ETV Bharat / entertainment

59 বছর বয়সে থামল পথচলা, প্রয়াত 'অনুপমা'খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং - ঋতুরাজ সিং

Actor Rituraj Singh Demise: শেষ নিশ্বাস ত্যাগ করলেন বলিউড অভিনেতা ঋতুরাজ সিং ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তিনি । 59 বছর বয়সি অভিনেতা সম্প্রতি অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন । ঋতুরাজ টেলিভিশনে কাজ করার পাশাপাশি হিন্দি সিনেমাতে ও সিরিজে নিজের ছাপ ছেড়ে গিয়েছেন ।

Actor Rituraj Singh Passes Away
ঋতুরাজ সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 12:35 PM IST

মুম্বই, 20 ফেব্রুয়ারি: মাত্র 59 বছর বয়সেই থেমে গেল জীবনের পথচলা ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং ৷ তাঁর সহকর্মী এবং বন্ধু অমিত বেহেল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৷ অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য সম্প্রতি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ৷ সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

ঋতুরাজের ঘনিষ্ঠ বন্ধু অমিত বেহেল সোশাল মিডিয়ায় লিখেছেন, "হ্যাঁ হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুরাজ সিং প্রয়াত হয়েছেন । অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য কিছুদিন আগে তাঁকে একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ বাড়ি ফিরে কিছু শারীরিক জটিলতা দেখা দেয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ।" ঋতুরাজের শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি ।

23 মে 1964 সালে রাজস্থানের কোটায় জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং ৷ টেলিভিশন দুনিয়ায় বেশ জনপ্রিয় তিনি ৷ ছোটপর্দার পাশাপাশি সিলভার ক্রিনেও দাপিয়ে কাজ করেছেন এই অভিনেতা ৷ 1993 সাল থেকে 'বনেগি আপনি বাত', 'জ্যোতি', 'হিটলার দিদি', 'শপথ', 'ওয়ারিয়র হাই', 'আহাত', 'আদালত' এবং 'দিয়া অর বাতি হাম'-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । তিনি 'লাডো 2'-এ বলবন্ত চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন ।

এর পাশাপাশি ঋতুরাজ সিংকে 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়', 'কুটুম্ব', 'অভয় 3' এবং 'নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ডে'ও দর্শক দেখেছে ৷ সম্প্রতি অনুপমা ধারাবাহিকে কাজ করছিলেন তিনি ৷ এই ধারাবাহিকে তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন ঋতুরাজ । 'সত্যমেব জয়তে 2' এবং 'বদ্রিনাথ কী দুলহানিয়া'র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ 'বদ্রিনাথ কী দুলহানিয়া'য় তিনি বরুণ ধাওয়ানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন ।

বরুণ এ দিন ঋতুরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি 'বদ্রিনাথ কি দুলহানিয়া' থেকে তাঁদের দৃশ্যের একটি স্ক্রিনশট শেয়ার করে সোশাল মিডিয়ায় লিখেছেন, "রেস্ট ইন পিস ঋতুরাজ স্যার । ওঁনার সঙ্গে কাজ চলাকালীন চমৎকার সময় কাটিয়েছি এবং মাত্র কয়েক মাস আগে বেবি জনের সেটে ওঁনার সঙ্গে দেখা হয়েছিল । ওম শান্তি ৷" ঋতুরাজ সিংয়ের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিনোদন দুনিয়া ৷ তাঁর প্রয়াণে অসংখ্য ভক্তও সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ।

তাঁর কর্মজীবনের যাত্রার কথা উল্লেখ করে ঋতুরাজ সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "ছোট পর্দায় আমি সব চ্যানেলের জন্য কাজ করেছি এবং প্রতিটি নির্মাতার সঙ্গে আমি একাধিকবার কাজ করেছি । এখন একই জিনিস ওটিটি এবং সিনেমাগুলির ক্ষেত্রেও ঘটছে । আমি একটি কাজ শেষ করার আগে, আমার হাতে আরও কিছু না কিছু কাজ আছে । আমি 12 বছর বয়সে একটি ছোটদের থিয়েটার গ্রুপ দিয়ে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করি এবং 17 বছর বয়সে আমি ব্যারি জনের পেশাদার গ্রুপে যোগদান করি । আমি তাঁর সঙ্গে 12 বছর থিয়েটার করেছি ৷ তারপরে দুটি ইংরেজি চলচ্চিত্র এবং 1993 সালে আমি আমার প্রথম ধারাবাহিক করেছি এবং 25 বছর ধরে কাজ করছি । এখন আমার সমস্ত মনোযোগ সিনেমা এবং ডিজিটাল প্লাটফর্মের দিকে ।"

আরও পড়ুন:

  1. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  2. মাত্র উনিশেই থামল জীবন! মৃত্যু 'দঙ্গল' খ্যাত আমিরকন্যার, কারণ ঘিরে ধোঁয়াশা
  3. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে

মুম্বই, 20 ফেব্রুয়ারি: মাত্র 59 বছর বয়সেই থেমে গেল জীবনের পথচলা ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং ৷ তাঁর সহকর্মী এবং বন্ধু অমিত বেহেল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৷ অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য সম্প্রতি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি ৷ সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

ঋতুরাজের ঘনিষ্ঠ বন্ধু অমিত বেহেল সোশাল মিডিয়ায় লিখেছেন, "হ্যাঁ হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুরাজ সিং প্রয়াত হয়েছেন । অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য কিছুদিন আগে তাঁকে একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ বাড়ি ফিরে কিছু শারীরিক জটিলতা দেখা দেয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ।" ঋতুরাজের শেষকৃত্যের বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি ।

23 মে 1964 সালে রাজস্থানের কোটায় জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং ৷ টেলিভিশন দুনিয়ায় বেশ জনপ্রিয় তিনি ৷ ছোটপর্দার পাশাপাশি সিলভার ক্রিনেও দাপিয়ে কাজ করেছেন এই অভিনেতা ৷ 1993 সাল থেকে 'বনেগি আপনি বাত', 'জ্যোতি', 'হিটলার দিদি', 'শপথ', 'ওয়ারিয়র হাই', 'আহাত', 'আদালত' এবং 'দিয়া অর বাতি হাম'-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । তিনি 'লাডো 2'-এ বলবন্ত চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন ।

এর পাশাপাশি ঋতুরাজ সিংকে 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়', 'কুটুম্ব', 'অভয় 3' এবং 'নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ডে'ও দর্শক দেখেছে ৷ সম্প্রতি অনুপমা ধারাবাহিকে কাজ করছিলেন তিনি ৷ এই ধারাবাহিকে তাঁর কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন ঋতুরাজ । 'সত্যমেব জয়তে 2' এবং 'বদ্রিনাথ কী দুলহানিয়া'র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ 'বদ্রিনাথ কী দুলহানিয়া'য় তিনি বরুণ ধাওয়ানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন ।

বরুণ এ দিন ঋতুরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি 'বদ্রিনাথ কি দুলহানিয়া' থেকে তাঁদের দৃশ্যের একটি স্ক্রিনশট শেয়ার করে সোশাল মিডিয়ায় লিখেছেন, "রেস্ট ইন পিস ঋতুরাজ স্যার । ওঁনার সঙ্গে কাজ চলাকালীন চমৎকার সময় কাটিয়েছি এবং মাত্র কয়েক মাস আগে বেবি জনের সেটে ওঁনার সঙ্গে দেখা হয়েছিল । ওম শান্তি ৷" ঋতুরাজ সিংয়ের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিনোদন দুনিয়া ৷ তাঁর প্রয়াণে অসংখ্য ভক্তও সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ।

তাঁর কর্মজীবনের যাত্রার কথা উল্লেখ করে ঋতুরাজ সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "ছোট পর্দায় আমি সব চ্যানেলের জন্য কাজ করেছি এবং প্রতিটি নির্মাতার সঙ্গে আমি একাধিকবার কাজ করেছি । এখন একই জিনিস ওটিটি এবং সিনেমাগুলির ক্ষেত্রেও ঘটছে । আমি একটি কাজ শেষ করার আগে, আমার হাতে আরও কিছু না কিছু কাজ আছে । আমি 12 বছর বয়সে একটি ছোটদের থিয়েটার গ্রুপ দিয়ে বিনোদন দুনিয়ায় কাজ শুরু করি এবং 17 বছর বয়সে আমি ব্যারি জনের পেশাদার গ্রুপে যোগদান করি । আমি তাঁর সঙ্গে 12 বছর থিয়েটার করেছি ৷ তারপরে দুটি ইংরেজি চলচ্চিত্র এবং 1993 সালে আমি আমার প্রথম ধারাবাহিক করেছি এবং 25 বছর ধরে কাজ করছি । এখন আমার সমস্ত মনোযোগ সিনেমা এবং ডিজিটাল প্লাটফর্মের দিকে ।"

আরও পড়ুন:

  1. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  2. মাত্র উনিশেই থামল জীবন! মৃত্যু 'দঙ্গল' খ্যাত আমিরকন্যার, কারণ ঘিরে ধোঁয়াশা
  3. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.