ETV Bharat / entertainment

মিঠুন থেকে কৌশিক, জাতীয় পুরস্কারের মঞ্চে উজ্জ্বল বাংলা - 70TH NATIONAL FILM AWARDS

মিঠুন চক্রবর্তী থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, সোমনাথ কুণ্ডু - জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাংলার জয়জয়কার ৷ একে একের সবার হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷

ETV BHARAT
জাতীয় পুরস্কারের মঞ্চে উজ্জ্বল বাংলা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 9, 2024, 2:32 PM IST

কলকাতা, 9 অক্টোবর: জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়জয়কার । পুরস্কার ঘোষণা আগেই হয়ে গিয়েছিল ৷ এবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করলেন বাংলার প্রাপকরা ৷

মঙ্গলবার 'দাদাসাহেব ফালকে' পুরস্কার হাতে উঠল বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর । তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । পুরস্কার নিয়ে আবেগঘন হয়ে পড়েন মিঠুন ৷ বক্তব্য় রাখতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দিয়ে তিনি বলেন, "আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ৷" এদিন অভিনেতার পরনে ছিল অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে ছিল উত্তরীয় । চোট থাকায় প্লাস্টার হাতে মঞ্চে উঠতে হয় তাঁকে ৷

ETV BHARAT
পুরস্কার নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (নিজস্ব চিত্র)

মিঠুনের পাশাপাশি জাতীয় পুরস্কার পেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী সঞ্জয় চৌধুরী । তিনি মালয়ালম ছবি 'কাধিকান'-এর জন্য বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড (স্পেশাল মেনশন ক্যাটাগরি) পেলেন ৷

2023 সালে মুক্তিপ্রাপ্ত 'কাবেরী অন্তর্ধান' ছবির জন্য এদিন জাতীয় পুরস্কার পেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় । শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন ও ইন্দ্রাশিস রায় অভিনয় করেন এই ছবিতে ।

ওদিকে অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' ছবি পেয়েছে জোড়া জাতীয় পুরস্কার । 'বেস্ট মেক আপ'-এর জন্য পুরষ্কৃত হলেন সোমনাথ কুণ্ডু এবং 'বেস্ট প্রোডাকশন ডিজাইন' অ্যাওয়ার্ড পেয়েছেন আনন্দ আঢ্য । পুরস্কার গ্রহণ করার পর সোমনাথ কুণ্ডু জানালেন, "দায়িত্ব বেড়ে গেল অনেক ।"

সোমনাথ জাতীয় পুরস্কার পেতে চলেছেন সেই খবর তিনি পেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শ্রীপর্ণা মিত্র (ছবির স্ক্রিপ্ট রাইটার) ও অম্বরীশ ভট্টাচার্যের কাছ থেকে । তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি । পরে প্রযোজক তাঁকে খবরটি জানান । তখনও তিনি ভাবেন মজা করছেন সবাই । পরে বাড়ির সবাই টিভি খুলে সংবাদমাধ্যমে দেখে জানানোর পর বিশ্বাস করেন তিনি । পুরস্কার গ্রহণের দিনে তিনি যারপরনাই উচ্ছ্বসিত ৷

কলকাতা, 9 অক্টোবর: জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়জয়কার । পুরস্কার ঘোষণা আগেই হয়ে গিয়েছিল ৷ এবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করলেন বাংলার প্রাপকরা ৷

মঙ্গলবার 'দাদাসাহেব ফালকে' পুরস্কার হাতে উঠল বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর । তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । পুরস্কার নিয়ে আবেগঘন হয়ে পড়েন মিঠুন ৷ বক্তব্য় রাখতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দিয়ে তিনি বলেন, "আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ৷" এদিন অভিনেতার পরনে ছিল অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে ছিল উত্তরীয় । চোট থাকায় প্লাস্টার হাতে মঞ্চে উঠতে হয় তাঁকে ৷

ETV BHARAT
পুরস্কার নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (নিজস্ব চিত্র)

মিঠুনের পাশাপাশি জাতীয় পুরস্কার পেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী সঞ্জয় চৌধুরী । তিনি মালয়ালম ছবি 'কাধিকান'-এর জন্য বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড (স্পেশাল মেনশন ক্যাটাগরি) পেলেন ৷

2023 সালে মুক্তিপ্রাপ্ত 'কাবেরী অন্তর্ধান' ছবির জন্য এদিন জাতীয় পুরস্কার পেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় । শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন ও ইন্দ্রাশিস রায় অভিনয় করেন এই ছবিতে ।

ওদিকে অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত' ছবি পেয়েছে জোড়া জাতীয় পুরস্কার । 'বেস্ট মেক আপ'-এর জন্য পুরষ্কৃত হলেন সোমনাথ কুণ্ডু এবং 'বেস্ট প্রোডাকশন ডিজাইন' অ্যাওয়ার্ড পেয়েছেন আনন্দ আঢ্য । পুরস্কার গ্রহণ করার পর সোমনাথ কুণ্ডু জানালেন, "দায়িত্ব বেড়ে গেল অনেক ।"

সোমনাথ জাতীয় পুরস্কার পেতে চলেছেন সেই খবর তিনি পেয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শ্রীপর্ণা মিত্র (ছবির স্ক্রিপ্ট রাইটার) ও অম্বরীশ ভট্টাচার্যের কাছ থেকে । তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি । পরে প্রযোজক তাঁকে খবরটি জানান । তখনও তিনি ভাবেন মজা করছেন সবাই । পরে বাড়ির সবাই টিভি খুলে সংবাদমাধ্যমে দেখে জানানোর পর বিশ্বাস করেন তিনি । পুরস্কার গ্রহণের দিনে তিনি যারপরনাই উচ্ছ্বসিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.