কলকাতা, 9 মে: মৃণাল সেনের 'চালচিত্র' নির্মাণের নেপথ্যের গল্প আসছে বড় পর্দায়। নির্মাণে মৃণাল সেনের স্নেহধন্য অভিনেতা অঞ্জন দত্ত। পরিচালকের এই ছবির নাম 'চালচিত্র এখন'। 14 মে মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন অঞ্জন দত্ত। তারই ফলস্বরূপ 'চালচিত্র এখন' মুক্তি পাচ্ছে 10 মে। ইটিভি ভারতের মুখোমুখি হয়ে পরিচালক জানালেন অঞ্জন থেকে মৃণাল হওয়ার রোমাঞ্চকর জার্নির কথা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আসলে মৃণাল সেনের বাড়িতে অঞ্জন দত্তর ছিল নিত্য আনাগোনা । যেদিন থেকে এই ছবির স্ক্রিপ্ট লেখা শুরু করেন সেদিন থেকেই নাকি মৃণাল সেনের ভূমিকায় তিনি ভেবে রেখেছিলেন নিজেকে । কিন্তু কেন? পরিচালক অঞ্জন বলেন, "আমি যেভাবে ওঁকে দেখেছি সেটা অন্যকে বুঝিয়ে করানো শক্ত ছিল। তাই নিজেই করতে চেয়েছিলাম। তাতে কাজটা অনেক সহজ হয়েছিল। আমি মৃণাল দা'র মুখে কখনও বিরক্তি দেখিনি। কারও নিন্দা করতেন না।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তিনি আরও বলেন, "অনেক অভাব অনটন পেরিয়েছেন। কিন্তু হতাশ হতে দেখিনি কখনও। ওই মেজাজ, ওই ভাবভঙ্গি কাউকে শেখানো সহজ ছিল না। মৃণাল দা এবং আমি দুজনেই মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি । মৃণাল সেন না-থাকলে আমি আজকের অঞ্জন দত্ত হতাম না ।" এরকমই আরও নানা কথার ঝাঁপি ইটিভি ভারতের সামনে মেলে ধরলেন অঞ্জন দত্ত। এই ছবিতে তাঁর নাম কুণাল সেন। ঘটনাচক্রে মৃণাল সেন এবং গীতা সেনের পুত্রের নাম কুণাল সেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও গান ৷ কলকাতা এবং তাকে ঘিরে থাকা চরিত্রদের রোজনামচার কথা বলে যে গানই শুনিয়েছেন পরিচালক অঞ্জন দত্তের 'একটা দিন' ৷
আরও পড়ুন:
1. আসছে 'নয়ন রহস্য', ফেলুদা অ্যান্ড কোম্পানি কীভাবে করলেন সমাধান; শুনুন বিশেষ সাক্ষাৎকার
2. বিজেপি-যোগে জাতীয় মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র শ্রীলেখা? সপাট জবাব অভিনেত্রীর
3. ফেলুদা দেখার পর কিশোরদের পাঠানো চিঠিই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ: সন্দীপ রায়