ETV Bharat / entertainment

মুক্তি পেল অর্ণ-অনির্বাণ-সোহিনীর ফিল্ম 'অথৈ'-এর ট্রেলার - Athhoi trailer released - ATHHOI TRAILER RELEASED

Athhoi trailer released: মুক্তি পেল বহু চর্চিত ফিল্ম অথৈয়ের ট্রেলার ৷ এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার-সহ আরও অনেকে ৷

ETV BHARAT
'অথৈ'-এর ট্রেলার প্রকাশ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 12:33 PM IST

কলকাতা, 7 জুন: 'নটধা’ নাট্যদলের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ উপহার দিয়েছিলেন পরিচালক তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় । নাটকটির নাম অথৈ’। সেই নাটকই এবার ছবির আকারে আসতে চলছে বড়পর্দায় । ইতিমধ্যে হাজির হয়েছে ছবির ট্রেলার । যার আনুষ্ঠানিক প্রকাশে হাজির ছিলেন ছবির অন্যতম কুশীলব অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার ।

ETV BHARAT
টিম 'অথৈ' (নিজস্ব ছবি)

অভিনয় ছাড়াও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টেরের দায়িত্বে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য । নাটকে মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ ও অর্ণ মুখোপাধ্যায় । আর ছবিতে ড. অথৈ লোধ অর্থাৎ ওথেলো রূপে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে । তিনি দলিত সম্প্রদায়ের । উইলিয়াম শেক্সপিয়ার এই চরিত্রটিকে এঁকেছিলেন ভেনিসের কুইক্সোটিক মুরের আদলে । অথৈ স্বপ্ন দেখেন, তিনি প্রেমিক মনের । সোজা কথায় অথৈ সুন্দর মনের মানুষ এই ছবিতে । এখানে সোহিনীর চরিত্রের নাম দিয়া (ডেসডেমোনা)। যে ভালোবাসার প্রতীক । দিয়া বুদ্ধিমতী, স্পষ্টবাদী এবং আন্তরিক ।

অনির্বাণের চরিত্রের নাম গোগো (লাগো)। এটি একটি রহস্যময় চরিত্র । বলা ভালো, একটি ধাঁধার মতো যা রেজল্যুশন এড়িয়ে যায় । এই গোগোর মনটা সহজ সরল পথে হাঁটে না । অথৈয়ের বন্ধু সে । সেই বন্ধুত্বের মধ্যেও রয়েছে জটিলতা । সহজ ভাষায়, গোগো নৈতিকতার নাটকে নৃশংসতার মূর্ত প্রতীককে তুলে ধরে । ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্র খুঁজে পাওয়া যাবে তাঁর চরিত্রে । সুতরাং এখানে অনির্বাণকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে । আর তা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা । উল্লেখ্য, সম্প্রতি নিজের লুকও পালটে ফেলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । 14 জুন বড় পর্দায় আসছে এই ছবি ।

ETV BHARAT
আনুষ্ঠানিক প্রকাশ 'অথৈ'-এর ট্রেলারের (নিজস্ব ছবি)

অর্ণ বলেন, "অথৈ হল ভালোবাসার একটি শ্রম যা সফল হতে বহু বছর লেগেছে । ট্রেলারের মাধ্যমে আমরা মানুষের আবেগের গভীরে যেতে চেয়েছি । আর ছবির মাধ্যমে, আমরা গভীর আবেগ এবং তার প্রতিফলন জাগিয়ে তুলতে চাই ।"

অনির্বাণ বলেন, "আমরা শুরু থেকেই পরিষ্কার ছিলাম কীভাবে এই শেক্সপিয়রীয় জগৎ কীভাবে তৈরি করা যায় । প্রতিটি শট বিভাজন অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল এবং আমাদের দল প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে । মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে । নার্ভাস আছি । তবে, ভালো কিছুই হবে আশা রাখি ।"

সোহিনী বলেন, "দিয়া চরিত্রে অভিনয় করা একটি অন্যরকমের অভিজ্ঞতা ছিল । এই চরিত্রটি আমাকে মানুষের স্থিতিস্থাপকতা এবং দুর্বলতার গভীরতা অন্বেষণ করার সুযোগ দিয়েছে ।"

কলকাতা, 7 জুন: 'নটধা’ নাট্যদলের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ উপহার দিয়েছিলেন পরিচালক তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় । নাটকটির নাম অথৈ’। সেই নাটকই এবার ছবির আকারে আসতে চলছে বড়পর্দায় । ইতিমধ্যে হাজির হয়েছে ছবির ট্রেলার । যার আনুষ্ঠানিক প্রকাশে হাজির ছিলেন ছবির অন্যতম কুশীলব অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় ও সোহিনী সরকার ।

ETV BHARAT
টিম 'অথৈ' (নিজস্ব ছবি)

অভিনয় ছাড়াও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টেরের দায়িত্বে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য । নাটকে মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ ও অর্ণ মুখোপাধ্যায় । আর ছবিতে ড. অথৈ লোধ অর্থাৎ ওথেলো রূপে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে । তিনি দলিত সম্প্রদায়ের । উইলিয়াম শেক্সপিয়ার এই চরিত্রটিকে এঁকেছিলেন ভেনিসের কুইক্সোটিক মুরের আদলে । অথৈ স্বপ্ন দেখেন, তিনি প্রেমিক মনের । সোজা কথায় অথৈ সুন্দর মনের মানুষ এই ছবিতে । এখানে সোহিনীর চরিত্রের নাম দিয়া (ডেসডেমোনা)। যে ভালোবাসার প্রতীক । দিয়া বুদ্ধিমতী, স্পষ্টবাদী এবং আন্তরিক ।

অনির্বাণের চরিত্রের নাম গোগো (লাগো)। এটি একটি রহস্যময় চরিত্র । বলা ভালো, একটি ধাঁধার মতো যা রেজল্যুশন এড়িয়ে যায় । এই গোগোর মনটা সহজ সরল পথে হাঁটে না । অথৈয়ের বন্ধু সে । সেই বন্ধুত্বের মধ্যেও রয়েছে জটিলতা । সহজ ভাষায়, গোগো নৈতিকতার নাটকে নৃশংসতার মূর্ত প্রতীককে তুলে ধরে । ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্র খুঁজে পাওয়া যাবে তাঁর চরিত্রে । সুতরাং এখানে অনির্বাণকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে । আর তা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা । উল্লেখ্য, সম্প্রতি নিজের লুকও পালটে ফেলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । 14 জুন বড় পর্দায় আসছে এই ছবি ।

ETV BHARAT
আনুষ্ঠানিক প্রকাশ 'অথৈ'-এর ট্রেলারের (নিজস্ব ছবি)

অর্ণ বলেন, "অথৈ হল ভালোবাসার একটি শ্রম যা সফল হতে বহু বছর লেগেছে । ট্রেলারের মাধ্যমে আমরা মানুষের আবেগের গভীরে যেতে চেয়েছি । আর ছবির মাধ্যমে, আমরা গভীর আবেগ এবং তার প্রতিফলন জাগিয়ে তুলতে চাই ।"

অনির্বাণ বলেন, "আমরা শুরু থেকেই পরিষ্কার ছিলাম কীভাবে এই শেক্সপিয়রীয় জগৎ কীভাবে তৈরি করা যায় । প্রতিটি শট বিভাজন অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল এবং আমাদের দল প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে । মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে । নার্ভাস আছি । তবে, ভালো কিছুই হবে আশা রাখি ।"

সোহিনী বলেন, "দিয়া চরিত্রে অভিনয় করা একটি অন্যরকমের অভিজ্ঞতা ছিল । এই চরিত্রটি আমাকে মানুষের স্থিতিস্থাপকতা এবং দুর্বলতার গভীরতা অন্বেষণ করার সুযোগ দিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.