কলকাতা, 28 অগস্ট: দুর্গা পুজো মানেই এক ঝাঁক বিনোদনের রসদ সামনে আসা ৷ গত বছর পুজোয় পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় দর্শকদের বশ করেছিলেন 'রক্তবীজ' ছবিতে ৷ এবার সামনে 'বহুরূপী' ৷ পুলিশের ভূমিকায় আবির ধাওয়া করে চলেছে শিবপ্রসাদকে ৷ এক মিনিটের টিজারে জমে উঠেছে পর্দায় বিড়াল-ইঁদুরের ধরাধরি খেলা ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়কে ৷
টিজার প্রকাশের পর পরিচালক নন্দিতা রায় বলেন, "আমরা মূলত 14 অগস্ট ছবির টিজার প্রকাশ করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আরজি কর হাসপাতালের দুঃখজনক ঘটনার কারণে, আমরা এটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ছবিটা ঘিরে রয়েছে আমাদের 12 বছরের প্রি-প্রোডাকশন এবং 84 টি লোকেশনে 34 দিনের শুটিং। এই ছবিটির সঙ্গে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম এবং আবেগ জড়িয়ে রয়েছে৷ আমাদের লক্ষ্য ছিল বাংলায় অ্যাকশন ড্রামা জঁরকে নতুন করে সংজ্ঞায়িত করা। চেষ্টা করেছি। বাকিটা সময় বলবে।"
পরিচালক, প্রযোজক,অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “বহুরূপী এমন একটি প্রজেক্ট যা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সত্যিই উইন্ডোজ এবং আমার সহ-পরিচালক নন্দিতা রায়ের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে বিক্রমের চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। বাংলার প্রথম অ্যাকশন চেজ ড্রামা হতে চলেছে এই ছবি।"
সোশাল মিডিয়া টিজার সামনে আনার পর উইন্ডোজ ক্যাপশনে জানায়, "প্রথম ঝলক বহুরূপীর। আসছে বড় পর্দায়, এই দুর্গা পুজোয়।" প্রসঙ্গত, এই ছবির শুটিং করতে গিয়েই কোমরে চোট পান শিবপ্রসাদ ৷ চিকিৎসকের পরামর্শ মতো বেশ কিছুটা সময় তাঁকে থাকতে হয় বিশ্রামে ৷ তারপর চোট সারিয়ে ফের ফেরেন শুটিংয়ে ৷ শুধু তাই নয়, এই চরিত্রের জন্য অনেকটা ওজন কমাতে হয় অভিনেতা-পরিচালককে ৷ ইতিমধ্যেই তার ফল কী হয়েছে টিজারের এসেছে সামনে ৷ পুজোর আর বেশিদিন বাকি নেই ৷ অপেক্ষা ট্রেলার ও ছবির গানের ৷