ETV Bharat / entertainment

অনন্যাকে আনন্দ দেয় এই দুটি জায়গা, গোপন তথ্য ফাঁস নায়িকার - Ananya Panday - ANANYA PANDAY

Ananya Panday: দুটি জায়গায় সবচেয়ে বেশি খুশি থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ৷ নিজেই সোশাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন সে কথা ৷ জানেন কোন দুটি জায়গায় চাঙ্কি পান্ডের মেয়ে সময় কাটাতে ভালোবাসেন ?

Ananya Panday
Ananya Panday
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 4:50 PM IST

হায়দরাবাদ, 24 মার্চ: বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডে প্রেমের গুঞ্জন ৷ দু'জনকে একসঙ্গে দেখা গেলেও কেউ তাঁদের সম্পর্কে এখনও সিলমোহর দেননি ৷ এই জল্পনার মধ্যেই এবার 'ড্রিম গার্ল' নায়িকা ফাঁস করলেন কোন জিনিস তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দেয় ৷

বলিউডের উঠতি অভিনেত্রী সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ ধরা দিয়েছেন খোশ মেজাজে ৷ সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তাঁকে সবচেয়ে বেশি খুশী দেয় ফিল্মের সেট ও বিচ ৷ ছবিগুলি শেয়ার করে অনন্যা লিখেছেন, " বিচ বা ফিল্মের সেটে থাকতেই ভালো লাগে আমার .. এর বাইরে আর কোন কিছু নয় ।" আর তাঁর এই গোপন তথ্য ফাঁস করতেই পোস্টটিকে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা ৷

অনন্যার পোস্ট করা সবকটি ছবিতেই তাঁর মুখে সুন্দর হাসি লেগে রয়েছে ৷ ছবিগুলি মনোরম সমুদ্র সৈকত এবং জমজমাট মুভি সেটের ৷ অভিনেত্রীর পরনে কখনও রয়েছে বিচের পোশাক, আবার কখনও তিনি ধরা দিয়েছেন গ্ল্যামারাস লুকে ৷ তবে সব ছবিতেই মিষ্টি মেয়ে লাগছে অন্যান্যকে ৷ ভক্তরা তাই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে পোস্টটিতে ৷

তরুণ প্রজন্মের অভিনেত্রীদের কথা বললে নাম আসে অনন্যা পান্ডের ৷ প্রতিভা দিয়ে একের পর এক ছবিতে নিজেকে ভেঙে গড়ে প্রমাণ করছেন এই ডিম্পেল গার্ল ৷ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2' দিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখেন তিনি ৷ এরপরে অনন্যা 'পাতি পাটনি অর ওহ', 'ড্রিম গার্ল 2' এবং 'খো গেয়ে হাম কাহা'র মতো ছবিগুলিতে কাজ করেছেন । তিনি শুধুমাত্র তাঁর অভিনয় ক্ষমতার জন্য নয়, বরং প্রাণবন্ত এবং প্রফুল্ল ব্যক্তিত্বের জন্যও প্রশংসিত হন ৷ এই কারণে অনুরাগীরা বেশ ভালোবাসে তাঁকে । এই মুহূর্তে প্রায় 25 মিলিয়ন ফলোয়ার তাঁর ইনস্টাগ্রামে ৷

অনন্যাকে সম্প্রতি নেটফ্লিক্সে 'খো গেয়ে হাম কাহা' ছবিতে দেখা গিয়েছে ৷ যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । নবাগত অর্জুন ভারাইন সিং এই ছবিটি পরিচালনা করেছেন ৷ এছাড়াও বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন ছবিতে দেখা যাবে অনন্যাকে, যা নিয়ে উচ্ছ্বসিত অনরাগীরা ৷ অ্যামাজন প্রাইমের কল মি বে-তে সিরিজেও অন্যরূপে দর্শক অনন্যাকে দেখতে পাবে ।

আরও পড়ুন:

  1. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে সারা, অভিনেত্রীকে কত মার্কস দিলেন অনুরাগীরা
  2. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক
  3. 5 লক্ষের বিনিময়ে এক ঘণ্টা ! অনুরাগ কাশ্যপের রেটচার্ট দেখে 'থ' নেটপাড়া

হায়দরাবাদ, 24 মার্চ: বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডে প্রেমের গুঞ্জন ৷ দু'জনকে একসঙ্গে দেখা গেলেও কেউ তাঁদের সম্পর্কে এখনও সিলমোহর দেননি ৷ এই জল্পনার মধ্যেই এবার 'ড্রিম গার্ল' নায়িকা ফাঁস করলেন কোন জিনিস তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দেয় ৷

বলিউডের উঠতি অভিনেত্রী সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ৷ ধরা দিয়েছেন খোশ মেজাজে ৷ সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তাঁকে সবচেয়ে বেশি খুশী দেয় ফিল্মের সেট ও বিচ ৷ ছবিগুলি শেয়ার করে অনন্যা লিখেছেন, " বিচ বা ফিল্মের সেটে থাকতেই ভালো লাগে আমার .. এর বাইরে আর কোন কিছু নয় ।" আর তাঁর এই গোপন তথ্য ফাঁস করতেই পোস্টটিকে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা ৷

অনন্যার পোস্ট করা সবকটি ছবিতেই তাঁর মুখে সুন্দর হাসি লেগে রয়েছে ৷ ছবিগুলি মনোরম সমুদ্র সৈকত এবং জমজমাট মুভি সেটের ৷ অভিনেত্রীর পরনে কখনও রয়েছে বিচের পোশাক, আবার কখনও তিনি ধরা দিয়েছেন গ্ল্যামারাস লুকে ৷ তবে সব ছবিতেই মিষ্টি মেয়ে লাগছে অন্যান্যকে ৷ ভক্তরা তাই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে পোস্টটিতে ৷

তরুণ প্রজন্মের অভিনেত্রীদের কথা বললে নাম আসে অনন্যা পান্ডের ৷ প্রতিভা দিয়ে একের পর এক ছবিতে নিজেকে ভেঙে গড়ে প্রমাণ করছেন এই ডিম্পেল গার্ল ৷ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2' দিয়ে হিন্দি সিনেমার জগতে পা রাখেন তিনি ৷ এরপরে অনন্যা 'পাতি পাটনি অর ওহ', 'ড্রিম গার্ল 2' এবং 'খো গেয়ে হাম কাহা'র মতো ছবিগুলিতে কাজ করেছেন । তিনি শুধুমাত্র তাঁর অভিনয় ক্ষমতার জন্য নয়, বরং প্রাণবন্ত এবং প্রফুল্ল ব্যক্তিত্বের জন্যও প্রশংসিত হন ৷ এই কারণে অনুরাগীরা বেশ ভালোবাসে তাঁকে । এই মুহূর্তে প্রায় 25 মিলিয়ন ফলোয়ার তাঁর ইনস্টাগ্রামে ৷

অনন্যাকে সম্প্রতি নেটফ্লিক্সে 'খো গেয়ে হাম কাহা' ছবিতে দেখা গিয়েছে ৷ যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । নবাগত অর্জুন ভারাইন সিং এই ছবিটি পরিচালনা করেছেন ৷ এছাড়াও বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন ছবিতে দেখা যাবে অনন্যাকে, যা নিয়ে উচ্ছ্বসিত অনরাগীরা ৷ অ্যামাজন প্রাইমের কল মি বে-তে সিরিজেও অন্যরূপে দর্শক অনন্যাকে দেখতে পাবে ।

আরও পড়ুন:

  1. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে সারা, অভিনেত্রীকে কত মার্কস দিলেন অনুরাগীরা
  2. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক
  3. 5 লক্ষের বিনিময়ে এক ঘণ্টা ! অনুরাগ কাশ্যপের রেটচার্ট দেখে 'থ' নেটপাড়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.