ETV Bharat / entertainment

টলিপাড়ায় বন্ধ শুটিং, প্রসেনজিতের বাড়িতে পরিচালকদের  বৈঠক - Rahool Mukherjee - RAHOOL MUKHERJEE

Rahool Mukherjee-Federation conflict: সোমবার থেকে কর্মবিরতির ডাক দেন পরিচালকেরা ৷ সকাল থেকেই বন্ধ এনটি ওয়ান, টেকনিশিয়ান স্টুডিয়ো ও দাসানি স্টুডিয়োতে শুটিংয়ের কাজ ৷ সমস্যা সমাধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক পরিচালকদের ৷ বিকেল চারটের সময় টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠকে বসবে ফেডারেশন ৷

Rahool Mukherjee-Federation conflict
টলিপাড়ায় বন্ধ শুটিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 29, 2024, 9:52 AM IST

কলকাতা, 29 জুলাই: সকাল থেকেই স্তব্ধ টলিপাড়া ৷ পরিচালকদের কর্মবিরতির ডাকে বন্ধ সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে ওটিটি-তে ছবির শুটিংয়ের কাজ ৷ রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে ফেডারেশনের সঙ্গে ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্ব ৷ সমস্যা সমাধানের খোঁজে অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের বাড়িতে বৈঠকে রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, বিরসা দাশগুপ্ত, গৌতম ঘোষ-সহ আরও অনেকে ৷

Rahool Mukherjee-Federation conflict
ডিরেক্টর্স গিল্ডের পোস্ট (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন বিকেল চারটের সময় ফেডারেশনও টেকনিশিয়ানদের নিয়ে এক বৈঠকে বসবে ৷ সেখানে কোন কোন টেকনিশিয়ান পরিচালক রাহুলের সঙ্গে কাজ করতে চান আর কারা কাজ করতে চান না, তাঁদের স্বাক্ষর নেওয়া হবে ৷ এরপরেই সিদ্ধান্ত জানানো হবে ফেডারেশনের তরফে ৷ এদিন রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিচালক হিসাবে তাঁরা চান না কারোর ক্ষতি হোক ৷ টেলিভিশন বিনোদনের জগতে বড় সাপোর্ট ৷ ব্রডকাস্টার যাঁরা তাঁদের সম্মান করা হয় ৷ তাই সিরিয়ালের শুটিং বন্ধ থাক বা রিপিট টেলিকাস্ট হোক, তা কাম্য নয় ৷ বৈঠকে সমস্যার সমাধান বের করার চেষ্টা চলছে ৷ ফেডারেশনও আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসবে, আশা রয়েছে ৷ রাহুল মুখোপাধ্যায় একজন পরিচালক ৷ তাঁকে কোনওভাবে ব্যান করা যায় না ৷ এই রকম ভাবে ইন্ডাষ্ট্রি চলতে পারে না ৷

পরিচালক রাহুলকে এই বিষয়ে ফোন করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কোনও কথা বলব না ৷ যা বলবেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল ৷ তাঁরাই ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ ৷" এসভিএফের তরফে জানানো হয়েছে, বিকেল চারটের সময় বৈঠকের পর কি সিদ্ধান্ত আসে তারপরেই প্রযোজক শ্রীকান্ত মেহতা বা মহেন্দ্র সোনি বক্তব্য রাখবেন ৷ যদিও জানা গিয়েছে, এদিন বিকেল তিনটের সময় প্রযোজকরাও আলাদা করে বৈঠকে বসছেন ৷

Rahool Mukherjee-Federation conflict
ফেডারেশনের তরফে পোস্ট (ইটিভি ভারত)

উল্লেখ্য, রবিবার রাতেই ডিরেক্টর্স গিল্ডের তরফে বিবৃতি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে পরিষ্কার জানানো হয়েছে "যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে ।" এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা-সহ একাধিক পরিচালক ৷

সেই বিবৃতিতে বলা হয়েছে, "27 জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায়, একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানরা সেই শুটিংয়ে উপস্থিত হননি ৷ ফলত শুটিং করা যায়নি ৷ উপস্থিত পরিচালক, অভিনয় শিল্পীরা সকলে চূড়ান্ত অপমানিত হন। এই মর্মে অন্যান্য অনেক পরিচালক ওখানে উপস্থিত হয়ে যে বিবৃতি দেন, তার সূত্র ধরে আমরা প্রস্তাব করতে চাই যে, যতক্ষণ না রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ আমরা পরিচালকরা 29 জুলাই, 2024 অর্থাৎ সোমবার থেকে মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি ।"

বিবৃতিতে আরও বলা হয়, " আমরা মনে করি ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুল ভ্রান্তি সমস্যা যাই হয়ে থাক, তার সুষ্ঠু সমাধান না করে কাউকে জোর করে কর্ম বিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি বুঝে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের ওপর আরোপিত কর্ম বিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের টেকনিশিয়ানরা অসহযোগিতা করেছেন, তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক। আমাদের এই সিদ্ধান্তের ফল স্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনও পরিচালক কোনওরকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি ।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, রাহুল মুখোপাধ্যায়ের কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিরেক্টরস গিল্ড। নিষেধাজ্ঞা তুলতেও পারে তারাই। ফেডারেশনের এখানে কিছু করার নেই। অথচ ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন তার জায়গায় অনড়। ফেডারেশনের দাবি, পরিচালকদের সঙ্গে কথা হবে সামনাসামনি। নচেৎ সিদ্ধান্ত আগের জায়গাতেই স্থির থাকবে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ৷

কলকাতা, 29 জুলাই: সকাল থেকেই স্তব্ধ টলিপাড়া ৷ পরিচালকদের কর্মবিরতির ডাকে বন্ধ সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে ওটিটি-তে ছবির শুটিংয়ের কাজ ৷ রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে ফেডারেশনের সঙ্গে ডিরেক্টর্স গিল্ডের দ্বন্দ্ব ৷ সমস্যা সমাধানের খোঁজে অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের বাড়িতে বৈঠকে রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়, বিরসা দাশগুপ্ত, গৌতম ঘোষ-সহ আরও অনেকে ৷

Rahool Mukherjee-Federation conflict
ডিরেক্টর্স গিল্ডের পোস্ট (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এদিন বিকেল চারটের সময় ফেডারেশনও টেকনিশিয়ানদের নিয়ে এক বৈঠকে বসবে ৷ সেখানে কোন কোন টেকনিশিয়ান পরিচালক রাহুলের সঙ্গে কাজ করতে চান আর কারা কাজ করতে চান না, তাঁদের স্বাক্ষর নেওয়া হবে ৷ এরপরেই সিদ্ধান্ত জানানো হবে ফেডারেশনের তরফে ৷ এদিন রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিচালক হিসাবে তাঁরা চান না কারোর ক্ষতি হোক ৷ টেলিভিশন বিনোদনের জগতে বড় সাপোর্ট ৷ ব্রডকাস্টার যাঁরা তাঁদের সম্মান করা হয় ৷ তাই সিরিয়ালের শুটিং বন্ধ থাক বা রিপিট টেলিকাস্ট হোক, তা কাম্য নয় ৷ বৈঠকে সমস্যার সমাধান বের করার চেষ্টা চলছে ৷ ফেডারেশনও আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসবে, আশা রয়েছে ৷ রাহুল মুখোপাধ্যায় একজন পরিচালক ৷ তাঁকে কোনওভাবে ব্যান করা যায় না ৷ এই রকম ভাবে ইন্ডাষ্ট্রি চলতে পারে না ৷

পরিচালক রাহুলকে এই বিষয়ে ফোন করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কোনও কথা বলব না ৷ যা বলবেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল ৷ তাঁরাই ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ ৷" এসভিএফের তরফে জানানো হয়েছে, বিকেল চারটের সময় বৈঠকের পর কি সিদ্ধান্ত আসে তারপরেই প্রযোজক শ্রীকান্ত মেহতা বা মহেন্দ্র সোনি বক্তব্য রাখবেন ৷ যদিও জানা গিয়েছে, এদিন বিকেল তিনটের সময় প্রযোজকরাও আলাদা করে বৈঠকে বসছেন ৷

Rahool Mukherjee-Federation conflict
ফেডারেশনের তরফে পোস্ট (ইটিভি ভারত)

উল্লেখ্য, রবিবার রাতেই ডিরেক্টর্স গিল্ডের তরফে বিবৃতি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে পরিষ্কার জানানো হয়েছে "যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের (পরিচালকদের) অনুপস্থিত থাকতে বলা হচ্ছে ।" এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, মানসী সিনহা-সহ একাধিক পরিচালক ৷

সেই বিবৃতিতে বলা হয়েছে, "27 জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায়, একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানরা সেই শুটিংয়ে উপস্থিত হননি ৷ ফলত শুটিং করা যায়নি ৷ উপস্থিত পরিচালক, অভিনয় শিল্পীরা সকলে চূড়ান্ত অপমানিত হন। এই মর্মে অন্যান্য অনেক পরিচালক ওখানে উপস্থিত হয়ে যে বিবৃতি দেন, তার সূত্র ধরে আমরা প্রস্তাব করতে চাই যে, যতক্ষণ না রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ আমরা পরিচালকরা 29 জুলাই, 2024 অর্থাৎ সোমবার থেকে মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি ।"

বিবৃতিতে আরও বলা হয়, " আমরা মনে করি ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুল ভ্রান্তি সমস্যা যাই হয়ে থাক, তার সুষ্ঠু সমাধান না করে কাউকে জোর করে কর্ম বিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি বুঝে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের ওপর আরোপিত কর্ম বিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের টেকনিশিয়ানরা অসহযোগিতা করেছেন, তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক। আমাদের এই সিদ্ধান্তের ফল স্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনও পরিচালক কোনওরকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি ।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন, রাহুল মুখোপাধ্যায়ের কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ডিরেক্টরস গিল্ড। নিষেধাজ্ঞা তুলতেও পারে তারাই। ফেডারেশনের এখানে কিছু করার নেই। অথচ ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফেডারেশন তার জায়গায় অনড়। ফেডারেশনের দাবি, পরিচালকদের সঙ্গে কথা হবে সামনাসামনি। নচেৎ সিদ্ধান্ত আগের জায়গাতেই স্থির থাকবে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.