ETV Bharat / entertainment

ওটিটিতে রণবীরের 'অ্যানিম্যাল', বাড়ি বসেই দেখুন বছরের অন্যতম সেরা ছবি - Animal

Animal Digital Release: 'সালার' ছবির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ৷ কবে, কোথায় দেখা যাবে ব্লকব্লাস্টার এই ছবি জানাল নির্মাতা সংস্থা ৷

Animal Digital Release
ওটিটি প্ল্যাটফর্মে 'অ্যানিম্যাল'
author img

By PTI

Published : Jan 25, 2024, 4:49 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে ওটিটি প্ল্যাটফর্মে আসছে রণবীর কাপুরের অ্যানিম্যাল ৷ সোশাল মিডিয়ায় নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দামরি অভিনীত ব্লকব্লাস্টার অ্যানিম্যাল বক্সঅফিসে ম্যাজিক দেখানোর পর এবার তা আসছে সোশাল প্ল্যাটফর্মে ৷

নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, "তাপমাত্রা ক্রমশ বাড়ছে, গম্ভীর হচ্ছে বাতাস ৷ অ্যানিম্যালে সাক্ষী থাকুন তাঁর হিংস্রতার ৷ 26 জানুয়ারি নেটফ্লিক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় আসছে অ্যানিম্যাল ৷" পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সন্দীপের অ্যানিম্যাল ৷ মেয়েদের অসম্মান, স্ত্রী-বিদ্বেষ ও অত্যধিক হিংস্রতা দেখানোয় এই ছবি ব্যাপকভাবে সমালোচিত হয় ৷ কিন্তু তারপরেও তা বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে ৷ অভিনেতা রণবীর কাপুর এই বলেন, "অ্য়ানিম্যালের সাফল্য দেখে সত্যিই খুব ভালো লাগছে ৷ প্রেক্ষাগৃহে এই ছবি দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়েছেন ৷ আমার ভালো লাগছে এটা দেখে যে এবার বিশ্বব্যাপি দর্শক বাড়ি বসে এই ছবি দেখার সুযোগ পাবেন ৷ আমাদের কাজ গ্লোবালি সকলের সামনে তুলে ধরার অনুভূতি সত্যি স্পেশাল ৷"

ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃশাণ কুমার, মুরাদ খেতামি ও প্রণয় রেড্ডি ৷ কিছুদিন আগেই হয়ে গিয়েছে ছবির সাকসেস পার্টি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি দেওল, তৃপ্তি দিমরি, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার, প্রেম চোপড়া, শক্তি কাপুর-সহ আরও অনেকে ৷ অনুষ্ঠানের স্পটলাইট কেড়ে নিয়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ সাকসেস পার্টিতে রণবীরকে দেখা যায় মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে ফ্রেমবন্দি হতে ৷

প্রসঙ্গত, 100 কোটি বাজেটের এই ছবি ভারতে আয় করে 661.82 কোটি টাকা ৷ গ্লোবালি 'অ্যানিম্যাল' ঘরে তোলে 917 কোটি টাকা ৷ চলতি বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে একাধিক বিষয়ে নমিনেশন পেয়েছে 'অ্যানিম্যাল' ৷ যার মধ্যে রয়েছে, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং, বেস্ট অ্যাক্টর, বেস্ট মিউজিক ডিরোক্টর, বেস্ট অ্যাকশন-সহ একাধিক বিভাগে ৷ ছবির মুকুটে কোন কোন ক্ষেত্রে অ্যাওয়ার্ড ওঠে তা জানা যাবে 28 জানুয়ারি ৷

আরও পড়ুন:

1. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

2. বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ

3. কালো জাদু থেকে সাবধান থাকার বার্তা অজয়ের, এসে গিয়েছে 'শয়তান'

নয়াদিল্লি, 25 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে ওটিটি প্ল্যাটফর্মে আসছে রণবীর কাপুরের অ্যানিম্যাল ৷ সোশাল মিডিয়ায় নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দামরি অভিনীত ব্লকব্লাস্টার অ্যানিম্যাল বক্সঅফিসে ম্যাজিক দেখানোর পর এবার তা আসছে সোশাল প্ল্যাটফর্মে ৷

নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, "তাপমাত্রা ক্রমশ বাড়ছে, গম্ভীর হচ্ছে বাতাস ৷ অ্যানিম্যালে সাক্ষী থাকুন তাঁর হিংস্রতার ৷ 26 জানুয়ারি নেটফ্লিক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় আসছে অ্যানিম্যাল ৷" পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সন্দীপের অ্যানিম্যাল ৷ মেয়েদের অসম্মান, স্ত্রী-বিদ্বেষ ও অত্যধিক হিংস্রতা দেখানোয় এই ছবি ব্যাপকভাবে সমালোচিত হয় ৷ কিন্তু তারপরেও তা বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে ৷ অভিনেতা রণবীর কাপুর এই বলেন, "অ্য়ানিম্যালের সাফল্য দেখে সত্যিই খুব ভালো লাগছে ৷ প্রেক্ষাগৃহে এই ছবি দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়েছেন ৷ আমার ভালো লাগছে এটা দেখে যে এবার বিশ্বব্যাপি দর্শক বাড়ি বসে এই ছবি দেখার সুযোগ পাবেন ৷ আমাদের কাজ গ্লোবালি সকলের সামনে তুলে ধরার অনুভূতি সত্যি স্পেশাল ৷"

ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃশাণ কুমার, মুরাদ খেতামি ও প্রণয় রেড্ডি ৷ কিছুদিন আগেই হয়ে গিয়েছে ছবির সাকসেস পার্টি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি দেওল, তৃপ্তি দিমরি, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার, প্রেম চোপড়া, শক্তি কাপুর-সহ আরও অনেকে ৷ অনুষ্ঠানের স্পটলাইট কেড়ে নিয়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ সাকসেস পার্টিতে রণবীরকে দেখা যায় মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে ফ্রেমবন্দি হতে ৷

প্রসঙ্গত, 100 কোটি বাজেটের এই ছবি ভারতে আয় করে 661.82 কোটি টাকা ৷ গ্লোবালি 'অ্যানিম্যাল' ঘরে তোলে 917 কোটি টাকা ৷ চলতি বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে একাধিক বিষয়ে নমিনেশন পেয়েছে 'অ্যানিম্যাল' ৷ যার মধ্যে রয়েছে, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং, বেস্ট অ্যাক্টর, বেস্ট মিউজিক ডিরোক্টর, বেস্ট অ্যাকশন-সহ একাধিক বিভাগে ৷ ছবির মুকুটে কোন কোন ক্ষেত্রে অ্যাওয়ার্ড ওঠে তা জানা যাবে 28 জানুয়ারি ৷

আরও পড়ুন:

1. 'ব্রিলিয়ান্ট ছবি, হৃতিক শো-স্টপার', নেটপাড়ায় প্রশংসিত 'ফাইটার'

2. বিশেষ স্ক্রিনিংয়ে 'ফাইটার', হৃতিক-দীপিকার পাশে দাঁড়ালেন শাহরুখ

3. কালো জাদু থেকে সাবধান থাকার বার্তা অজয়ের, এসে গিয়েছে 'শয়তান'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.