ETV Bharat / entertainment

অজয়ের 'সিংঘমে' এবার এন্ট্রি অর্জুনের, ভিলেন চরিত্রে ফার্স্ট লুকে নজর কাড়লেন বনি-পুত্র - Ajay Devgn

Singham Again: সিংঘম এগেইনের ভিলেনের লুক এল প্রকাশ্যে ৷ ছবির তারকারা সেই ছবি শেয়ার করেছেন ৷ রক্তমাখা এক ভয়ানক মুখ ৷ সিংঘম এগেইন ছবিতে ভিলেন কে দেখে নিন...

'সিংঘম এগেইনে'র ভিলেনের প্রকাশ্যে প্রথম লুক
Singham Again
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 1:13 PM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: রোহিত শেট্টি পরিচালিত তারকাখচিত ছবি 'সিংঘম এগেইন'-এ এবার আরও এক তারকার এন্ট্রি। ছবিতে অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, করিনা কাপুরদের উপস্থিতি আগেই জানা গিয়েছিল। তাঁদের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। এবার এই ছবির গুরুত্বপূর্ণ ভিলেন চরিত্রের লুক প্রকাশ্যে এল ৷ ভ্যালেনটাইনস-ডে'তে প্রথমে সোশাল মিডিয়ায় ছবিতে তাঁর ভিলেন লুকের ছবি প্রকাশ করেন অভিনেতা অর্জুন কাপুর ৷ তারপর অজয় দেবগনও অর্জুনের লুক শেয়ার করেন ৷ সিংঘম এগেইনে ভিলেন কে দেখে নিন...

ভ্যালেন্টাইনস ডে-তে, অর্জুন কাপুর ইনস্টাগ্রামে যে ছবিটি অর্জুন কাপুর শেয়ার করছেন, সেখানে রক্তমাখা শরীরে এক ভয়ানক লুকে নজর কাড়ছেন বলিউডের চর্চিত প্রেমিক ৷ ওই ছবির সঙ্গে আরও একটি কোলাজ রয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের সঙ্গে চোখ চোখ রেখেছেন তিনি ৷ অভিনেতা ক্যাপশানে লিখেছেন, "সিংঘমের ভিলেন! হিট মেশিন রোহিত শেট্টি স্যরের কপ ইউনিভার্সের শরিক হতে পেরে নিজেকে পৃথিবার শিখরে মনে হচ্ছে ৷" এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন সিংঘম এগেইন ৷

অর্জুনের পর এদিন অজয় দেবগনও ভিলেনরূপী অর্জুনের ছবি শেয়ার করেছেন ৷ তাতে ওই কোলাজ করা ছবিটি শেয়ার করে সিংঘমের প্রধান মুখ অজয় দেবগন লিখেছেন, "ঝড়ের জন্য প্রস্তুত হন ৷ স্বাগত অর্জুন ৷" উল্লেখ্য, রোহিত শেট্টির পরিচালনায় সিংঘম ফ্র্যাঞ্চাইজির এটা তৃতীয় ছবি। এই ছবিতে তাঁর কপ ইউনিভার্সকে বাড়িয়ে যুক্ত করেছেন দুই নতুন চরিত্র। তার মধ্যে রয়েছেন পুলিশ অফিসার শক্তি শেট্টির চরিত্রে দীপিকা পাড়ুকোন ও এসিপি সত্যপের চরিত্রে টাইগার শ্রফ।

এছাড়া এই ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিংহকে যাঁরা বড়পর্দায় পরিচিত যথাক্রমে 'সিংঘম', 'সূর্যবংশী' ও 'সিম্বা' নামে। চলতি বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন:

  1. অল্পের জন্য রক্ষা, শুটিং করতে গিয়ে চোট পেলেন 'সিংঘম' অজয়
  2. অজয়ের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ অক্ষয়ের
  3. রোহিতের কপ ইউনিভার্সে নয়া এন্ট্রি, এসিপি সত্য হয়ে আসছেন টাইগার

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: রোহিত শেট্টি পরিচালিত তারকাখচিত ছবি 'সিংঘম এগেইন'-এ এবার আরও এক তারকার এন্ট্রি। ছবিতে অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, করিনা কাপুরদের উপস্থিতি আগেই জানা গিয়েছিল। তাঁদের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। এবার এই ছবির গুরুত্বপূর্ণ ভিলেন চরিত্রের লুক প্রকাশ্যে এল ৷ ভ্যালেনটাইনস-ডে'তে প্রথমে সোশাল মিডিয়ায় ছবিতে তাঁর ভিলেন লুকের ছবি প্রকাশ করেন অভিনেতা অর্জুন কাপুর ৷ তারপর অজয় দেবগনও অর্জুনের লুক শেয়ার করেন ৷ সিংঘম এগেইনে ভিলেন কে দেখে নিন...

ভ্যালেন্টাইনস ডে-তে, অর্জুন কাপুর ইনস্টাগ্রামে যে ছবিটি অর্জুন কাপুর শেয়ার করছেন, সেখানে রক্তমাখা শরীরে এক ভয়ানক লুকে নজর কাড়ছেন বলিউডের চর্চিত প্রেমিক ৷ ওই ছবির সঙ্গে আরও একটি কোলাজ রয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের সঙ্গে চোখ চোখ রেখেছেন তিনি ৷ অভিনেতা ক্যাপশানে লিখেছেন, "সিংঘমের ভিলেন! হিট মেশিন রোহিত শেট্টি স্যরের কপ ইউনিভার্সের শরিক হতে পেরে নিজেকে পৃথিবার শিখরে মনে হচ্ছে ৷" এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন সিংঘম এগেইন ৷

অর্জুনের পর এদিন অজয় দেবগনও ভিলেনরূপী অর্জুনের ছবি শেয়ার করেছেন ৷ তাতে ওই কোলাজ করা ছবিটি শেয়ার করে সিংঘমের প্রধান মুখ অজয় দেবগন লিখেছেন, "ঝড়ের জন্য প্রস্তুত হন ৷ স্বাগত অর্জুন ৷" উল্লেখ্য, রোহিত শেট্টির পরিচালনায় সিংঘম ফ্র্যাঞ্চাইজির এটা তৃতীয় ছবি। এই ছবিতে তাঁর কপ ইউনিভার্সকে বাড়িয়ে যুক্ত করেছেন দুই নতুন চরিত্র। তার মধ্যে রয়েছেন পুলিশ অফিসার শক্তি শেট্টির চরিত্রে দীপিকা পাড়ুকোন ও এসিপি সত্যপের চরিত্রে টাইগার শ্রফ।

এছাড়া এই ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিংহকে যাঁরা বড়পর্দায় পরিচিত যথাক্রমে 'সিংঘম', 'সূর্যবংশী' ও 'সিম্বা' নামে। চলতি বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন:

  1. অল্পের জন্য রক্ষা, শুটিং করতে গিয়ে চোট পেলেন 'সিংঘম' অজয়
  2. অজয়ের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ অক্ষয়ের
  3. রোহিতের কপ ইউনিভার্সে নয়া এন্ট্রি, এসিপি সত্য হয়ে আসছেন টাইগার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.