ETV Bharat / entertainment

সত্যি বললে মুখ দেখাতে পারবেন না, বিস্ফোরক অনুরাগ কাশ্যপ - Anurag Kashyap - ANURAG KASHYAP

Anurag Kashyap Relation With Abhay Deol: অনুরাগ কাশ্যপ মুখ খোলা মানেই বিতর্ককের জন্ম দেওয়া ৷ এবার অভয় দেওলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য 'গ্যাংস অফ ওয়াসিপুর' পরিচালকের ৷ অভয়ের সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদের কারণ নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন তিনি ৷

Anurag Kashyap Relation With Abhay Deol
অনুরাগ কাশ্যপ ও অভয় দেওল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 6:37 PM IST

হায়দরাবাদ, 21 জুন: অভিনেতা অভয় দেওলের ফিল্মি কেরিয়ারে 'দেব ডি' অন্যতম একটি ৷ অনুরাগ কাশ্যপ পরিচালিত 2009 সালে মুক্তি পাওয়া এই ছবির সাফল্যের পর আচমকা অনুরাগ-অভয়ের বন্ধুত্বে ছেদ পড়ে ৷ যা নিয়ে অনেক জলঘোলা হয়েছে ৷ এতদিন পর সেই কারণ সামনে আনলেন পরিচালক ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগের সঙ্গে প্রকাশ ঝা ও অভয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় ৷ কেন তাঁদের বন্ধত্বে ছেদ পড়ল তা নিয়েও ওঠে প্রশ্ন ৷ অনুরাগ বলেন, "আমি যে কোনও সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে পারি ৷ 'দেব ডি' শুটিংয়ের সময় অভয়ের সঙ্গে আমার পরিচয় হয় ৷ ছবি মুক্তির আগে প্রোমোশনে পর্যন্ত অভয় আসেননি ৷ এমনকী, তারপর থেকে ওর সঙ্গে আমার কখনও কোনও কথা হয়নি ৷ যদি সে আমাকে টক্সিক বলতে চায়, বলতে পারে ৷ এটা আসলে তাঁর দৃষ্টিভঙ্গি ৷"

তিনি আরও বলেন, "আসলে সত্যিটা বলা যাবে না ৷ কিন্তু যদি আমি সত্যিটা সামনে আনি তাহলে অভয় কখনও নিজের মুখ দেখাতে পারবেন না ৷ এমন অনেক সত্যি লুকিয়ে রয়েছে যা সামনে আনলে অভয়ের সেই প্রসঙ্গে কথা বলারও সাহস থাকবে না ৷ তাই আমি সেই সম্পর্কে কোনও কথাই বলব না, যা তাঁকে সকলের সামনে ছোট করে দেবে ৷"

এরপর তিনি আরও একটি চর্চিত বিতর্ক নিয়ে মুখ খোলেন ৷ 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে প্রথম নেওয়ার কথা ছিল পঙ্কজ ঝাকে ৷ কিন্তু তার পরিবর্তে নেওয়া হয় পঙ্কজ ত্রিপাঠীকে ৷ যা নাকি পঙ্কজ ঝাকে জানানোই হয়নি ৷ অনুরাগ বলেন, "আসলে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ আমার সিরিজের বাজেট টাইট ছিল ৷ পাশাপাশি, আমাকে ওই চরিত্রের জন্য দ্রুত কাস্ট করতে হত ৷ সেই সময় পঙ্কজ ত্রিপাঠীকে নেওয়া হয় ৷"

আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই পরিচালক কাশ্যপকে 'প্রবলেমেটিক' ও 'টক্সিক' বলে থাকেন ৷ এই প্রসঙ্গে তিনি জানান, সকলকে খুশি করে চলা, তাঁর পক্ষে সম্ভব নয় ৷ আর যাঁকে নেতিবাচকভাবে দেখেন, তাঁদের সঙ্গে তিনি কাজ করাও পছন্দ করেন না ৷ আপাতত, অনুরাগ বেশ কিছু প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ যার মধ্যে একটি রয়েছে বিজয় সেতুপথির সঙ্গে 'মহারাজা' ৷ অন্যটি হল গুলশন দেবাইয়ার 'ব্যাড কপ' ৷ দু'টি ছবিতেই অভিনয় করতে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে ৷

হায়দরাবাদ, 21 জুন: অভিনেতা অভয় দেওলের ফিল্মি কেরিয়ারে 'দেব ডি' অন্যতম একটি ৷ অনুরাগ কাশ্যপ পরিচালিত 2009 সালে মুক্তি পাওয়া এই ছবির সাফল্যের পর আচমকা অনুরাগ-অভয়ের বন্ধুত্বে ছেদ পড়ে ৷ যা নিয়ে অনেক জলঘোলা হয়েছে ৷ এতদিন পর সেই কারণ সামনে আনলেন পরিচালক ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগের সঙ্গে প্রকাশ ঝা ও অভয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় ৷ কেন তাঁদের বন্ধত্বে ছেদ পড়ল তা নিয়েও ওঠে প্রশ্ন ৷ অনুরাগ বলেন, "আমি যে কোনও সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে পারি ৷ 'দেব ডি' শুটিংয়ের সময় অভয়ের সঙ্গে আমার পরিচয় হয় ৷ ছবি মুক্তির আগে প্রোমোশনে পর্যন্ত অভয় আসেননি ৷ এমনকী, তারপর থেকে ওর সঙ্গে আমার কখনও কোনও কথা হয়নি ৷ যদি সে আমাকে টক্সিক বলতে চায়, বলতে পারে ৷ এটা আসলে তাঁর দৃষ্টিভঙ্গি ৷"

তিনি আরও বলেন, "আসলে সত্যিটা বলা যাবে না ৷ কিন্তু যদি আমি সত্যিটা সামনে আনি তাহলে অভয় কখনও নিজের মুখ দেখাতে পারবেন না ৷ এমন অনেক সত্যি লুকিয়ে রয়েছে যা সামনে আনলে অভয়ের সেই প্রসঙ্গে কথা বলারও সাহস থাকবে না ৷ তাই আমি সেই সম্পর্কে কোনও কথাই বলব না, যা তাঁকে সকলের সামনে ছোট করে দেবে ৷"

এরপর তিনি আরও একটি চর্চিত বিতর্ক নিয়ে মুখ খোলেন ৷ 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে প্রথম নেওয়ার কথা ছিল পঙ্কজ ঝাকে ৷ কিন্তু তার পরিবর্তে নেওয়া হয় পঙ্কজ ত্রিপাঠীকে ৷ যা নাকি পঙ্কজ ঝাকে জানানোই হয়নি ৷ অনুরাগ বলেন, "আসলে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ আমার সিরিজের বাজেট টাইট ছিল ৷ পাশাপাশি, আমাকে ওই চরিত্রের জন্য দ্রুত কাস্ট করতে হত ৷ সেই সময় পঙ্কজ ত্রিপাঠীকে নেওয়া হয় ৷"

আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই পরিচালক কাশ্যপকে 'প্রবলেমেটিক' ও 'টক্সিক' বলে থাকেন ৷ এই প্রসঙ্গে তিনি জানান, সকলকে খুশি করে চলা, তাঁর পক্ষে সম্ভব নয় ৷ আর যাঁকে নেতিবাচকভাবে দেখেন, তাঁদের সঙ্গে তিনি কাজ করাও পছন্দ করেন না ৷ আপাতত, অনুরাগ বেশ কিছু প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ যার মধ্যে একটি রয়েছে বিজয় সেতুপথির সঙ্গে 'মহারাজা' ৷ অন্যটি হল গুলশন দেবাইয়ার 'ব্যাড কপ' ৷ দু'টি ছবিতেই অভিনয় করতে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.