ETV Bharat / entertainment

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন? - Arijit Singh Live concert in Dubai - ARIJIT SINGH LIVE CONCERT IN DUBAI

Arijit Singh's Dubai concert: পাকিস্তানের অভিনেত্রী মাহির খানের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ৷ দুবাইয়ে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টের সেই ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷

Arijit Singh Dubai concert
ক্ষমা চাইলেন অরিজিৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 8:11 PM IST

হায়দরাবাদ, 28 এপ্রিল: দেশে হোক বা বিদেশে, যেখানেই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং কনসার্টে যান জমিয়ে দেন ৷ তবে এবারের দুবাই কনসার্টে একটু হোঁচট খেলেন তিনি ৷ দর্শক আসনে বসে থাকা অভিনেত্রীকে চিনতে পারলেন না অরিজিৎ ৷ অথচ তাঁর অভিনীত হিট ছবির গান গেয়েছেন খোদ শিল্পীই ৷ লাখো দর্শকের মাঝে অভিনেত্রীকে চিনতে না পারার কারণে ক্ষমা চাইলেন অরিজিৎ ৷ সেই অভিনেত্রী আর কেউ নন, 'রইস' ছবিতে শাহরুখ খানের বিপরীতে কাজ করা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷

সোশাল মিডিয়ায়, শাহজাদি সিপরা নামের এক ইউজার এই ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানেই দেখা যায়, ভিড়ের মধ্যে সামনের দিকে দর্শকের আসনে বসে রয়েছেন হামসফর অভিনেত্রী ৷ প্রথম দিকে তাঁকে চিনতে না পারলেও পরবর্তী সময়ে তিনি মনে করতে পারেন অভিনেত্রীকে ৷ এরপরেই তিনি স্বীকার করেন নিজের ভুল ৷ সকলকে অবাক করে দিয়ে প্রথম দেখাতেই মাহিরা খানকে চিনতে না পারার জন্য ক্ষমাও চান অরিজিৎ সিং ৷ এরপরেই মাহিরা খানের দিকে স্পটলাইট ফেলার অনুরোধ করেন অরিজিৎ ৷ যা দেখে একটু লজ্জাও পান মাহিরা ৷ বড় স্ক্রিনে ভেসে ওঠেন মাহিরা ৷ দর্শকদের দেখে হাতও নাড়েন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, 2017 সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত 'রইস' ৷ ছবিতে শাহরুখ খানের বিপরীতে কাজ করে প্রথমবার বলিউডে পা রাখেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷ 2023 সালের অক্টোবরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন পাকিস্তানের ব্যবসায়ী সালিম করিমকে ৷ অন্যদিকে নেটফ্লিক্স সিরিজ 'জো বাঁচে সঙ্গ সামেট লো' ও একটি নাম ঠিক না হওয়া ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেই ওঠে গুঞ্জন ৷ শোনা যায় দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা ৷ সেই কারণেই বিভিন্ন কাজ থেকে সরে আসছেন তিনি ৷ মূলত, ভারতের পাশাপাশি, পাকিস্তানেও জনপ্রিয় মাহিরা খান ৷ 'হামসফর', 'বিন রোয়ে', 'রাজিয়া'-র মতো ছবি ও সিরিজ উপহার দিয়েছেন মাহিরা ৷

আরও পড়ুন

1. 'প্রাক্তন' প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'অযোগ্য' ছবি আনছেন কৌশিক, প্রকাশ্যে পোস্টার

2. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়

3. ফের পিছল তারিখ, প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে? বড় ঘোষণা নির্মাতাদের

হায়দরাবাদ, 28 এপ্রিল: দেশে হোক বা বিদেশে, যেখানেই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং কনসার্টে যান জমিয়ে দেন ৷ তবে এবারের দুবাই কনসার্টে একটু হোঁচট খেলেন তিনি ৷ দর্শক আসনে বসে থাকা অভিনেত্রীকে চিনতে পারলেন না অরিজিৎ ৷ অথচ তাঁর অভিনীত হিট ছবির গান গেয়েছেন খোদ শিল্পীই ৷ লাখো দর্শকের মাঝে অভিনেত্রীকে চিনতে না পারার কারণে ক্ষমা চাইলেন অরিজিৎ ৷ সেই অভিনেত্রী আর কেউ নন, 'রইস' ছবিতে শাহরুখ খানের বিপরীতে কাজ করা পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷

সোশাল মিডিয়ায়, শাহজাদি সিপরা নামের এক ইউজার এই ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানেই দেখা যায়, ভিড়ের মধ্যে সামনের দিকে দর্শকের আসনে বসে রয়েছেন হামসফর অভিনেত্রী ৷ প্রথম দিকে তাঁকে চিনতে না পারলেও পরবর্তী সময়ে তিনি মনে করতে পারেন অভিনেত্রীকে ৷ এরপরেই তিনি স্বীকার করেন নিজের ভুল ৷ সকলকে অবাক করে দিয়ে প্রথম দেখাতেই মাহিরা খানকে চিনতে না পারার জন্য ক্ষমাও চান অরিজিৎ সিং ৷ এরপরেই মাহিরা খানের দিকে স্পটলাইট ফেলার অনুরোধ করেন অরিজিৎ ৷ যা দেখে একটু লজ্জাও পান মাহিরা ৷ বড় স্ক্রিনে ভেসে ওঠেন মাহিরা ৷ দর্শকদের দেখে হাতও নাড়েন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, 2017 সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত 'রইস' ৷ ছবিতে শাহরুখ খানের বিপরীতে কাজ করে প্রথমবার বলিউডে পা রাখেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷ 2023 সালের অক্টোবরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন পাকিস্তানের ব্যবসায়ী সালিম করিমকে ৷ অন্যদিকে নেটফ্লিক্স সিরিজ 'জো বাঁচে সঙ্গ সামেট লো' ও একটি নাম ঠিক না হওয়া ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেই ওঠে গুঞ্জন ৷ শোনা যায় দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা ৷ সেই কারণেই বিভিন্ন কাজ থেকে সরে আসছেন তিনি ৷ মূলত, ভারতের পাশাপাশি, পাকিস্তানেও জনপ্রিয় মাহিরা খান ৷ 'হামসফর', 'বিন রোয়ে', 'রাজিয়া'-র মতো ছবি ও সিরিজ উপহার দিয়েছেন মাহিরা ৷

আরও পড়ুন

1. 'প্রাক্তন' প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'অযোগ্য' ছবি আনছেন কৌশিক, প্রকাশ্যে পোস্টার

2. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়

3. ফের পিছল তারিখ, প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে? বড় ঘোষণা নির্মাতাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.