ETV Bharat / entertainment

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 'কথা' ধারাবাহিকের অভিনেতা অশোক মুখোপাধ্যায় - অশোক মুখোপাধ্যায়

Ashok Mukhopadhyay: অসুস্থ অভিনেতা অশোক মুখোপাধ্যায় ৷ ভরতি হাসপাতালে ৷ অভিনেতার অসুস্থতা ঘিরে উদ্বেগে অনুরাগীরা ৷

Etv Bharat
হাসপাতালে ভরতি অশোক মুখোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 3:47 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: অসুস্থ 'কথা' ধারাবাহিকের অভিনেতা অশোক মুখোপাধ্যায়। জ্বরে আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন এই প্রবীণ অভিনেতা। জানা গিয়েছে, পুরীতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, 'কথা' ধারাবাহিক থেকে দিন কয়েকের ছুটি নিয়ে পরিবারের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন অভিনেতা। আর সেখানে গিয়েই ঠাণ্ডা লাগিয়ে বসেন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। বাড়ি ফিরে চিকিৎসকের পরামর্শ নিলে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " বলছেন ডাক্তারেরা ফ্লু। কোভিড নয়। এখন একটু ভালো আছি। দিন সাতেক থাকতে হবে হাসপাতালেই। এখানকার ব্যবস্থাপনা ভালো ৷ তাই আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরব।" শ্বাসকষ্ট একটু আছে। তবে, আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা। হাসপাতাল থেকে কবে ছুটি তা এখনও জানেন না তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "তাড়াতাড়ি কাজে ফিরতে চাই। আর জীবনের শেষদিন অবধি কাজ করতে চাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো।"

এই মুহূর্তে 'কথা' ধারাবাহিকে মাণ্ডবীর দাদুর চরিত্রে অভিনয় করছেন তিনি। অশোক মুখোপাধ্যায়ের চরিত্রটি একজন অধ্যাপকের। কদিন আগেই 'তুঁতে' ধারাবাহিক শেষ করেছেন তিনি। অশোক মুখোপাধ্যায় অভিনয় করেছেন 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে রানি মুখোপাধ্যায়ের শ্বশুর বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের চরিত্রে। এ ছাড়াও একাধিক ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করেছেন। পাশাপাশি চলে নাট্যচর্চা। অভিনেতার অসুস্থার কথা শুনে চিন্তিত কথা ধারাবাহিকের কলা-কুশলীরাও ৷ তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরুন, এই কামনা ধারাবাহিকের টিমের ৷

আরও পড়ুন:

1. বিয়ের পরপরই সুখবর দিলেন সন্দীপ্তা, শেয়ার করলেন ছবিও

2. অনেক কষ্টে আইনি বিয়ের তারিখ মনে করলেন ইমনের স্বামী নীলাঞ্জন! তারপর?

3. প্রয়াত পুনম পাণ্ডে, বত্রিশেই ক্যানসার কেড়ে নিল মডেল-অভিনেত্রীর প্রাণ

কলকাতা, 2 ফেব্রুয়ারি: অসুস্থ 'কথা' ধারাবাহিকের অভিনেতা অশোক মুখোপাধ্যায়। জ্বরে আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন এই প্রবীণ অভিনেতা। জানা গিয়েছে, পুরীতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, 'কথা' ধারাবাহিক থেকে দিন কয়েকের ছুটি নিয়ে পরিবারের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলেন অভিনেতা। আর সেখানে গিয়েই ঠাণ্ডা লাগিয়ে বসেন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। বাড়ি ফিরে চিকিৎসকের পরামর্শ নিলে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " বলছেন ডাক্তারেরা ফ্লু। কোভিড নয়। এখন একটু ভালো আছি। দিন সাতেক থাকতে হবে হাসপাতালেই। এখানকার ব্যবস্থাপনা ভালো ৷ তাই আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরব।" শ্বাসকষ্ট একটু আছে। তবে, আগের থেকে ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা। হাসপাতাল থেকে কবে ছুটি তা এখনও জানেন না তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "তাড়াতাড়ি কাজে ফিরতে চাই। আর জীবনের শেষদিন অবধি কাজ করতে চাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো।"

এই মুহূর্তে 'কথা' ধারাবাহিকে মাণ্ডবীর দাদুর চরিত্রে অভিনয় করছেন তিনি। অশোক মুখোপাধ্যায়ের চরিত্রটি একজন অধ্যাপকের। কদিন আগেই 'তুঁতে' ধারাবাহিক শেষ করেছেন তিনি। অশোক মুখোপাধ্যায় অভিনয় করেছেন 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে রানি মুখোপাধ্যায়ের শ্বশুর বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের চরিত্রে। এ ছাড়াও একাধিক ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করেছেন। পাশাপাশি চলে নাট্যচর্চা। অভিনেতার অসুস্থার কথা শুনে চিন্তিত কথা ধারাবাহিকের কলা-কুশলীরাও ৷ তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরুন, এই কামনা ধারাবাহিকের টিমের ৷

আরও পড়ুন:

1. বিয়ের পরপরই সুখবর দিলেন সন্দীপ্তা, শেয়ার করলেন ছবিও

2. অনেক কষ্টে আইনি বিয়ের তারিখ মনে করলেন ইমনের স্বামী নীলাঞ্জন! তারপর?

3. প্রয়াত পুনম পাণ্ডে, বত্রিশেই ক্যানসার কেড়ে নিল মডেল-অভিনেত্রীর প্রাণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.