ETV Bharat / entertainment

আরিয়ান প্রথম নয়, লিঙ্গ পরিবর্তনের তালিকায় রয়েছেন নামজাদা তারকারা - CELEBS WHO CHANGED GENDER

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সওমেন হয়েছেন। এক তালিকায় রয়েছেন আরও অনেকে তারকা ৷

Etv Bharat
তারকাদের লিঙ্গ পরিবর্তন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 3:36 PM IST

মুম্বই, 11 নভেম্বর: প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান তাঁর লিঙ্গ পরিবর্তনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করতেই তা আলোড়ন ফেলে দিয়েছে ৷ আরিয়ানের হরমোন রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে ৷ আরিয়ান থেকে শুরু হয়েছে আনায়ার যাত্রা। নিজের ইনস্টাগ্রামে এই পরিবর্তনের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তবে এটাই প্রথম নয় ৷ এর আগেও বিখ্যাত বেশ কিছু তারকা রয়েছে যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন ৷ একনজরে দেখে নেওয়া সেই তালিকা ৷

সায়েশা শিন্ডে

সায়েশা শিন্ডে ৷ প্রথম তাঁর নাম ছিল স্বপ্নিল শিন্ডে ৷ 2021 সালে একজন ট্রান্স মহিলা হিসাবে নতুন করে পরিচয় সামনে আনেন তিনি ৷ লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেছিলেন স্বপ্নিল। সায়েশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ তিনি তার কাজের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন।

ববি ডার্লিং

ববি ডার্লিং, যাকে 'তাল', 'ম্যায় দিল তুঝকো দিয়া', 'কেয়া কুল হ্যায় হাম'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল ৷ তিনিও তাঁর লিঙ্গ পরিবর্তন করেছেন। ববি ডার্লিংএ-এর আগে নাম ছিল পঙ্কজ শর্মা ৷ 2010 সালে লিঙ্গ পরিবর্তন করেন তিনি। অল্প বয়সে লিঙ্গ পরিবর্তনের কারণে তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

গৌরী অরোরা

গৌরী অরোরার প্রথম দিকে নাম ছিল গৌরব অরোরা ৷ 2016 সালে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের ঘোষণা করেছিলেন। গৌরী স্প্লিটসভিলার সিজন 8-এ প্রতিযোগী ছিলেন। শোতে, তিনি নিজেকে উভকামী হিসাবে বর্ণনা করেছিলেন ।

নিকি চাওলা

ভারতের প্রথম ট্রান্সজেন্ডার মডেল, নিকি চাওলা ৷ 2009 সালে নিজেকে একজন ট্রান্সওমেন হিসেবে পরিচয় দেন। তিনি অনেক আন্তর্জাতিক র‌্যাম্প শো এবং রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। তিনি তাঁর মত আরও মানুষকে সাহায্য করতে চান বলে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে ৷

গজল ধালিওয়াল

গল্পকার এবং অভিনেত্রী গজল ধালিওয়াল 20 বছর বয়সে তাঁর লিঙ্গ পরিবর্তন করেছিলেন। 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' সিনেমার সংলাপ লিখেছেন গজল। তিনি LGBTQ সম্প্রদায়ের একজন কর্মীও। তিনি আমির খানের টক শো 'সত্যমেব জয়তে'তেও অংশ নিয়েছিলেন।

অঞ্জলি আমীর

অঞ্জলি আমির, প্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী যিনি একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ৷ প্রথমে তাঁর নাম ছিল জামশীর ৷ অঞ্জলি আমীরের জন্ম হয়েছে 4 নভেম্বর 1995 সালে ভারতের কেরালার কোঝিকোড়ে। তিনি 'পেরানবু' (2018), 'দ্য স্পয়লস' (2024) এবং 'সুজহাল– দ্য ভর্টেক্স '(2022) এর মতো ছবিতে কাজ করেছেন।

মুম্বই, 11 নভেম্বর: প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান তাঁর লিঙ্গ পরিবর্তনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করতেই তা আলোড়ন ফেলে দিয়েছে ৷ আরিয়ানের হরমোন রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে ৷ আরিয়ান থেকে শুরু হয়েছে আনায়ার যাত্রা। নিজের ইনস্টাগ্রামে এই পরিবর্তনের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তবে এটাই প্রথম নয় ৷ এর আগেও বিখ্যাত বেশ কিছু তারকা রয়েছে যাঁরা লিঙ্গ পরিবর্তন করেছেন ৷ একনজরে দেখে নেওয়া সেই তালিকা ৷

সায়েশা শিন্ডে

সায়েশা শিন্ডে ৷ প্রথম তাঁর নাম ছিল স্বপ্নিল শিন্ডে ৷ 2021 সালে একজন ট্রান্স মহিলা হিসাবে নতুন করে পরিচয় সামনে আনেন তিনি ৷ লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেছিলেন স্বপ্নিল। সায়েশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ তিনি তার কাজের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন।

ববি ডার্লিং

ববি ডার্লিং, যাকে 'তাল', 'ম্যায় দিল তুঝকো দিয়া', 'কেয়া কুল হ্যায় হাম'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল ৷ তিনিও তাঁর লিঙ্গ পরিবর্তন করেছেন। ববি ডার্লিংএ-এর আগে নাম ছিল পঙ্কজ শর্মা ৷ 2010 সালে লিঙ্গ পরিবর্তন করেন তিনি। অল্প বয়সে লিঙ্গ পরিবর্তনের কারণে তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

গৌরী অরোরা

গৌরী অরোরার প্রথম দিকে নাম ছিল গৌরব অরোরা ৷ 2016 সালে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের ঘোষণা করেছিলেন। গৌরী স্প্লিটসভিলার সিজন 8-এ প্রতিযোগী ছিলেন। শোতে, তিনি নিজেকে উভকামী হিসাবে বর্ণনা করেছিলেন ।

নিকি চাওলা

ভারতের প্রথম ট্রান্সজেন্ডার মডেল, নিকি চাওলা ৷ 2009 সালে নিজেকে একজন ট্রান্সওমেন হিসেবে পরিচয় দেন। তিনি অনেক আন্তর্জাতিক র‌্যাম্প শো এবং রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। তিনি তাঁর মত আরও মানুষকে সাহায্য করতে চান বলে জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে ৷

গজল ধালিওয়াল

গল্পকার এবং অভিনেত্রী গজল ধালিওয়াল 20 বছর বয়সে তাঁর লিঙ্গ পরিবর্তন করেছিলেন। 'লিপস্টিক আন্ডার মাই বোরখা' সিনেমার সংলাপ লিখেছেন গজল। তিনি LGBTQ সম্প্রদায়ের একজন কর্মীও। তিনি আমির খানের টক শো 'সত্যমেব জয়তে'তেও অংশ নিয়েছিলেন।

অঞ্জলি আমীর

অঞ্জলি আমির, প্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী যিনি একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ৷ প্রথমে তাঁর নাম ছিল জামশীর ৷ অঞ্জলি আমীরের জন্ম হয়েছে 4 নভেম্বর 1995 সালে ভারতের কেরালার কোঝিকোড়ে। তিনি 'পেরানবু' (2018), 'দ্য স্পয়লস' (2024) এবং 'সুজহাল– দ্য ভর্টেক্স '(2022) এর মতো ছবিতে কাজ করেছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.