ETV Bharat / entertainment

দেশের পাঁচ শহরে অরিজিতের সুরেলা সফর, কীভাবে মিলবে টিকিট ? - ARIJIT SINGH

এ মরশুমের মেলোডি কিং অরিজিৎ সিংয়ের শো দেশের কোথায় কোথায় হবে, তা জানিয়ে দিলেন গায়কই ৷ নভেম্বর থেকে সেই কনসার্ট শুরু, যার টিকিটও মিলছে ৷

ARIJIT SINGH
অরিজিৎ সিংয়ের শো (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 21, 2024, 7:31 PM IST

কলকাতা, 21 অক্টোবর: মরশুমে অরিজিৎসিংয়ের কনসার্ট কোথায় কোথায়? ভারতের পাঁচ শহরের 'শো'য়ের ঘোষণা করলেন মেলোডি কিং ৷ এবছরের 30 নভেম্বর থেকে আগামী বছরের 27 এপ্রিল পর্যন্ত দেশের পাঁচটি শহরে অভিজিৎ সিংয়ের 'শো'গুলি হবে ৷

অরিজিৎ বাংলার আবেগ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে শুধু দেশ নয়, বিদেশেও কোটি কোটি মানুষের মন জয় করেছেন। বলিউডের একাধিক সিনেমার হিট টাইটেল ট্র্যাক রয়েছে তাঁর ঝুলিতে। মুম্বই 'জয়' করলেও অরিজিৎ সিং বেশিরভাগ সময়ই থাকেন মুর্শিদাবাদে। তারকার সাদামাটা জীবন চর্চার বিষয় থেকেছে বরাবর। আর তারকা অরিজিৎ মাটির কাছাকাছি থাকার জন্য তাঁকে আরও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এ মরশুমে তাঁর দেশের যে যে শহরে কনসার্ট রয়েছে তা হল বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, মুম্বই ও চেন্নাই ৷

দেখে নিন এই শহরগুলিতে অরিজিতের কনসার্টের সময়সূচি

  • 30 নভেম্বর, 2024 - বেঙ্গালুরু
  • 7 ডিসেম্বর, 2024 - হায়দরাবাদ
  • 2 ফেব্রুয়ারি, 2025 - দিল্লি এনসিআর
  • 23 মার্চ, 2025 - মুম্বই
  • 27 এপ্রিল 2025 - চেন্নাই

বেঙ্গালুরু এবং হায়দরাদের কনসার্টের টিকিট ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ৷ 21 অক্টোবর অর্থাৎ আজ থেকে মেলোডি কিংয়ের কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে ৷ যার দাম বিভিন্ন দামে 2,000 থেকে 80,000 টাকা পর্যন্ত রাখা। বাকি থাকা শহরগুলির জন্য টিকিট শীঘ্রই মিলবে ৷ একটি বিবৃতিতে জানা গিয়েছে, অরিজিৎ সিং মঞ্চে ফিরে আসার জন্য তাঁর উৎসাহ প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "লাইভ পারফর্ম করা এবং এত লোকের ভালোবাসা এবং আনন্দের সাক্ষী হওয়ার মতো কিছুই নেই। আমি এই দর্শকদের প্রতিক্রিয়া দেখতে আগ্রহী ৷ আমরা বিশেষভাবে মঞ্চে নতুন কিছু আনার জন্য হিটগুলি-প্রতিটি ট্র্যাক নতুন করে করার তৈরি করেছি ৷ থাকছে আরও কিছু চমক ৷

কলকাতা, 21 অক্টোবর: মরশুমে অরিজিৎসিংয়ের কনসার্ট কোথায় কোথায়? ভারতের পাঁচ শহরের 'শো'য়ের ঘোষণা করলেন মেলোডি কিং ৷ এবছরের 30 নভেম্বর থেকে আগামী বছরের 27 এপ্রিল পর্যন্ত দেশের পাঁচটি শহরে অভিজিৎ সিংয়ের 'শো'গুলি হবে ৷

অরিজিৎ বাংলার আবেগ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে শুধু দেশ নয়, বিদেশেও কোটি কোটি মানুষের মন জয় করেছেন। বলিউডের একাধিক সিনেমার হিট টাইটেল ট্র্যাক রয়েছে তাঁর ঝুলিতে। মুম্বই 'জয়' করলেও অরিজিৎ সিং বেশিরভাগ সময়ই থাকেন মুর্শিদাবাদে। তারকার সাদামাটা জীবন চর্চার বিষয় থেকেছে বরাবর। আর তারকা অরিজিৎ মাটির কাছাকাছি থাকার জন্য তাঁকে আরও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এ মরশুমে তাঁর দেশের যে যে শহরে কনসার্ট রয়েছে তা হল বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, মুম্বই ও চেন্নাই ৷

দেখে নিন এই শহরগুলিতে অরিজিতের কনসার্টের সময়সূচি

  • 30 নভেম্বর, 2024 - বেঙ্গালুরু
  • 7 ডিসেম্বর, 2024 - হায়দরাবাদ
  • 2 ফেব্রুয়ারি, 2025 - দিল্লি এনসিআর
  • 23 মার্চ, 2025 - মুম্বই
  • 27 এপ্রিল 2025 - চেন্নাই

বেঙ্গালুরু এবং হায়দরাদের কনসার্টের টিকিট ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ৷ 21 অক্টোবর অর্থাৎ আজ থেকে মেলোডি কিংয়ের কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে ৷ যার দাম বিভিন্ন দামে 2,000 থেকে 80,000 টাকা পর্যন্ত রাখা। বাকি থাকা শহরগুলির জন্য টিকিট শীঘ্রই মিলবে ৷ একটি বিবৃতিতে জানা গিয়েছে, অরিজিৎ সিং মঞ্চে ফিরে আসার জন্য তাঁর উৎসাহ প্রকাশ করেছেন ৷ তিনি বলেন, "লাইভ পারফর্ম করা এবং এত লোকের ভালোবাসা এবং আনন্দের সাক্ষী হওয়ার মতো কিছুই নেই। আমি এই দর্শকদের প্রতিক্রিয়া দেখতে আগ্রহী ৷ আমরা বিশেষভাবে মঞ্চে নতুন কিছু আনার জন্য হিটগুলি-প্রতিটি ট্র্যাক নতুন করে করার তৈরি করেছি ৷ থাকছে আরও কিছু চমক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.