ETV Bharat / entertainment

জিয়াগঞ্জে ভোট দিলেন অরিজিৎ, বার্তা করণ-সিদ্ধার্থের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Arijit Singh and Other Celeb Casts Vote: জিয়াগঞ্জে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন গায়ক অরিজিৎ সিং ৷ সঙ্গে ছিলেন স্ত্রী কোয়েল ৷ অন্যদিকে, সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা বলি তারকাদের ৷

Arijit Singh
জিয়াগঞ্জে ভোট দিলেন গায়ক অরিজিৎ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 6:20 PM IST

জিয়াগঞ্জে ভোট দিলেন গায়ক অরিজিৎ (ইটিভি ভারত)

জিয়াগঞ্জ, 7 মে: দুপুর গড়িয়ে তখন বিকেল ৷ ঢিমেতালে ভোটগ্রহণ চলছে প্রীতম সিং জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে 26 নম্বর বুথে ৷ আচমকাই যেন এল দমকা বাতাস ৷ সস্ত্রীক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসেন গায়ক অরিজিৎ সিং ৷ সাদামাটা চেনাছন্দেই এদিন দেখা যায় সঙ্গীতশিল্পী অরিজিৎকে ৷ পাশে ছিলেন স্ত্রী কোয়েল রায় ৷ অন্যদিকে, তৃতীয় দফা নির্বাচনে বলিউড তারকারা ভোটের আবেদন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাসিন্দা অরিজিৎ সিং। এদিন বিকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রীতম সিং প্রাইমারি স্কুলের 26 নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন 'রঙ দে তু মোহে গেরুয়ার' গায়ক । জানা গিয়েছে, ভোট দেবেন বলেই মঙ্গলবার ভোরে মুম্বই থেকে জিয়াগঞ্জে আসেন অরিজিৎ ৷ এদিন স্ত্রীকে স্কুটে বসিয়ে আসেন ভোট কেন্দ্রে ৷ তাঁকে দেখামাত্রই ঘিরে ধরেন সাংবাদিক বন্ধুরা ৷ বুথে ঢুকে ভোট দেন অরিজিৎ ৷ তারপর সাংবাদিকদের সামনে এসে আঙুলে ভোটের চিহ্নও দেখান তিনি ৷
অন্যদিকে, দেশের 93টি কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ ভোট দিয়েছেন হেভিওয়েট নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, শিল্পপতি গৌতম আদানির মতো বিশিষ্টরা ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ ৷ এখনও বাকি রয়েছে আরও চারদফার ভোট ৷ এদিন সোশাল মিডিয়ায় বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা জনগণকে ভোটদানের আহ্বান জানান ৷

পরিচালক করণ জোহর একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে মূল বিষয় হিসেবে উঠে এসেছে দেশবাসীকে ভোটদানে উৎাসাহিত করা ৷ দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে অনেকেই সামিল হন না অর্থাৎ ভোট প্রয়োগ করেন না ৷ যাতে সকলে এসে ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সেই কারণেই তারকাদের এই ভিডিয়ো বার্তা ৷

আরও পড়ুন

1. পাঞ্জাবি-শাড়ি পরে জোড়ায় ভোটদান রীতেশ-জেনেলিয়ার; দেখুন ভিডিয়ো

2. পদ্মশিবিরে যোগ অভিনেতা শেখর সুমনের, গেরুয়ায় সামিল কংগ্রেসের রাধিকা খেরা

3. বেলা তিনটেতেই ভোটদানে হাফ-সেঞ্চুরি, কোথায় কত ভোট পড়ল ?

জিয়াগঞ্জে ভোট দিলেন গায়ক অরিজিৎ (ইটিভি ভারত)

জিয়াগঞ্জ, 7 মে: দুপুর গড়িয়ে তখন বিকেল ৷ ঢিমেতালে ভোটগ্রহণ চলছে প্রীতম সিং জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে 26 নম্বর বুথে ৷ আচমকাই যেন এল দমকা বাতাস ৷ সস্ত্রীক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসেন গায়ক অরিজিৎ সিং ৷ সাদামাটা চেনাছন্দেই এদিন দেখা যায় সঙ্গীতশিল্পী অরিজিৎকে ৷ পাশে ছিলেন স্ত্রী কোয়েল রায় ৷ অন্যদিকে, তৃতীয় দফা নির্বাচনে বলিউড তারকারা ভোটের আবেদন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাসিন্দা অরিজিৎ সিং। এদিন বিকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রীতম সিং প্রাইমারি স্কুলের 26 নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন 'রঙ দে তু মোহে গেরুয়ার' গায়ক । জানা গিয়েছে, ভোট দেবেন বলেই মঙ্গলবার ভোরে মুম্বই থেকে জিয়াগঞ্জে আসেন অরিজিৎ ৷ এদিন স্ত্রীকে স্কুটে বসিয়ে আসেন ভোট কেন্দ্রে ৷ তাঁকে দেখামাত্রই ঘিরে ধরেন সাংবাদিক বন্ধুরা ৷ বুথে ঢুকে ভোট দেন অরিজিৎ ৷ তারপর সাংবাদিকদের সামনে এসে আঙুলে ভোটের চিহ্নও দেখান তিনি ৷
অন্যদিকে, দেশের 93টি কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ ভোট দিয়েছেন হেভিওয়েট নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, শিল্পপতি গৌতম আদানির মতো বিশিষ্টরা ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া দেশমুখ ৷ এখনও বাকি রয়েছে আরও চারদফার ভোট ৷ এদিন সোশাল মিডিয়ায় বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা জনগণকে ভোটদানের আহ্বান জানান ৷

পরিচালক করণ জোহর একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে মূল বিষয় হিসেবে উঠে এসেছে দেশবাসীকে ভোটদানে উৎাসাহিত করা ৷ দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে অনেকেই সামিল হন না অর্থাৎ ভোট প্রয়োগ করেন না ৷ যাতে সকলে এসে ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সেই কারণেই তারকাদের এই ভিডিয়ো বার্তা ৷

আরও পড়ুন

1. পাঞ্জাবি-শাড়ি পরে জোড়ায় ভোটদান রীতেশ-জেনেলিয়ার; দেখুন ভিডিয়ো

2. পদ্মশিবিরে যোগ অভিনেতা শেখর সুমনের, গেরুয়ায় সামিল কংগ্রেসের রাধিকা খেরা

3. বেলা তিনটেতেই ভোটদানে হাফ-সেঞ্চুরি, কোথায় কত ভোট পড়ল ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.