন তিনি । তবে বের হওয়ার সময় বাবা তাঁকে আজই মামার বাড়ি যেতে বারণ করেছিলেন । কারণ, 2 দিন পরেই পরিবারের সকলে মিলেই যাওয়ার কথা ছিল সেখানে । আজাদের 9 বছরের একটি ছেলে রয়েছে । আগামী 20 মে তাঁর জন্মদিন । তবে জন্মদিনের আগেই বাবা হারা হল ছেলেটি । সন্তান জন্মের সময় মৃত্যু হয় আজাদের স্ত্রীরও ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ৷ সম্প্রতি মুক্তি পাওয়া অঙ্কুশ হাজরার মির্জা সিনেমায় অভিনয় করেন আজাদ । তবে তিনি একা নন, সঙ্গে তাঁর ছেলেও অভিনয় করেছিল এই ছবিতে ।

পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতিতে ধাক্কা মারেন আজাদ শেখ । বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে গিয়েছে এবং গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ৷ তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কা পুলিশ ট্রাফিক বুথে, আহত 1
  2. পুরুলিয়ায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত 5, আহত আরও 6
  3. ফুল সাজানো চারচাকা জ্বলে গেল দাউদাউ করে, ঝলসে মৃত বর-সহ 4

দুর্ঘটনায় মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার (ইটিভি ভারত)

সোনারপুর, 11 মে: পালন করা হল ছেলের জন্মদিন ৷ তার আগেই পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল অঙ্কুশের সহ-অভিনেতার ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার আড়াপাঁচে । মৃতের নাম আজাদ শেখ (35) ৷ শনিবার সাত সকালে বেপরোয়া বাইক চালানোর জেরে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ । দেহ উদ্ধার করে নিয়ে আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

জানা গিয়েছে, সোনারপুর থানা এলাকার জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ । ভোর চারটে নাগাদ বাড়ি থেকে মামার বাড়ি যাবে বলে বের হন তিনি । তবে বের হওয়ার সময় বাবা তাঁকে আজই মামার বাড়ি যেতে বারণ করেছিলেন । কারণ, 2 দিন পরেই পরিবারের সকলে মিলেই যাওয়ার কথা ছিল সেখানে । আজাদের 9 বছরের একটি ছেলে রয়েছে । আগামী 20 মে তাঁর জন্মদিন । তবে জন্মদিনের আগেই বাবা হারা হল ছেলেটি । সন্তান জন্মের সময় মৃত্যু হয় আজাদের স্ত্রীরও ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ৷ সম্প্রতি মুক্তি পাওয়া অঙ্কুশ হাজরার মির্জা সিনেমায় অভিনয় করেন আজাদ । তবে তিনি একা নন, সঙ্গে তাঁর ছেলেও অভিনয় করেছিল এই ছবিতে ।

পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতিতে ধাক্কা মারেন আজাদ শেখ । বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে গিয়েছে এবং গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ৷ তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন:

  1. নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কা পুলিশ ট্রাফিক বুথে, আহত 1
  2. পুরুলিয়ায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত 5, আহত আরও 6
  3. ফুল সাজানো চারচাকা জ্বলে গেল দাউদাউ করে, ঝলসে মৃত বর-সহ 4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.